Bangladesh

রোহিঙ্গা প্রত্যাবাসনে প্রভাব খাটাতে যুক্তরাষ্ট্রকে অনুরোধ রোহিঙ্গা সংকট
ছবি: সংগৃহিত সোমবার পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশ সফররত ইউএসএআইডি’র পলিসি অ্যান্ড প্রোগ্রাম বিষয়ক ডেপুটি অ্যাডমিনিস্ট্রেটর ইসোবেল কোলম্যান

রোহিঙ্গা প্রত্যাবাসনে প্রভাব খাটাতে যুক্তরাষ্ট্রকে অনুরোধ

Bangladesh Live News | @banglalivenews | 11 May 2022, 02:56 am

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ১১ মে ২০২২: বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের প্রত্যাবাসনসহ রাখাইনে অবস্থানরতদের ওপর নৃশংসতা বন্ধে দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট আসিয়ানের মাধ্যমে মিয়ানমারকে প্রভাবিত করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

সোমবার (৯ মে) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশ সফররত মার্কিন দাতব্য সংস্থা ইউএসএআইডি’র পলিসি অ্যান্ড প্রোগ্রাম বিষয়ক ডেপুটি অ্যাডমিনিস্ট্রেটর ইসোবেল কোলম্যান এবং স্টেট ডিপার্টমেন্টের পপুলেশন, রিফিউজি অ্যান্ড মাইগ্রেশন ব্যুরোর উপ-সহকারী মন্ত্রী স্কট টার্নার। এ সময় তিনি এ অনুরোধ করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ড. মোমেন কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্ণ হওয়া মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও কার্যকর ও শক্তিশালী অংশীদারিত্বের প্রত্যাশা করেন। তিনি ইউএসএআইডিকে উপকূলীয় বাঁধের পুনর্বাসন ও বনায়নের সম্ভাব্যতা যাচাই করে প্রকল্প হাতে নেওয়ার অনুরোধ জানান।

মোমেন জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের অব্যাহত সমর্থনের জন্য ইউএসএআইডিকে ধন্যবাদ জানান। তিনি চলতি বছরে মানবিক সংকটে রোহিঙ্গাদের অর্থায়নে জোঅরপিতে যুক্তরাষ্ট্র সরকারের ১৫ কোটি ২০ লাখ মার্কিন ডলার ঘোষণার প্রশংসা করেন।

ইউএসএআইডি’র ডেপুটি অ্যাডমিনিস্ট্রেটর কোলম্যান বিরাট সংখ্যক রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশের প্রশংসা করেন। তিনি কক্সবাজার থেকে ভাসানচরে স্থানান্তরিত রোহিঙ্গাদের প্রাথমিক শিক্ষা, জীবিকা, যোগাযোগ ও যাতায়াত সুবিধার ব্যবস্থা করার ওপর জোর দেন।

সর্বশেষ শিরোনাম

স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসে এক মাস আন্দোলন বন্ধ ইন্টার্ন চিকিৎসকদের Fri, Mar 29 2024

খুনি জিয়া-মোশতাক চক্র মুক্তিযুদ্ধের চেতনা ধূলিস্যাৎ করেছিল: কাদের Fri, Mar 29 2024

বাংলাদেশে গণতন্ত্র এগিয়ে নিতে চায় যুক্তরাষ্ট্র Fri, Mar 29 2024

এলডিসির চ্যালেঞ্জ মোকাবিলায় তৎপর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর Thu, Mar 28 2024

সাবেক এমপির পিএস ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা Thu, Mar 28 2024

ড. ইউনূসের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চায় ইউনেসকো কমিশন Thu, Mar 28 2024

বিএনপি-জামায়াত ইসরায়েলের দোসরে পরিণত হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী Thu, Mar 28 2024

টেকনাফে ২৭ দিনে ২৭ জন অপহৃত Thu, Mar 28 2024

পচাত্তরের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছিল : প্রধানমন্ত্রী Thu, Mar 28 2024

শাহজালাল বিমানবন্দর: থামছে না পাইলটের চোখে লেজার নিক্ষেপ Wed, Mar 27 2024