Bangladesh

দুই জঙ্গি ছিনতাই : মূল সমন্বয়ক-আশ্রয়দাতা গ্রেফতার জঙ্গি ছিনতাই
ফাইল ছবি

দুই জঙ্গি ছিনতাই : মূল সমন্বয়ক-আশ্রয়দাতা গ্রেফতার

Bangladesh Live News | @banglalivenews | 08 Apr 2023, 02:27 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ৮ এপ্রিল ২০২৩ : ঢাকার আদালত চত্বর থেকে দুই জঙ্গি ছিনতাইয়ের মূল সমন্বয়ক ও তার আশ্রয়দাতাকে গ্রেফতার করেছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

গ্রেফতারদের মধ্যে একজন জঙ্গি ছিনতাইয়ের মূল সমন্বয়ক শিখা। তিনি জেল পলাতক জঙ্গি আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিবের স্ত্রী। তবে তার আশ্রয়দাতার নাম-পরিচয় এখনো জানায়নি পুলিশ।

শুক্রবার রাতে নারায়ণগঞ্জ থেকে তাদের গ্রেফতার করা হয়। সিটিটিসি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান এ তথ্য জানান।

তিনি বলেন, নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে পলাতক জঙ্গি আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিবের স্ত্রী শিখা ও তার আশ্রয়দাতাকে গ্রেফতার করা হয়েছে। তাদের নিয়ে পলাতক জঙ্গিদের গেফতারে অভিযান চালানো হচ্ছে।

গত বছরের ২০ নভেম্বর ঢাকার নিম্ন আদালত থেকে পুলিশের চোখে স্প্রে করে প্রকাশক দীপন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে ছিনিয়ে নিয়ে যায় জঙ্গিরা। ছিনিয়ে নেওয়া পলাতক দুই আসামি হলেন- মইনুল হাসান শামীম ও আবু সিদ্দিক সোহেল। শামীমের বাড়ি সুনামগঞ্জের ছাতকের মাধবপুর গ্রামে। সোহেলের বাড়ি লালমনিরহাটের আদিতমারীর ভেটোশ্বর গ্রামে। তাদের ধরতে রাজধানীসহ সারাদেশে অভিযান চালায় পুলিশ।

ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালত চত্বর থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গিকে ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা তিন মাস আগেই করা হয়েছিল। পরিকল্পনা ছিল ২০১৪ সালে ময়মনসিংহের ত্রিশালে প্রিজনভ্যান থেকে যেভাবে জঙ্গিদের ছিনিয়ে নেওয়া হয়েছিল সেভাবে ছিনিয়ে নেওয়া। কিন্তু এবার প্রিজনভ্যানে হামলা করাটা বেশি ঝুঁকিপূর্ণ ছিল জঙ্গিদের কাছে। কারণ কাশিমপুর কারাগার থেকে ঢাকার আদালতে জঙ্গিদের আনার সময় নিরাপত্তা ছিল বেশি। তাই তারা আদালতপাড়াকেই নিরাপদ জায়গা মনে করে। আর এসব পরিকল্পনা কারাগারের ভেতর থেকেই করেন জঙ্গিরা।

এরপর জঙ্গিরা বিষয়টি বাইরে থাকা সহযোগীদের জানিয়ে দেন। পরিকল্পনা অনুযায়ী সব ধরনের প্রস্তুতি নিয়েই রোববার (২০ নভেম্বর) আদালত এলাকায় উপস্থিত হন সহযোগীরা। এতে সরাসরি নেতৃত্ব দেন আয়মান ওরফে মশিউর রহমান (৩৭) নামে আনসার আল ইসলামের এক নেতা। রিমান্ডে থাকা আরাফাত ও সবুরকে জিজ্ঞাসাবাদের বরাতে এসব কথা জানায় কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।

সিটিটিসি প্রধান অতিরিক্ত কমিশনার মো. আসাদুজ্জামান বলেন, জঙ্গি ছিনিয়ে নেওয়ার ঘটনায় যে নেতৃত্ব দিয়েছেন তাকে শনাক্ত করা হয়েছে। তাকে গ্রেফতারে চলছে অভিযান।

সর্বশেষ শিরোনাম

পবিত্র শবে কদর আজ Sat, Apr 06 2024

অচিরেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত হবে: কাদের Sat, Apr 06 2024

টাকা লুট আর সক্ষমতা জানান দিতেই কেএনএফের হামলা: র‌্যাব Sat, Apr 06 2024

পরিবারের কাছে ফিরেছেন সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজার Sat, Apr 06 2024

উত্তপ্ত বান্দরবান, পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী Fri, Apr 05 2024

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার Fri, Apr 05 2024

জনপ্রতিনিধিদের জনগণের সেবা করার মাধ্যমে ভবিষ্যত ভোট নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর Fri, Apr 05 2024

বান্দরবানে চলছে যৌথবাহিনীর অভিযান Fri, Apr 05 2024

তারেক রহমান নেতৃত্বে থাকলে বিএনপি এগুতে পারবে না: ওবায়দুল কাদের Fri, Apr 05 2024

মেট্রোরেলে ১ জুলাই থেকে ভ্যাট কার্যকর Thu, Apr 04 2024