Bangladesh

স্ত্রীকে খুন করে ১৭ বছর সাংবাদিক পরিচয়ে আত্মগোপনে খুন
সংগৃহিত মো. আশরাফ হোসেন ওরফে কামাল

স্ত্রীকে খুন করে ১৭ বছর সাংবাদিক পরিচয়ে আত্মগোপনে

Bangladesh Live News | @banglalivenews | 18 Feb 2022, 09:30 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ১৮ ফেব্রুয়ারি ২০২২: স্ত্রীকে খুন করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেন মো. আশরাফ হোসেন ওরফে কামাল (৪৭)। তবে পুলিশি তদন্তে খুনের রহস্য উদঘাটন হলেও ততদিনে জামিনে বেরিয়ে আত্মগোপনে চলে যান তিনি। সন্দেহের ঊর্ধ্বে থাকতে সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নেন। প্রায় ১৭ বছর ধরে পলাতক থাকার পর ফেসবুক সূত্রে শনাক্ত করা হয় আশরাফকে।

অবশেষে বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) রাতে ঢাকার আশুলিয়া থেকে তাকে গ্রেফতার করে র‌্যাপিড অ্যাকশ ব্যাটালিয়ন (র‌্যাব-১১)। তিনি সাংবাদিক হিসেবে আশুলিয়া প্রেসক্লাবের নির্বাহী কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর কারওয়ানবাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি বলেন, ২০০৫ সালের ১ ফেব্রুয়ারি রাতে পারিবারিক কলহের জেরে আশরাফ তার শিশুপুত্রের সামনে শ্বাসরোধ করে নিজ স্ত্রী সানজিদা আক্তারকে হত্যা করেন। হত্যাকে আত্মহত্যা হিসেবে চালাতে নিহতের ওড়না দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে লাশ ঝুলিয়ে দেয়।

এ ঘটনায় প্রাথমিকভাবে একটি অপমৃত্যু মামলা হয়। তবে সন্দেহভাজন হিসেবে আশরাফকে গ্রেফতার করা হয়। ঘটনার ১২ দিন পর শিশুসন্তানের বিষয়টি বিবেচনায় নিয়ে শ্বশুরের সহায়তায় জামিনে বের হন। এরপর হঠাৎ করে একদিন আশরাফ আত্মগোপনে চলে যান। তখন থেকে তিনি বাড়ি, কর্মস্থল ও স্বজনদের কারো সঙ্গে তিনি যোগাযোগ রাখেননি।

র‌্যাবের এই কর্মকর্তা বলেন, ময়নাতদন্তের রিপোর্টে সানজিদা শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে প্রমাণিত হলে ২৮ এপ্রিল আশরাফকে আসামি করে সোনারগাঁও থানানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলাটি তদন্তে হত্যার বিষয়টি প্রমাণিত হওয়ার পর আদালত মামলার পলাতক আসামি আশরাফের মৃত্যুদণ্ডের আদেশ দেন।

সর্বশেষ শিরোনাম

পবিত্র শবে কদর আজ Sat, Apr 06 2024

অচিরেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত হবে: কাদের Sat, Apr 06 2024

টাকা লুট আর সক্ষমতা জানান দিতেই কেএনএফের হামলা: র‌্যাব Sat, Apr 06 2024

পরিবারের কাছে ফিরেছেন সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজার Sat, Apr 06 2024

উত্তপ্ত বান্দরবান, পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী Fri, Apr 05 2024

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার Fri, Apr 05 2024

জনপ্রতিনিধিদের জনগণের সেবা করার মাধ্যমে ভবিষ্যত ভোট নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর Fri, Apr 05 2024

বান্দরবানে চলছে যৌথবাহিনীর অভিযান Fri, Apr 05 2024

তারেক রহমান নেতৃত্বে থাকলে বিএনপি এগুতে পারবে না: ওবায়দুল কাদের Fri, Apr 05 2024

মেট্রোরেলে ১ জুলাই থেকে ভ্যাট কার্যকর Thu, Apr 04 2024