Bangladesh

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর কর্মসূচিও সীমিত-ভার্চুয়ালি হবে
সংগৃহিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর কর্মসূচিও সীমিত-ভার্চুয়ালি হবে

Bangladesh Live News | @banglalivenews | 30 Dec 2020, 07:56 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ৩০ ডিসেম্বর ২০২০: করোনাভাইরাসের কারণে ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর কর্মসূচিও সীমিতভাবে ও ভার্চুয়ালি করা হবে।

বুধবার (৩০ ডিসেম্বর) সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নৌবাহিনীর মিডশিপম্যান ২০১৮ আলফা ও ডিইও ২০২০ ব্রাভো ব্যাচের শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ-২০২০ অনুষ্ঠানে যোগ দিয়ে এ তথ্য জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, ‘আমরা জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন করছি। দুর্ভাগ্য হলো আমরা ব্যাপকভাবে উদযাপন করবো বলে কর্মসূচি নিয়েছিলাম, কিন্তু করোনাভাইরাসের কারণে আজ সমগ্রবিশ্ব স্থবির। এই সংক্রমণ যেন আমাদের দেশে ব্যাপকভাবে ছড়িয়ে না পড়ে, দেশের মানুষের কথা চিন্তা করে আমাদের কর্মসূচি সীমিত আকারে ও ভার্চুয়ালি করে যাচ্ছি। কিন্তু আমরা যে ব্যাপকভাবে করতাম, সেটা আর হয়নি। ২০২০ সাল শেষ হচ্ছে, আসবে ২০২১, আমাদের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। কাজেই মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর কর্মসূচিও আমরা বাস্তবায়ন করবো সেই সীমিতভাবেই; ভার্চুয়ালি ও যেখানে বেশি সমাগম হবে না।’

মুজিববর্ষ ব্যাপকভাবে উদযাপন করতে না পারলেও বিশ্বদরবারে বাংলাদেশ যেন মাথা উঁচু করে চলতে পারে সে জন্য কতগুলো কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

এ বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘মুজিববর্ষে যেহেতু ব্যাপক কর্মসূচি নিতে পারিনি, কিন্তু কতগুলো কর্মসূচি আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। যেগুলোর দেশের জন্য, জাতির জন্য সব থেকে বেশি কল্যাণকর। সেটা হচ্ছে ঘরে ঘরে আমরা বিদ্যুতের আলো জ্বালবো। ইতোমধ্যে আমরা প্রায় ৯৯ শতাংশ মানুষের ঘরে বিদ্যুৎ দিতে সক্ষম হয়েছি। শতভাগ আমরা বিদ্যুৎ দেব। বাংলাদেশের একটি মানুষও গৃহহীন থাকবে না। এটাই আমাদের নীতি। সেই নীতিমালা নিয়েই আমরা বাংলাদেশের প্রত্যেকটা এলাকায় যারা ভূমিহীন, গৃহহীন; তাদের সরকারিভাবে ঘর তৈরি করে দিচ্ছি।’

সর্বশেষ শিরোনাম

পবিত্র শবে কদর আজ Sat, Apr 06 2024

অচিরেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত হবে: কাদের Sat, Apr 06 2024

টাকা লুট আর সক্ষমতা জানান দিতেই কেএনএফের হামলা: র‌্যাব Sat, Apr 06 2024

পরিবারের কাছে ফিরেছেন সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজার Sat, Apr 06 2024

উত্তপ্ত বান্দরবান, পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী Fri, Apr 05 2024

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার Fri, Apr 05 2024

জনপ্রতিনিধিদের জনগণের সেবা করার মাধ্যমে ভবিষ্যত ভোট নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর Fri, Apr 05 2024

বান্দরবানে চলছে যৌথবাহিনীর অভিযান Fri, Apr 05 2024

তারেক রহমান নেতৃত্বে থাকলে বিএনপি এগুতে পারবে না: ওবায়দুল কাদের Fri, Apr 05 2024

মেট্রোরেলে ১ জুলাই থেকে ভ্যাট কার্যকর Thu, Apr 04 2024