Bangladesh

মেয়ের চলাফেরায় আপত্তি, পরিবার সমাজচ্যুত নুরুননাহার চৌধুরী ঝর্ণা
ফাইল ছবি নুরুননাহার চৌধুরী ঝর্ণা

মেয়ের চলাফেরায় আপত্তি, পরিবার সমাজচ্যুত

Bangladesh Live News | @banglalivenews | 02 Feb 2022, 11:25 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ২ ফেব্রুয়ারি ২০২২: মেয়ের স্বাধীন চলাফেরা ও বিদেশে অন্য সম্প্রদায়ের বন্ধুকে কথিত বিয়ে করার অভিযোগ এনে একটি পরিবারকে সমাজচ্যুত করার অভিযোগ উঠেছে।

স্থানীয় মসজিদ কমিটি ও পঞ্চায়েতের বিরুদ্ধে এমন আভিযোগ করেছে তরুণীর পরিবার। মসজিদ কমিটির দাবি, তারা 'সমাজচ্যুত' করার সিদ্ধান্ত নেয়নি। তাদেরকে তাদের মতো করে চলতে বলা হয়েছে।

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে এই ঘটনা ঘটেছে। নুরুননাহার চৌধুরী ঝর্ণা নামে এক তরুণী সম্প্রতি আইন বিষয়ে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে গেছেন। এরপর সেখানে মেয়ের চালচলনে এলাকাবাসীর দৃষ্টি পড়লে এই ঘটনা ঘটে। সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হওয়া থেকে রক্ষা পেতে ঝর্ণার বাবা হাজি আব্দুল হাই চৌধুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগপত্র থেকে জানা যায়, ঝর্ণা ২০০৮ সাল থেকে 'পজিটিভ জেনারেশন অব সোসাইটি বাংলাদেশ' নামে একটি সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত। ২০১৩ সাল থেকে সংগঠনটির প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করে আসছেন তিনি। নারী অধিকার, নারী শিক্ষা নিয়ে স্থানীয়ভাবে নানা রকম কর্মসূচি হাতে নিয়ে কাজ শুরু করেছেন তিনি। এসবের জন্য এলাকার কিছু মানুষ তাকে নেতিবাচক দৃষ্টিতে দেখত। গত বছরের ২৬ ডিসেম্বর উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যান ঝর্ণা। সেখানে তার সংগঠনের চেয়ারম্যান জয়তূর্য চৌধুরীসহ কয়েকজন বিমানবন্দরে তাকে রিসিভ করতে আসা ব্যক্তিদের সঙ্গে ছবি তুলে তা ফেসবুকে প্রকাশ করেন। যুক্তরাষ্ট্রে পড়তে যাওয়া এবং ফেসবুকের এই ছবি নিয়ে স্থানীয় অনেকে নেতিবাচক মন্তব্য করেন।

এ ঘটনার পর আব্দুল হাইয়ের কাছে মেয়ের যুক্তরাষ্ট্রে গিয়ে জয়তূর্য চৌধুরীর সঙ্গে চলাফেরা এবং ছোট কাপড় পরিধানের কারণ জানতে চায় এলাকার পঞ্চায়েতের লোকজন। এ সময় মেয়ের এমন জীবনাচরণের কারণে তাকে একঘরে করার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ ঝর্ণার বাবার।

এরপর স্থানীয় ভাটেরা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ পঞ্চায়েত কমিটির সভায় ঝর্ণার বাবাকে উপস্থিত থাকার জন্য চাপ দেয়া হচ্ছিল। এমনকি মেয়ের হয়ে তার বাবাকে দোষ স্বীকার করে বক্তব্য দিতে বলা হয়েছিল বলে অভিযোগপত্রে উল্লেখ আছে।

পঞ্চায়েতের বৈঠকে না যাওয়ায় শুক্রবার (২৮ জানুয়ারি) মসজিদে সভা করে ঝর্ণার বাবাকে সমাজচ্যুত করার সিদ্ধান্ত নেন মসজিদ কমিটির লোকজন। ওই দিনই সিদ্ধান্তটি ফেসবুকে ছড়িয়ে দিয়েছেন সভার সদস্য টি এম মাছুম।

যুক্তরাষ্ট্রে থাকা ঝর্ণা চৌধুরী বলেন, আমি কী পোশাক পরব, কার সঙ্গে ছবি তুলব, কার সঙ্গে চলব সেটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত অধিকার। সেটা তো আমাকে এলাকার লোক নির্ধারণ করে দিতে পারে না।

সর্বশেষ শিরোনাম

পবিত্র শবে কদর আজ Sat, Apr 06 2024

অচিরেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত হবে: কাদের Sat, Apr 06 2024

টাকা লুট আর সক্ষমতা জানান দিতেই কেএনএফের হামলা: র‌্যাব Sat, Apr 06 2024

পরিবারের কাছে ফিরেছেন সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজার Sat, Apr 06 2024

উত্তপ্ত বান্দরবান, পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী Fri, Apr 05 2024

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার Fri, Apr 05 2024

জনপ্রতিনিধিদের জনগণের সেবা করার মাধ্যমে ভবিষ্যত ভোট নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর Fri, Apr 05 2024

বান্দরবানে চলছে যৌথবাহিনীর অভিযান Fri, Apr 05 2024

তারেক রহমান নেতৃত্বে থাকলে বিএনপি এগুতে পারবে না: ওবায়দুল কাদের Fri, Apr 05 2024

মেট্রোরেলে ১ জুলাই থেকে ভ্যাট কার্যকর Thu, Apr 04 2024