Bangladesh

বিদেশে চিকিৎসার বিষয়ে খালেদা জিয়া আপিল বিভাগে যেতে পারেন: অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল খালেদার চিকিৎসা
সংগৃহিত খালেদা জিয়া

বিদেশে চিকিৎসার বিষয়ে খালেদা জিয়া আপিল বিভাগে যেতে পারেন: অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল

Bangladesh Live News | @banglalivenews | 02 Oct 2023, 10:50 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ২ অক্টোবর ২০২৩: উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার বিষয়ে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাছান চৌধুরী বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আপিল বিভাগে আবেদন করতে পারেন। তবে তার আগে তাকে আদালতে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে। সোমবার সুপ্রিম কোর্টের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের নিজ কার্যালয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি।

মেহেদী হাছান চৌধুরী বলেন, যেহেতু ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারার আলোকে আবেদনটিতে আগেই খালেদা জিয়ার সাজা স্থগিত করা হয়েছিল। একারণে আর কোনো স্কোপ নেই অন্য কোনো আদেশ দেওয়ার। এখন তাকে আত্মসমর্পণ করে কারাগারে যেতে হবে এবং জেলখানায় যাওয়ার পরে তিনি জামিন আবেদন এবং বিদেশে চিকিৎসার জন্য আপিল বিভাগে আবেদন করতে পারেন। কারণ সাজার বিরুদ্ধে তার আপিল পেন্ডিং রয়েছে। এছাড়া খালেদা জিয়া তার দোষ স্বীকার করে রাষ্ট্রপতির কাছে আবেদনও করতে পারেন।

এর আগে ভয়েস অব আমেরিকার শতরূপা বড়ুয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসা করাতে হলে তাকে আদালতে গিয়ে আবেদন করতে হবে। আদালত যদি অনুমতি দেন তাহলে তিনি বিদেশে যেতে পারবেন।

খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো নয় বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন। এ জন্য তাকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা করাতে চান তারা। এ বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আমি জিজ্ঞেস করি, পৃথিবীর কোন দেশ সাজাপ্রাপ্ত আসামিকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে পেরেছে। পৃথিবীর কোনো দেশ দেবে? তাদের (বিএনপি) যদি চাইতে হয় তাহলে আবার আদালতে যেতে হবে। আদালতের কাছ থেকে অনুমতি নিতে হবে। এখানে আদালতের কাজের ওপর আমাদের হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই।’

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার পাঁচ বছরের সাজা হয়। সেদিন থেকে কারাবন্দি তিনি। পরে হাইকোর্টে এ সাজা বেড়ে ১০ বছর হয়। এরপর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার আরও সাত বছরের সাজা হয়।

সর্বশেষ শিরোনাম

বিরোধী দলগুলোর হরতাল-অবরোধে এক মাসে ২১২ গাড়িতে আগুন Tue, Nov 28 2023

দেশের মোট জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ : বিবিএস Tue, Nov 28 2023

মানবতাবিরোধী অপরাধ : বাগেরহাটের ৭ জনের রায় বৃহস্পতিবার Tue, Nov 28 2023

মনোনয়ন দিলেও জোটের সঙ্গে সমন্বয় হবে: তথ্যমন্ত্রী Tue, Nov 28 2023

কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলবে না ভারত: পররাষ্ট্র সচিব Mon, Nov 27 2023

বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ যেন নির্বাচিত হতে না পারে: মনোনয়নপ্রত্যাশীদের শেখ হাসিনা Mon, Nov 27 2023

২৯৮ আসনে নতুন মুখ ১০৪ Mon, Nov 27 2023

মনোনয়ন পেলেন না তিন প্রতিমন্ত্রী Mon, Nov 27 2023

দ্বাদশ সংসদ নির্বাচনে প্রার্থী ঘোষণা করল আওয়ামী লীগ Mon, Nov 27 2023

বিকেলে আওয়ামী লীগ প্রার্থীদের নাম ঘোষণা করবেন ওবায়দুল কাদের Sun, Nov 26 2023