Bangladesh

বেনাপোল-পেট্রাপোলে শিগগিরই সীমান্ত হাট বাংলাদেশ
উইকিপিডিয়া কমন্স

বেনাপোল-পেট্রাপোলে শিগগিরই সীমান্ত হাট

বাংলাদেশ লাইভ নিউজ | @banglalivenews | 06 Mar 2022, 10:13 am

ঢাকা, ৬ মার্চ ২০২২: বাংলাদেশ ও ভারত প্রতিবেশী দেশ দুটি’র মধ্যে বাণিজ্য সহজ করার লক্ষ্যে বেনাপোল-পেট্রাপোলে শিগগিরই সীমান্ত-হাট চালু এবং ২৪ ঘন্টা সমন্বিত চেক পোস্ট (আইসিপি) কার্যক্রম নিশ্চিতে সম্মত হয়েছে।

ভারতের বাণিজ্য মন্ত্রণালয় সূত্র একথা জানিয়েছে। কোভিড-১৯ মহামারিকালে বিধি-নিষেধের কারণে দীর্ঘদিন এই সীমান্ত-হাট বন্ধ রাখা হয় এবং বেনাপোল-পেট্রাপোল সারাক্ষণ আইসিপি কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয়।

সরকারি বার্তা সংস্থা বাসস জানায়, শুক্রবার দিল্লীতে বাংলাদেশ ও ভারতের মধ্যকার বার্ষিক বাণিজ্য সচিব পর্যায়ের বৈঠকে পুনরায় এই সীমান্ত হাট চালু করার ও সপ্তাহে ৭ দিন ২৪ ঘন্টা বেনাপোল-পেট্রাপোল আইসিপি কার্যক্রম বাস্তবায়নের সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে বাংলাদেশের বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ ও ভারতীয় বাণিজ্য সচিব বি.ভি.আর. সুব্রামানিয়াম নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করেন। উভয় দেশের সংশ্লিষ্ট বিভাগের প্রতিনিধিগণ বৈঠকে অংশ গ্রহণ করেন।

শনিবার ভারতীয় বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, বৈঠকে উভয় দেশের পারস্পারিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে বিস্তারিত আলোচনা হয়েছে- এতে বাংলাদেশ ও ভারতের মধ্যে বহুমুখী যোগাযোগের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ অগ্রগতি হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়, রেলপথ অবকাঠামো ও বন্দর অবকাঠামোর উন্নয়ন, সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (সিইপিএ)’র ওপর যৌথ গবেষণা, বহুমুখী পরিবহনের মাধ্যমে আঞ্চলিক যোগাযোগ, সমন্বিত মান ও মিউচ্যুয়াল রিকোগনিশন এগ্রিমেন্টের ব্যাপারেও বৈঠকে আলোচনা হয়। সভায় দ্বিপক্ষীয় বাণিজ্যে সুবিধার জন্য সিরাজগঞ্জ বাজারে কন্টেইনার ব্যবস্থাপনা সুবিধার জন্য একটি ডিটেইলড প্রোজেক্ট প্রোপোজাল (ডিপিপি)’র অনুমোদন এবং বহুমুখী পরিবহনের মাধ্যমে আঞ্চলিক যোগাযোগ জোরদার করতেও সম্মত হয়েছে দুদেশ।

সভার আগে বাণিজ্যের ওপর দু’দেশের বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম ও অতিরিক্ত সচিব  পর্যায়ের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ  (জেডব্লিউজি)’র ১৪তম বৈঠক অনুষ্ঠিত হয়।
জেডব্লিউজি ও বাণিজ্য সচিবগণের পরবর্তী বৈঠক বাংলাদেশে অনুষ্ঠিত হবে।

এদিকে বাংলাদেশের একটি সূত্র জানায়, বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের পাটজাত পণ্যের ওপর এন্টি-ডাম্পিং ডিউটি তুলে নেয়া ও বাণিজ্য বাধা দূর করাসহ  কিছু ইস্যু তুলে ধরা হয় সভায়। বাংলাদেশ ২০১৭ সাল থেকে পাঁচ বছর ধরে ভারতের আরোপ করা এই এন্টি-ডাম্পিং ডিউটি তুলে নেয়ার দাবি জানিয়ে আসছে।

সর্বশেষ শিরোনাম

বাংলাদেশ: সিলেট গ্যাসক্ষেত্রে তেলের সন্ধান পাওয়া গেছে Sun, Dec 10 2023

Bangladesh: Oil discovered in Sylhet gas field Sun, Dec 10 2023

আফসোসের কথা জানালেন প্রধানমন্ত্রী Sun, Dec 10 2023

পাঁচ নারীকে বেগম রোকেয়া পদক-২০২৩ প্রদান প্রধানমন্ত্রীর Sun, Dec 10 2023

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের যৌক্তিক কারণ দেখছি না: কাদের Sun, Dec 10 2023

চলতি মাসেই শৈত্যপ্রবাহ, তাপমাত্রা কমার আভাস Sun, Dec 10 2023

মুন্সিগঞ্জ: বদ্ধ ফ্ল্যাটে বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ Sat, Dec 09 2023

নির্বাচন সামনে রেখে শাহজালালসহ ৩ বিমানবন্দরে নিরাপত্তা জোরদার Sat, Dec 09 2023

নির্বাচনী আচরণবিধি বজায় রেখে গোপালগঞ্জ সফর প্রধানমন্ত্রীর Sat, Dec 09 2023

প্রার্থিতা ফিরে পেতে ইসিতে ৪৩১ জনের আবেদন Sat, Dec 09 2023