Bangladesh

মেয়র প্রার্থী হতে না পারার দু:খ সামলে সাংবাদিকদের মুখোমুখি সাঈদ খোকন
Amirul Momenin

মেয়র প্রার্থী হতে না পারার দু:খ সামলে সাংবাদিকদের মুখোমুখি সাঈদ খোকন

Bangladesh Live News | @banglalivenews | 31 Dec 2019, 07:02 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ডিসেম্বর ৩১ : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন সোমবার দুপুরে নগর ভবনে নিজের প্রতিক্রিয়া জানাতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এসময় তাকে মোটামুটি স্বভাবিক দেখাচ্ছিল। তিনি বলেন, নাগরিকদের মৌলিক সমস্যাগুলো সমাধানে অনেকটাই সক্ষম হয়েছি। তবে আমি যেহেতু মানুষ, ফেরেশতা নই। তাই আমারও ভুলভ্রান্তি থাকতে পারে। আমি ১০টা কাজ করলে সবগুলো যে সঠিক হবে এমনটা নয়। সেই ভুলত্রুটিগুলো শুধরে নিয়ে পরবর্তী যিনি মেয়র হিসেবে দায়িত্ব নেবেন আমার অভিজ্ঞতা দিয়ে আমি তাকে সহযোগিতা করব।'

মেয়র খোকন বলেন, 'দায়িত্বে থাকা অবস্থায় ইতিবাচক পরিবর্তনের সূচনা করতে সক্ষম হয়েছি। আমরা আরও কিছু দিন দায়িত্বে আছি। আমাদের বাকি কাজগুলো এ সময়ের মধ্যে যতটুকু পারা যায় এগিয়ে নেব। ইতিবাচক পরিবর্তনের ধারা অব্যাহত থাকবে। যিনি পরবর্তীতে দায়িত্ব গ্রহণ করবেন তিনিও এগুলো এগিয়ে নেবেন। আমার সার্বিক সহযোগিতা তার প্রতি থাকবে। এ শহরের মানুষদের নিয়ে চমৎকার ঢাকা গড়ে তুলতে হবে।'


আওয়ামী লীগের মনোনীত নতুন প্রার্থীকে পূর্ণ সমর্থন করবেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'আমার নেত্রী আছেন, আমার মুরব্বিরা আছেন, সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেব বা আমরা কাজ করব।' মনোনয়ন না পাওয়ার বিষয়ে তিনি বলেন, 'আমার বাবার হাত ধরে আমি রাজনীতিতে এসেছি। বাবার অবর্তমানে আমার অভিভাবক নেত্রী (প্রধানমন্ত্রী শেখ হাসিনা)। আমার জন্য যা ভালো তিনিই সিদ্ধান্ত নিয়েছেন।'


উল্লেখ্য, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে (ডিএসসিসি) মেয়র প্রার্থী হিসেবে সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপসের নাম ঘোষণা করে আওয়ামী লীগ। ফলে ডিএসসিসির নির্বাচনে মেয়র পদ থেকে ছিটকে যান বর্তমান মেয়র সাঈদ খোকন।


ঢাকার দুই সিটি নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই আলোচনা ছিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে (ডিএসসিসি) মেয়র পদে ক্ষমতাসীন আওয়ামী লীগের কে প্রার্থী হচ্ছেন? সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে রোববার (২৯ ডিসেম্বর) ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় মেয়র প্রার্থীর নাম ঘোষণা করে আওয়ামী লীগ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে (ডিএসসিসি) মেয়র প্রার্থী হিসেবে সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপসের নাম ঘোষণা করা হয়। ফলে ডিএসসিসির নির্বাচনে মেয়র পদ থেকে ছিটকে যান বর্তমান মেয়র সাঈদ খোকন।


এ বিষয়ে রোববার সাঈদ খোকনের মন্তব্য জানতে চাইলেও কোনো মন্তব্য করতে রাজি হননি। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দলের মনোনয়ন ঘোষণার দিন নিজ বাসায়ই ছিলেন খোকন। এছাড়া রোববার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কার্যালয় নগর ভবনেও যাননি। শোক সামলে সোমবার নিজ থেকেই গণমাধ্যমকর্মীদের সাথে কথা বলেন তিনি।

সর্বশেষ শিরোনাম

পবিত্র শবে কদর আজ Sat, Apr 06 2024

অচিরেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত হবে: কাদের Sat, Apr 06 2024

টাকা লুট আর সক্ষমতা জানান দিতেই কেএনএফের হামলা: র‌্যাব Sat, Apr 06 2024

পরিবারের কাছে ফিরেছেন সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজার Sat, Apr 06 2024

উত্তপ্ত বান্দরবান, পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী Fri, Apr 05 2024

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার Fri, Apr 05 2024

জনপ্রতিনিধিদের জনগণের সেবা করার মাধ্যমে ভবিষ্যত ভোট নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর Fri, Apr 05 2024

বান্দরবানে চলছে যৌথবাহিনীর অভিযান Fri, Apr 05 2024

তারেক রহমান নেতৃত্বে থাকলে বিএনপি এগুতে পারবে না: ওবায়দুল কাদের Fri, Apr 05 2024

মেট্রোরেলে ১ জুলাই থেকে ভ্যাট কার্যকর Thu, Apr 04 2024