Bangladesh

কুড়িগ্রামে বাসের ধাক্কায় চুরমার প্রাইভেটকার, এক পরিবারের ৩ জনসহ নিহত ৪
চুরমার হওয়া প্রাইভেট কার (ফাইল ছবি)।

কুড়িগ্রামে বাসের ধাক্কায় চুরমার প্রাইভেটকার, এক পরিবারের ৩ জনসহ নিহত ৪

Bangladesh Live News | @banglalivenews | 13 Aug 2020, 07:06 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ১৩ আগস্ট ২০২০ : কুড়িগ্রামে বিআরটিসি বাসের সঙ্গে সংঘর্ষের পর একটি প্রাইভেটকার চুরমার হয়ে একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে রংপুর মহাসড়কের আরডিআরএস বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন- প্রাইভেটকারের চালক নরসিংদী শহরের শাহেদ আলীর ছেলে সোহেল মিয়া, নরসিংদীর শিশু পরিবারে কর্মরত সিনিয়র কারিগরি প্রশিক্ষক (টিআই) আকবর হোসেন (৬২), তার স্ত্রী বিলকিছ বেগম (৪৫) ও ছেলে বেলাল হোসেন (২৬)। আহতরা হলেন- আকবর হোসেনের মেয়ে আয়শা সিদ্দিকা (১৪) ও জালাল উদ্দিন নামের একজন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে কুড়িগ্রাম সদর থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ারুল ইসলাম বলেন, ‘চিলমারী থেকে গোপালগঞ্জগামী বিআরটিসি বাসের সঙ্গে নরসিংদী থেকে কুড়িগ্রামের উলিপুর উপজেলাগামী প্রাইভেটকারটি মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি চুরমার হয়ে যায় এবং এর চালক ঘটনাস্থলেই মারা যান। বাকিরা হাসপাতালে মারা যান।’
দুর্ঘটনার পর রংপুর মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে হতাহতদের উদ্ধার করলে দুই ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়।দুর্ঘটনার পর থেকে বাসের চালক পলাতক রয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রেদওয়ান ফেরদৌস সজীব বলেন, এ দুর্ঘটনায় একজন ঘটনাস্থলে এবং তিনজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সর্বশেষ শিরোনাম

পবিত্র শবে কদর আজ Sat, Apr 06 2024

অচিরেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত হবে: কাদের Sat, Apr 06 2024

টাকা লুট আর সক্ষমতা জানান দিতেই কেএনএফের হামলা: র‌্যাব Sat, Apr 06 2024

পরিবারের কাছে ফিরেছেন সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজার Sat, Apr 06 2024

উত্তপ্ত বান্দরবান, পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী Fri, Apr 05 2024

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার Fri, Apr 05 2024

জনপ্রতিনিধিদের জনগণের সেবা করার মাধ্যমে ভবিষ্যত ভোট নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর Fri, Apr 05 2024

বান্দরবানে চলছে যৌথবাহিনীর অভিযান Fri, Apr 05 2024

তারেক রহমান নেতৃত্বে থাকলে বিএনপি এগুতে পারবে না: ওবায়দুল কাদের Fri, Apr 05 2024

মেট্রোরেলে ১ জুলাই থেকে ভ্যাট কার্যকর Thu, Apr 04 2024