Bangladesh

কাল মালদ্বীপে প্রেসিডেন্ট নির্বাচন, বাংলাদেশিদের সেই দেশের রাজনৈতিক কর্মকাণ্ডে না জড়ানোর জন্য সতর্ক করল দূতাবাস
একটি বিবৃতির মধ্যে দূতাবাস জানিয়েছেন যে সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে কতিপয় প্রবাসী বাংলাদেশীবৃন্দ মালদ্বীপের স্থানীয় রাজনৈতিক কর্মকাণ্ডে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশগ্রহণ করছেন।
বিবৃতিতে বলা হয়েছে এমন অবস্থান সম্পূর্ণভাবে অনাকাঙ্ক্ষিত ও মালদ্বীপের আইনের পরিপন্থী।
এই বিবৃতি এমন এক সময় দূতাবাস প্রকাশ করেছেন যখন বেশ কিছু গণমাধ্যমে খবর প্রকাশিত হচ্ছে যে প্রোগ্রেসিভ পার্টি অফ মালদ্বীপ নামের এক দল সেই দেশে অবৈধ ভোটার হিসেবে কাজ করাচ্ছে।
রিগিং ও অনিয়ম ঘটতে পারে এমন আশংকার মাঝেই আগামীকাল এই দেশে অনুষ্ঠিত হতে চলেছে প্রেসিডেন্ট নির্বাচন।
আবদুল্লাহ ইয়ামীনের এই নির্বাচনে জেতা প্রায় নিশ্চিত।
Receiving reports PPM approaching Bangladeshis to pose as voters on Sunday. Preying on their vulnerability as workers here, esp on illegal migrants.PPM has already openly used them, so hoping @MDV_Dhaka can help ensure their citizens do not get caught up in this illegal activity. pic.twitter.com/WxjgichpeT
— Eva Abdulla (@evattey) September 21, 2018
সেই দেশের এক নেত্রী ইভা আবদুল্লা নিজের টুইট বার্তায় লিখেছেন যেঃ "খবর পাচ্ছি আগামী রোববারের নির্বাচনে প্রোগ্রেসিভ পার্টি অফ মালদ্বীপ এই দেশে অবস্থিত বাংলাদেশের নাগরিকদের ভোটার হিসেবে কাজ করতে অগ্রসর হচ্ছে। এখানে শ্রমিক হিসাবে তাদের দুর্বলতা উপরেই নিজেদের সুবিধা করবার চেষ্টা করা হচ্ছে। এই দল আগেও এমন কাজ করেছে। আশা করব বাংলাদেশের দূতাবাস তাদের নাগরিকদের এমন অবৈধ কার্যকলাপ করার পথে আটকাবেন। এবং তারা এই সমস্ত কআজ করতে গিয়ে ধরা পর্ববে না।"
মালদ্বীপে অবস্থানরত সকল বাংলাদেশী ভাই বোনদের সদয় অবগতির জন্য জানাচ্ছি যে, আমরা প্রবাসে কর্মরত অবস্থায় কোন প্রকার স্থানীয় রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত হবার অধিকার সংরক্ষন করিনা কারন আমরা বাংলাদেশী নাগরিক এবং বাংলাদেশের পাসপোর্ট বহনকারী প্রবাসী। https://t.co/tWVyCI3xo8
— Muktishena71 (@muktishena71) September 21, 2018
এই টুইট বার্তা দেখে টুইটারে এখজন বাংলাদেশি লিখেছেনঃ "মালদ্বীপে অবস্থানরত সকল বাংলাদেশী ভাই বোনদের সদয় অবগতির জন্য জানাচ্ছি যে, আমরা প্রবাসে কর্মরত অবস্থায় কোন প্রকার স্থানীয় রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত হবার অধিকার সংরক্ষন করিনা কারন আমরা বাংলাদেশী নাগরিক এবং বাংলাদেশের পাসপোর্ট বহনকারী প্রবাসী।"
" সূতরাং কেউ যদি কোন ভাবে আগামী রোববার আসন্ন মালদ্বীপের জাতীয় নির্বাচনে জড়িত থেকে গ্রেফতার হন তাদের সরাসরি বাংলাদেশে আজীবনের জন্য প্রেরন করা হবে," মুক্তিসেনা ৭১ নামে এই টুইট পেজে এমন লেখা হয়েছে।
অন্যদিকে, বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে মালদ্বীপস্থ সকল প্রবাসী বাংলাদেশী নাগরিকদের নিম্নলিখিত পরামর্শ প্রদান করা হলোঃ
"১। প্রবাসী বাংলাদেশী কর্তৃক কোন প্রকার মিটিং/মিছিল/সমাবেশে অংশগ্রহণ না করা এবং দেওয়াল লিখন,
নির্বাচনী ব্যানার/পোস্টার/প্ল্যাকার্ড ইত্যাদি তৈরী, গ্রহণ বা বিতরণ না করা।
২। পরিস্থিতি বিবেচনায় নিজ নিজ কাজকর্ম ছাড়া অপ্রয়োজনে বাহিরে ঘোরাফেরা করা থেকে বিরত থাকা।
৩। অবসর সময়ে, প্রয়োজন ব্যতিরিকে গৃহের বাহিরে অবস্থান না করা এবং ৩ জনের বেশী একত্রিত না
হওয়া বা অবাঞ্চিত সমাবেশ পরিহার করা।
৪। মালদ্বীপের ইমিগ্রেশন আইন অনুযায়ী, প্রবাসী কর্মীদের কোন প্রকার রাজনৈতিক সভা/সমাবেশ/মিছিলে
অংশগ্রহণ দন্ডনীয় অপরাধ। কাজেই এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ করা হলো।
৫। যে কোন অবাঞ্চিত পরিস্থিতিতে নিজেদের জান-মালের নিরাপত্তার প্রশ্নে সাহায্য সহযোগিতা বা
পরামর্শের জন্য দূতাবাসের নিম্নলিখিত হটলাইন নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ করা হলোঃ
হটলাইনঃ +৯৬০-৩৩২০৮৫৯
বি.দ্রঃ সম্প্রতি মালদ্বীপ ইমিগ্রেশন মালদ্বীপে বসবাসরত সকল প্রবাসীদের স্থানীয় রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত না হওয়ার সতর্কবাণী জারী করেছে।"
Image: Wikimedia Commons