Bangladesh

মিয়ানমার থেকে পালিয়ে আসা মানুষদের পাশে দাঁড়িয়েছেন হাসিনা ও ওনার সরকার

মিয়ানমার থেকে পালিয়ে আসা মানুষদের পাশে দাঁড়িয়েছেন হাসিনা ও ওনার সরকার

| | 26 Sep 2017, 06:19 am
ঢাকা, সেপ্টেম্বর ২৬ঃ মানুষের পাশে সব সময় থাকেন শেখ হাসিনা। এমনকি, নিজের দেশের বহু সমস্যার মাঝেও মিয়ানমার থেকে পালিয়ে আসা মানুষদের পাশে দাঁড়িয়েছেন উনি।
 
তবে, রোহিঙ্গা প্রসঙ্গ কঠিন ভাষায় আন্তর্জাতিক মহলে তুলে ধরতেও এক মুহূর্তে নষ্ট করেনি উনি।


রোহিঙ্গাদের সাহায্যের বিষয় আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের অবস্থানের পাশে আছে বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোহিঙ্গাদের বিরুদ্ধে অত্যাচারের ফলে বহু মানুষ গত কিছুদিনে মিয়ানমার থেকে বাংলাদেশে এসেছে।

 

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনে অংশগ্রহণ শেষে শুক্রবার নিউ ই্য়র্কে এক সংবাদ সম্মেলনে নিজের বক্তব্য রাখার সময় হাসিনা এই কথাগুলি বলেছেন।

 

হাসিনা বলেনঃ "এ অধিবেশনে আন্তর্জাতিক সম্প্রদায়ের নিকট রোহিঙ্গা সমস্যা তুলে ধরা ও এর সমাধানে বিশ্ববাসীর সহযোগিতা নিশ্চিত করা ছিল আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

 

উনি বলেনঃ " “সমস্ত রাষ্ট্রদূতরা তারা কিন্তু রোহিঙ্গাদের ওখানে যায়। তারা তাদের অবস্থা দেখে, কথা বলে। এরপর প্রত্যেকেই সহানুভূতিশীল মন নিয়েই বিষয়টা দেখেছে।"

 

উনি বলেন সকল দেশ বাংলাদেশে রোহিঙ্গাদের বিষয়টিতে সহানুভূতিশীল ও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।

 

"চীন বা ভারত তাদের কী কথা, কী মত সেটা আমার এত বিবেচ্য বিষয় না। কারণ এটা তাদের যার যার দেশের মতামত। আমাদের দেশে তারা যখন রোহিঙ্গাদের দেখেছেন, তখন তারা প্রত্যেকেই সহানুভূতিশীল, সেটা আমরা দেখেছি। ভারত চীন সকলেই এগিয়ে এসেছে। তারা রিলিফ পাঠাচ্ছে। সব রকম সহযোগিতা করে যাচ্ছে," হাসিনা বলেন।

 

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছুদিন আগে বিশ্ব সম্প্রদায়ের কাছে মিয়ানমারে উৎপীড়নের হাত থেকে রোহিঙ্গা সম্প্রদায়ের মানুষদের রক্ষা করবার জন্য বিষয়টি তুলে ধরেন।

 

মিয়ানমারে মিয়ানমারে উৎপীড়নের হাত থেকে রোহিঙ্গাদের রক্ষার বিষয় প্রস্তাবটি জাতিসংঘের কাছেও তুলে ধরেন হাসিনা।


জাতিসংঘের সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনে নিজের ভাষণ দেওয়ার সময় হাসিনা তুলে ধরেন রোহিঙ্গা ক্যাম্পে নিজের ঘুরে এসে প্রতক্ষ করা চিত্রগুলির কথা।

 

সেই অভিজ্ঞতা হাসিনা বিশ্বের দরবারে তুলে ধরেন।

 

মিয়ানমারে এই মুহূর্তে ঘটনাতে থাকা ঘটনাগুলি বন্ধ করবার জন্য আহ্বান করেন হাসিনা।

 

