Bangladesh

জিয়া বাঙালি জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন : আইনমন্ত্রী বাংলাদেশ
ফাইল ছবি

জিয়া বাঙালি জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন : আইনমন্ত্রী

বাংলাদেশ লাইভ নিউজ | @banglalivenews | 13 Aug 2023, 06:45 pm

ঢাকা, ১৩ আগস্ট ২০২৩ : জিয়াউর রহমান বাঙালি জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সরকারি পলিটেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ মাঠে উপজেলার কায়েমপুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত শোকসভায় কলকাতা থেকে ভিডিও কনফেরেন্সে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ১৯৪৭ সালে পাকিস্তান সৃষ্টির পর বঙ্গবন্ধু বুঝতে পারেন এই স্বাধীনতা দিয়ে বাঙালি জাতির মুক্তি আসবে না।

তাই তিনি বাঙালির অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছেন এবং পাকিস্তানের অধিকাংশ সময় জেল-জুলুম ও নির্যাতন সহ্য করেছেন। কখনো পাকিস্তানিদের সঙ্গে আপস করেননি। তার ডাকে আমরা সশস্র সংগ্রামের মাধ্যমে এই দেশ স্বাধীন করেছি।

বঙ্গবন্ধুকে পাকিস্তানে হত্যা করতে চেয়েও পাকিস্তানিরা বিশ্ববাসীর চাপে করতে পারেনি।

পরে স্বাধীনতার পর ১৯৭৫ সালের ১৫ আগস্ট দেশীয় ও আন্তর্জাতিক চক্রান্তে ক্ষমতালিপসু সেনা সদস্যরা তাকে  সপরিবারে হত্যা করে ইতিহাসের পাতা থেকে মুছে দিতে চেয়েছিল।

তারা বাংলাদেশকে অন্ধকারে ঠেলে দিয়েছিল। দেশটাকে আবারো মিনি পাকিস্তান বানানোর জন্য জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করে শাহ আজিজুর রহমানের মতো একজন কুখ্যাত রাজাকারকে প্রধানমন্ত্রী বানিয়ে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার খুনিদের পুনর্বাসন করেন। তাদের চাকরি ও রাজনীতি করার সুযোগ দিয়ে জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। সেখান থেকে বঙ্গবন্ধুর কন্যা দেশটাকে টেনে তুলে মর্যাদার আসনে বসিয়েছেন।

এলাকাবাসীর উদ্দেশ্যে আনিসুল হক বলেন, আগামী ডিসেম্বরের শেষ অথবা ২০২৪ সালের জানুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচনে আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে ২০৪১ সালে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ গঠন করার পথকে তরান্বিত করবেন। আমি কসবা আখাউড়ায় বহু উন্নয়ন কাজ করেছি। প্রায় আড়াইহাজার বেকার যুবক-যুবতিকে চাকরি দিয়েছি। আমার আপনারা ছাড়া আর কেউ নেই। মা, বাবা, ভাই-বোন, স্ত্রী কেউ দুনিয়াতে নেই। তাই আপনাদের সন্তান হিসাবে আপনাদের ভালোবাসা নিয়ে আপনাদের সঙ্গে আজীবন থাকতে চাই।

সর্বশেষ শিরোনাম

পবিত্র শবে কদর আজ Sat, Apr 06 2024

অচিরেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত হবে: কাদের Sat, Apr 06 2024

টাকা লুট আর সক্ষমতা জানান দিতেই কেএনএফের হামলা: র‌্যাব Sat, Apr 06 2024

পরিবারের কাছে ফিরেছেন সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজার Sat, Apr 06 2024

উত্তপ্ত বান্দরবান, পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী Fri, Apr 05 2024

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার Fri, Apr 05 2024

জনপ্রতিনিধিদের জনগণের সেবা করার মাধ্যমে ভবিষ্যত ভোট নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর Fri, Apr 05 2024

বান্দরবানে চলছে যৌথবাহিনীর অভিযান Fri, Apr 05 2024

তারেক রহমান নেতৃত্বে থাকলে বিএনপি এগুতে পারবে না: ওবায়দুল কাদের Fri, Apr 05 2024

মেট্রোরেলে ১ জুলাই থেকে ভ্যাট কার্যকর Thu, Apr 04 2024