Bangladesh

কামাল হোসেনের ইফতারে আওয়ামী লীগের ফারুক খান

কামাল হোসেনের ইফতারে আওয়ামী লীগের ফারুক খান

Bangladesh Live News | @banglalivenews | 27 May 2019, 07:11 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, মে ২৭ : একাদশ সংসদ নির্বাচনের আগে কামাল হোসেনের নেতৃত্বে বিএনপিসহ সমমনা দলগুলোকে নিয়ে জাতীয় ঐক্যফ্রন্ট গঠনের পর এই প্রথম তাদের কোনো অনুষ্ঠানে আওয়ামী লীগের কোনো নেতা অংশ নিলেন।

রোববার বিকালে কাকরাই্লরে ঈসা খাঁ হোটেলে গণফোরামের পক্ষে দলটির সভাপতি কামাল হোসেন এই ইফতারের আয়োজন করেন। বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টভুক্ত দলগুলোর নেতাদের সঙ্গে আওয়ামী লীগের সভাপতিম-লীল সদস্য ফারুক তাতে অংশ নেন।


ইফতারে আমন্ত্রণ জানানোয় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে গণফোরাম নেতাদের ধন্যবাদ জানান ফারুক খান।


ইফতারের আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, ‘এখানে আমি আসার আগে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে জানিয়েছেন, তিনি তার ব্যক্তিগত এবং স্বাস্থ্যগত কারণে উপস্থিত থাকতে পারছেন না। তিনি (প্রধানমন্ত্রী) আমাকে তার পক্ষ থেকে এবং বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃবৃন্দের পক্ষে থেকে আপনাদেরকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন। ইনশাল্লাহ আজকের এই ইফতার মাহফিলে আমরা দোয়া করব, তিনি (শেখ হাসিনা) যেন আরও ভালোভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারেন এবং আল্লাহ তাকে দেশের জনগণের জন্য কাজ করার তওফিক দান করেন।’


তত্ত্বাবধায়ক সরকার দাবিতে ২০১৪ সালের নির্বাচন বর্জনকারী বিএনপি এবার কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট গড়ে ভোটে অংশ নিলেও তাদের ভরাডুবি হয়। ক্ষমতাসীন আওয়ামী লীগের বিরুদ্ধে ‘ভোট ডাকাতির’ অভিযোগ তুলে পুনরায় নির্বাচনের দাবি জানিয়ে আসছে বিএনপি ও ঐক্যফ্রন্ট।
বিভিন্ন রাজনৈতিক সভা-সমাবেশের পাশাপাশি রোজা শুরুর পর ইফতার মাহফিলগুলোতেও ক্ষমতাসীনদের কঠোর সমালোচনা করে আসছেন বিএনপিসহ ঐক্যফ্রন্টের নেতারা। এদিন ইফতার পূর্ব অনুষ্ঠানের শেষ দিকে কামাল হোসেন মাইক হাতে নিলেও কোনো রাজনৈতিক বক্তব্য রাখেননি। ইফতারে অংশ নেওয়ায় বিভিন্ন দলের নেতাদের ধন্যবাদ জানান তিনি।


গণফোরামের ইফতারে ফারুক খান এলেও আগের দিন গণভবনে রাজনীতিকদের সম্মানে দেওয়া প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ইফতারে আমন্ত্রণ জানানো হলেও বিএনপি ও ঐক্যফ্রন্টের কেউ যাননি।


এ নিয়ে হতাশা প্রকাশ করে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া সাংবাদিকদের বলেন, ‘বিএনপিসহ ঐক্যফ্রন্টের সকল নেতাদের কার্ড আমরা আরামবাগে ঐক্যফ্রন্টের কার্যালয়ে দিয়ে এসেছি এবং গতকাল দুপুরে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমি বিশেষ সহকারী হিসাবে নিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দের সাথে টেলিফোনে আমন্ত্রণের বিষয়টি অবহিত করি। তবে তারা আমাকে জানান, তারা দাওয়াত পেয়েছেন, কিন্তু তাদের পূর্ব নির্ধারিত একটি কর্মসূচি থাকায় অনুষ্ঠানে আসতে পারবেন না।

সর্বশেষ শিরোনাম

পবিত্র শবে কদর আজ Sat, Apr 06 2024

অচিরেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত হবে: কাদের Sat, Apr 06 2024

টাকা লুট আর সক্ষমতা জানান দিতেই কেএনএফের হামলা: র‌্যাব Sat, Apr 06 2024

পরিবারের কাছে ফিরেছেন সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজার Sat, Apr 06 2024

উত্তপ্ত বান্দরবান, পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী Fri, Apr 05 2024

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার Fri, Apr 05 2024

জনপ্রতিনিধিদের জনগণের সেবা করার মাধ্যমে ভবিষ্যত ভোট নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর Fri, Apr 05 2024

বান্দরবানে চলছে যৌথবাহিনীর অভিযান Fri, Apr 05 2024

তারেক রহমান নেতৃত্বে থাকলে বিএনপি এগুতে পারবে না: ওবায়দুল কাদের Fri, Apr 05 2024

মেট্রোরেলে ১ জুলাই থেকে ভ্যাট কার্যকর Thu, Apr 04 2024