Bangladesh

বাসের ভাড়া বৃদ্ধি পাওযায় লালমনিরহাট রেলস্টেশনে যাত্রীর ঢল Bangladesh rail Service
পিক্সাবে

বাসের ভাড়া বৃদ্ধি পাওযায় লালমনিরহাট রেলস্টেশনে যাত্রীর ঢল

বাংলাদেশ লাইভ নিউজ | @banglalivenews | 07 Aug 2022, 10:13 pm

ঢাকা, ৭ আগস্ট ২০২২ : জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে সঙ্গে সারাদেশের মতো লালমনিরহাটেও বেড়েছে গণপরিবহনের ভাড়া।

তাই অতিরিক্ত ভাড়া এড়াতে ট্রেনে যেতে রেলস্টেশনে ভিড় করছেন যাত্রীরা। লালমনিরহাট স্টেশন থেকে একঘণ্টা বিলম্বে রোববার (৭ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে দ্বিগুণ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় লালমনি এক্সপ্রেস। স্বাভাবিকের তুলনায় একদিনের ব্যবধানে ২৫ শতাংশ যাত্রী বেশি হয়েছে বলে ধারণা রেল কর্তৃপক্ষের।

সকালে স্টেশনে গিয়ে দেখা যায়, অসংখ্য যাত্রী ঢাকা যাওয়ার জন্য অপেক্ষায় আছেন। তারা জানান, জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে বাস ভাড়া বেড়েছে। তাই নিরুপায় হয়ে ঢাকায় যেতে ট্রেনের জন্য অপেক্ষা করছেন।

ঢাকাগামী যাত্রী নুরনবী বলেন, ‘জ্বালানি তেলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে বাসেও ভাড়া বেড়েছে। তাই বাসে না গিয়ে কিছুটা কমে ট্রেনে ঢাকা যাবো। জ্বালানি তেলের দাম একবারে এত টাকা বাড়ানো মোটেই ঠিক হয়নি।’

ঢাকাগামী যাত্রী সুনীল কুমার শেন বলেন, ‘আমরা ঢাকা যাওয়ার জন্য তিন দিন আগে রেলের টিকিট কেটেছি। আজ ঢাকা যাচ্ছি। অসংখ্য মানুষ দেখা যাচ্ছে। হুট করে জ্বালানি তেলের দাম বাড়ানোয় আমাদের মতো মানুষের কষ্ট পোহাতে হবে।’

বাসযাত্রী হাতীবান্ধার বড়খাতা নুজরুল ইসলাম বলেন, ‘ঠিকাদারি কাজে লালমনিরহাট পৌর শহরে এসেছি। বেশি ভাড়া দিতে হয়েছে আবার বেশি ভাড়া দিয়েই যেতে হবে, উপায় নেই।

লালমনিরহাট রেলস্টেশনে যাত্রীর ঢল

লালমনিরহাট রেলওয়ে স্টেশনের মাস্টার তপন বাবু জাগো নিউজকে বলেন, ঢাকা থেকে লালমনি এক্সপ্রেস ট্রেনটি লালমনিরহাট শহরের দেরিতে আসা এবং যান্ত্রিক ত্রুটির কারণে ছাড়তে একঘণ্টা বিলম্ব হয়েছে।

লালমিনরহাট পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক শাহ সুফি নুর মোহাম্মদ জাগো নিউজকে বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির কিছুটা প্রভাব রেলওয়ের ওপর পড়েছে। এতে ২৫ শতাংশ যাত্রী বেশি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। লালমনি এক্সপ্রেস ঢাকাগামী ট্রেনের যাত্রী কী পরিমাণ হয়েছে তা দেখতে সরেজমিনে পরিদর্শন করেছি। স্টেশনে ঈদের মতো যাত্রীর উপচেপড়া ভিড় দেখেছি।’

সর্বশেষ শিরোনাম

পবিত্র শবে কদর আজ Sat, Apr 06 2024

অচিরেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত হবে: কাদের Sat, Apr 06 2024

টাকা লুট আর সক্ষমতা জানান দিতেই কেএনএফের হামলা: র‌্যাব Sat, Apr 06 2024

পরিবারের কাছে ফিরেছেন সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজার Sat, Apr 06 2024

উত্তপ্ত বান্দরবান, পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী Fri, Apr 05 2024

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার Fri, Apr 05 2024

জনপ্রতিনিধিদের জনগণের সেবা করার মাধ্যমে ভবিষ্যত ভোট নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর Fri, Apr 05 2024

বান্দরবানে চলছে যৌথবাহিনীর অভিযান Fri, Apr 05 2024

তারেক রহমান নেতৃত্বে থাকলে বিএনপি এগুতে পারবে না: ওবায়দুল কাদের Fri, Apr 05 2024

মেট্রোরেলে ১ জুলাই থেকে ভ্যাট কার্যকর Thu, Apr 04 2024