Bangladesh

চীনা প্রতিষ্ঠানের মামলায় মোংলা বন্দরে লাইবেরিয়ার জাহাজ আটক মোংলা বন্দর
ছবি: সংগৃহিত

চীনা প্রতিষ্ঠানের মামলায় মোংলা বন্দরে লাইবেরিয়ার জাহাজ আটক

Bangladesh Live News | @banglalivenews | 15 Jul 2023, 11:02 pm

ঢাকা, ১৫ জুলাই ২০২৩ : মোংলা বন্দরে অবস্থানরত রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লাবাহী বিদেশি জাহাজের বিরুদ্ধে উচ্চ আদালতে দায়েরকৃত মামলার প্রেক্ষিতে জাহাজটির বন্দর ত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। উচ্চ আদালত পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এ জাহাজটি মোংলা বন্দরে আটকাবস্থায় থাকবে বলে জারিকৃত আদেশে বলা হয়েছে।

হাইকোর্ট থেকে পাঠানো আটকাদেশের প্রেক্ষিতে জানা গেছে, ইন্দোনেশিয়া থেকে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য ৩১ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে ১৩ জুলাই বৃহস্পতিবার সকাল ১০টায় মোংলা বন্দরের হাড়বাড়ীয়ার ১১ নম্বর অ্যাংকোরেজে ভেড়ে লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ এমভি পানাগিয়া কানালা। এ জাহাজটি মোংলা বন্দরে ভেড়ার আগের দিন বুধবার (১২ জুলাই) সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের এডমিরাল জুরিডিকশন জাহাজটিকে আটকাদেশ দেন। সেইসঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মোংলা বন্দর কর্তৃপক্ষকে জাহাজটির এনওসি প্রদানে নিষেধাজ্ঞা প্রদান করেছেন উচ্চ আদালত।

বিদেশি এ জাহাজটির বিরুদ্ধে প্রায় ৩ কোটি (২ কোটি ৯৯ লাখ ৪৫১.১৮২ টাকা) টাকার ক্ষতিপূরণ দাবিতে চায়নার সাংহাইয়ের সিসিএক্স শিপিং কোম্পানি লিমিটেডের পক্ষে মো. আবুল হাসান গত ১২ জুলাই উচ্চ আদালতে এ মামলাটি দায়ের করেন। এ মামলায় হাইকোর্টের বিচারপতি খিজির আহমেদ চৌধুরী বিদেশি ওই জাহাজটির আটকাদেশ প্রদান করেন।

এদিকে শুক্রবার দুপুরে মোংলা বন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত হারবার মাস্টার ক্যাপ্টেন আমিনুর রহমান জাহাজটি আটকাদেশের সত্যতা নিশ্চিত করে বলেন, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ লাইবেরিয়ার পতাকাবাহী বিদেশি বাণিজ্যিক জাহাজ এমভি পানাগিয়া কানালাকে আটকাদেশ প্রদান করেছেন। পরবর্তী আদেশ না আসা পর্যন্ত জাহাজটি যাতে মোংলা বন্দর ত্যাগ করতে না পারে সে বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে বন্দরের সংশ্লিষ্ট বিভাগ, কোস্টগার্ড, নৌবাহিনী ও জাহাজটির স্থানীয় শিপিং এজেন্টকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্যেও চিঠি দেওয়া হয়েছে।

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেডের খুলনার সহকারী ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক বলেন, উচ্চ আদালত জাহাজটির বিরুদ্ধে আটকাদেশ দিয়েছেন। মোংলা বন্দর কর্তৃপক্ষ আমাদেরকে এর একটি চিঠিও দিয়েছে। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে জাহাজটির কয়লা খালাস কার্যক্রম সম্পন্ন হবে। খালাসকৃত কয়লা রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে।

সর্বশেষ শিরোনাম

পবিত্র শবে কদর আজ Sat, Apr 06 2024

অচিরেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত হবে: কাদের Sat, Apr 06 2024

টাকা লুট আর সক্ষমতা জানান দিতেই কেএনএফের হামলা: র‌্যাব Sat, Apr 06 2024

পরিবারের কাছে ফিরেছেন সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজার Sat, Apr 06 2024

উত্তপ্ত বান্দরবান, পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী Fri, Apr 05 2024

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার Fri, Apr 05 2024

জনপ্রতিনিধিদের জনগণের সেবা করার মাধ্যমে ভবিষ্যত ভোট নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর Fri, Apr 05 2024

বান্দরবানে চলছে যৌথবাহিনীর অভিযান Fri, Apr 05 2024

তারেক রহমান নেতৃত্বে থাকলে বিএনপি এগুতে পারবে না: ওবায়দুল কাদের Fri, Apr 05 2024

মেট্রোরেলে ১ জুলাই থেকে ভ্যাট কার্যকর Thu, Apr 04 2024