Bangladesh

ভিসা নিষেধাজ্ঞা থাকলেও পাবেন দলীয় মনোনয়ন আওয়ামী লীগ
প্রতীকী ছবি

ভিসা নিষেধাজ্ঞা থাকলেও পাবেন দলীয় মনোনয়ন

Bangladesh Live News | @banglalivenews | 26 Sep 2023, 03:31 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ২৬ সেপ্টেম্বর ২০২৩ : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর মাত্র তিন মাস। নির্বাচনের সময় যখন ঘনিয়ে আসছে তখন বাংলাদেশে গণতন্ত্র ও নির্বাচনী প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য ‘দায়ী ব্যক্তিদের’ ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রক্রিয়া শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। নিষেধাজ্ঞার আওতায় রাজনৈতিক নেতারাও পড়েছেন বলে জানিয়েছে দেশটি।

এদিকে, নির্বাচনের আগে ভিসা নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ভিসানীতির আওতায় পড়লে দলীয় মনোনয়ন পাবেন কি না, সেটি নিয়েও সংশয়ে তারা। তবে, ‘দলীয় মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে ভিসানীতি বা নিষেধাজ্ঞাকে গুরুত্ব দেওয়া হবে না’ বলে নিশ্চিত করেছেন আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের একাধিক সদস্য। তাদের ভাষ্য, ‘ভিসানীতির আওতায় পড়লেও দলীয় মনোনয়ন পাবেন যোগ্য প্রত্যাশীরা’।

এ প্রসঙ্গে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং দলের স্থানীয় সরকার ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সদস্য কাজী জাফর উল্যাহ বলেন, ‘আগামী নির্বাচনে কারা মনোনয়ন পাবেন সেটি নিয়ে আমরা কাজ করছি। ভিসানীতি নিয়ে আমরা চিন্তিত নই। আমাদের একজন ত্যাগী কর্মীর বিরুদ্ধে আমেরিকা ভিসা নিষেধাজ্ঞা দিলে আমরা কি নাচব? ত্যাগী হলে আমেরিকা নিষেধাজ্ঞা দিলেও তিনি মনোনয়ন পাবেন।’

দলীয় সূত্র জানায়, যুক্তরাষ্ট্রের ভিসানীতির প্রক্রিয়া শুরুর পর থেকে দেশের রাজনৈতিক মহলে আলোচনার ঝড় বইছে। দেশের বিরোধী রাজনৈতিক দলগুলো ভিসানীতিকে পুঁজি করে সরকারের ব্যাপক সমালোচনা শুরু করেছে। অন্যদিকে, ক্ষমতাসীনরাও ভিসা নিষেধাজ্ঞা নিয়ে ‘উদ্বিগ্ন কিংবা আতঙ্কিত হওয়ার কিছু নেই’ বলে বক্তব্য দিচ্ছেন। তারপরও দলের এমপি, মন্ত্রী ও প্রভাবশালীরা একটু হলেও চিন্তিত যে, যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞার কারণে তারা দলীয় মনোনয়ন থেকে বঞ্চিত হবেন কি না?

এ বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, ‘ভিসা নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের একটি নীতি। আমরা স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। তারা কাকে ভিসা দেবে, কাকে দেবে না— এটি তাদের বিষয়। আমাদের নির্বাচনে ‘তারা কোনো পক্ষ অবলম্বন করবে না’ এটি সবসময় বলে আসছে। তাদের ভিসানীতি ‘নির্দিষ্ট কোনো দলের জন্যও নয়’ এমনটি জানিয়েছে তারা’।

সর্বশেষ শিরোনাম

রাত থেকেই ঢাকায় বৃষ্টি, ৮ বিভাগে অব্যাহত থাকতে পারে Fri, Dec 08 2023

মির্জা ফখরুলকে জামিন দিতে রুল Fri, Dec 08 2023

৩৩৮ ওসি-১১০ ইউএনও বদলির অনুমোদন Fri, Dec 08 2023

জাপার সঙ্গে বৈঠকে আসন ভাগাভাগি নিয়ে আলোচনা হয়নি : কাদের Thu, Dec 07 2023

টাইপিংয়ে ভুল, সংসদে পাস হওয়া শ্রম আইন ফেরত পাঠালেন রাষ্ট্রপতি Thu, Dec 07 2023

হরতাল-অবরোধে ককটেলের ব্যবহার বেড়েছে: হাতেনাতে গ্রেফতার ৩৪ Thu, Dec 07 2023

গোপালগঞ্জে দুদিন থাকবেন শেখ হাসিনা Thu, Dec 07 2023

এককভাবে লাঙ্গল নিয়ে নৌকার সঙ্গে যুদ্ধে নেমেছি: জাপা মহাসচিব Thu, Dec 07 2023

দলীয় নেতাকর্মীদের নৌকার বাইরে কাজ করার সুযোগ নেই Thu, Dec 07 2023

সারাদেশে বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র করছে বিএনপি: কাদের Thu, Dec 07 2023