Bangladesh

ইলিশ আমদানিতে ৬০ দিন সময় চান কলকাতার মাছ ব্যবসায়ীরা ইলিশ রপ্তানি
ছবি: সংগৃহিত

ইলিশ আমদানিতে ৬০ দিন সময় চান কলকাতার মাছ ব্যবসায়ীরা

Bangladesh Live News | @banglalivenews | 12 Sep 2023, 05:21 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ১২ সেপ্টেম্বর ২০২৩ : প্রতিবছর শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশের উপহার হিসেবে ইলিশের স্বাদ পায় পশ্চিমবঙ্গসহ সমগ্র ভারতের বাঙালিরা। গত বছর (২০২২ সালে) দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে ২ হাজার ৯০০ টন ইলিশ ভারতে রপ্তানির অনুমতি মেলে। তবে ভারতের মাছ আমদানিকারকরা মাত্র এক হাজার ৩০০ টন ইলিশ আমদানি করতে পেরেছিল। ফলে স্বভাবতই গতবছর দুর্গাপূজায় কলকাতার বাজারে বাংলাদেশের এই সুস্বাদু ইলিশের দাম ছিল সাধারণ মানুষের নাগালের বাইরে।

জানা গেছে, ইলিশ রপ্তানিতে গত বছরের মতো পরিস্থিতি এড়াতে এ বছর সময় নিয়েই আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ইলিশ রপ্তানির অনুমতি দিতে যাচ্ছে বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়। এ খবর পাওয়ার পর ইলিশ আমদানির অনুমোদন পেতে গত ১ সেপ্টেম্বর কলকাতার ফিস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন কলকাতায় বাংলাদেশের উপ-দূতাবাসে চিঠি দিয়েছে।

এরপর ৪ সেপ্টেম্বর কলকাতায় বাংলাদেশের উপ- হাইকমিশনের প্রথম সচিব (বাণিজ্যিক) শামছুল আরিফ ভারতে ইলিশ মাছ আমদানির অনুমতি চেয়ে বাংলাদেশ সরকারকে একটি চিঠি দেন। ওই চিঠিতে বাংলাদেশ থেকে ইলিশ আমদানির জন্য ৬০ দিন সময় চেয়ে কলকাতার ফিস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের আবেদনের বিষয় উল্লেখ করা হয়।

এ বিষয়ে কলকাতা ফিস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ আনোয়ার মাকসুদ বলেন, ‘গত বছরের মতো এ বছরও আমরা কলকাতার বাংলাদেশের উপ-হাইকমিশনারের কাছে চিঠি দিয়েছি। আমরা অনুরোধ করেছি যেন ইলিশ আমদানির জন্য আমাদের পর্যাপ্ত সময় দেওয়া হয়। যেমন গতবছর আমরা ২ হাজার ৯০০ টন আমদানির অনুমতি পেয়েছিলাম, কিন্তু সময়ের অভাবে আমরা এক হাজার ৩০০ টন ইলিশ আমদানি করতে সক্ষম হয়েছি।’

তিনি বলেন, ‘এবছর পঞ্চম বছর হবে বাংলাদেশ সরকার দুর্গাপূজা উপলক্ষে আমাদের ইলিশ আমদানির অনুমতি দেবে। বাংলাদেশ সরকারের কাছে আমাদের আবেদন, আপনারা ইলিশ রপ্তানির যে অনুমতি দেবেন সেটা অন্তত দুই মাসের সময় দিয়ে দেওয়া হোক।’ একই সঙ্গে ইলিশ রপ্তানিতে বাংলাদেশ সরকারের যে নিষেধাজ্ঞা আছে, তা স্থায়ীভাবে তুলে দেওয়ার আহ্বান জানান তিনি।

তবে পশ্চিমবঙ্গের বাজারে ইলিশের আমদানি কম বা নিষেধাজ্ঞা অজুহাত মানতে নারাজ সাধারণ ক্রেতারা। কলকাতার পার্শ্ববর্তী শহরাঞ্চলের বাজারে মাছ কিনতে আসা গৌতম দাস বলেন, ‘প্রতিবছরই শুনি বাংলাদেশ থেকে টনকে টন ইলিশ ভারতে আসছে। এত ইলিশ আসলেও সেগুলো যখন কলকাতার বাজারে ওঠে তখন সেই ইলিশ মাছে হাত দেওয়া যায় না দামের জন্য। এবার আশা করবো আরও অধিক হারে ইলিশ কলকাতার বাজারে আসবে। তাহলে আমরা সাধারণ ক্রেতারা এবারের পূজায় বাংলাদেশের সুস্বাদু ইলিশের স্বাদ পাবো।’

সর্বশেষ শিরোনাম

পবিত্র শবে কদর আজ Sat, Apr 06 2024

অচিরেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত হবে: কাদের Sat, Apr 06 2024

টাকা লুট আর সক্ষমতা জানান দিতেই কেএনএফের হামলা: র‌্যাব Sat, Apr 06 2024

পরিবারের কাছে ফিরেছেন সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজার Sat, Apr 06 2024

উত্তপ্ত বান্দরবান, পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী Fri, Apr 05 2024

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার Fri, Apr 05 2024

জনপ্রতিনিধিদের জনগণের সেবা করার মাধ্যমে ভবিষ্যত ভোট নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর Fri, Apr 05 2024

বান্দরবানে চলছে যৌথবাহিনীর অভিযান Fri, Apr 05 2024

তারেক রহমান নেতৃত্বে থাকলে বিএনপি এগুতে পারবে না: ওবায়দুল কাদের Fri, Apr 05 2024

মেট্রোরেলে ১ জুলাই থেকে ভ্যাট কার্যকর Thu, Apr 04 2024