হাসিনা নিজের বক্তব্যে মিয়ানমারের বুকে জাতিসংঘের তত্ত্বাবধানে রোহিঙ্গা মানুষদের জন্য ‘সেইফ জোন’ গঠনের প্রস্তাব তুলে ধরেন।

 

হাসিনা বলেনঃ "আমরা এই মুহূর্তে নিজ ভূখণ্ড হতে জোরপূর্বক বিতাড়িত ৮ লাখেরও অধিক রোহিঙ্গাকে আশ্রয় ও সুরক্ষা দিয়ে যাচ্ছি।”

 

উনি বলেন দেখতে হবে যেন এই মানুষেরা নিরাপদভাবে নিজের দেশে ফিরতে পারেন।

 

হাসিনা বলেন ওনার সরকার দেশের মাটিতে মানুষের উন্নতি করতে চান।

 

“আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। আমরা অর্থনৈতিক উন্নতি চাই, মানব ধ্বংস নয়, মানব কল্যাণ চাই," হাসিনা বলেন।

 

হাসিনা বলেনঃ "আমরা মনে করি শান্তি, স্থিতিশীলতা এবং উন্নয়নের মধ্যে নিবিড় সম্পর্ক বিদ্যমান। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের জন্য দারিদ্র্য, ক্ষুধা, নিরক্ষরতা এবং বেকারত্ব দূর করা অত্যন্ত জরুরি।”

 

গত ২৫ অগাস্ট থেকে এ পর্যন্ত প্রায় ৪ লাখ রোহিঙ্গা মানুষ এই দেশে আশ্রয় নিয়েছেন।

 

তারা মিয়ানমারে সহিংসতার মুখে পরে এই দেশে পালিয়ে এসেছেন।


তবে, এই বিষয় নিজের মানবিক রুপও দেখিয়েছেন উনি।


 নিজের মানবিক রুপ আবার একবার দেখিয়ে শেখ হাসিনা দেশের নেতা ও কর্মীদের উদ্দেশ্যে জানিয়েছেন যে তারা যেন ওনার জন্মদিনে সব আনুষ্ঠানিকতা বাদ দিয়ে সেই অর্থ রোহিঙ্গাদের ত্রাণ সহায়তায় দেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে প্রধানমন্ত্রীর এই নির্দেশের বিষয় জানান।

 

আগামী ২৮ সেপ্টেম্বর শেখ হাসিনা ৭০ বছর বয়েসে পা দেবেন।

 

ওবায়দুল কাদের বলেন এবারে প্রধানমন্ত্রী তাঁর জন্মদিনও আনুষ্ঠানিকভাবে পালন না করার জন্য নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন।

 

সেই টাকা উনি আশ্রয় শিবিরে থাকা রোহিঙ্গাদের ত্রাণ তহবিলে দিতে আহ্বান জানিয়েছেন, বলেন কাদের।

সর্বশেষ শিরোনাম

পবিত্র শবে কদর আজ Sat, Apr 06 2024

অচিরেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত হবে: কাদের Sat, Apr 06 2024

টাকা লুট আর সক্ষমতা জানান দিতেই কেএনএফের হামলা: র‌্যাব Sat, Apr 06 2024

পরিবারের কাছে ফিরেছেন সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজার Sat, Apr 06 2024

উত্তপ্ত বান্দরবান, পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী Fri, Apr 05 2024

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার Fri, Apr 05 2024

জনপ্রতিনিধিদের জনগণের সেবা করার মাধ্যমে ভবিষ্যত ভোট নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর Fri, Apr 05 2024

বান্দরবানে চলছে যৌথবাহিনীর অভিযান Fri, Apr 05 2024

তারেক রহমান নেতৃত্বে থাকলে বিএনপি এগুতে পারবে না: ওবায়দুল কাদের Fri, Apr 05 2024

মেট্রোরেলে ১ জুলাই থেকে ভ্যাট কার্যকর Thu, Apr 04 2024