Bangladesh

পরীক্ষামূলক উৎপাদনে যাচ্ছে ময়মনসিংহের সৌরবিদ্যুৎ প্রকল্প সৌরবিদ্যুৎ
ফাইল ছবি নির্মাণাধীন সৌরবিদ্যুৎ কেন্দ্র

পরীক্ষামূলক উৎপাদনে যাচ্ছে ময়মনসিংহের সৌরবিদ্যুৎ প্রকল্প

Bangladesh Live News | @banglalivenews | 25 Sep 2020, 12:34 am

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ২৪ সেপ্টেম্বর ২০২০ : ময়মনসিংহে ব্রহ্মপুত্র তীরে ‘সুতিয়াখালি ৫০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন প্রকল্প’ এ মাসেই পরীক্ষামূলক উৎপাদনে যাচ্ছে। দেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুতের এই প্রকল্পের প্রধান সব কাজ শেষ হয়েছে বলে প্রকল্প পরিচালক ইন্দ্রজিৎ দেবনাথ জানান।

তিনি বলেন, নদী শাসনের পর এক বর্গকিলোমিটার এলাকাজুড়ে সোলার প্যানেল বসানো হয়েছে। ১০টি বক্স ট্রান্সমিশনে সংযোগ দেওয়া, সাব-স্টেশনসহ ১৩২ কেভিএ ট্রান্সমিশন টাওয়ার নির্মাণ, কেওয়াটখালী জাতীয় গ্রিড লাইন পর্যন্ত চার কিলোমিটার আন্ডার গ্রাউন্ড ক্যাবল স্থাপন, এক কিলোমিটার ওভারহেড ট্রান্সমিশন সঞ্চালন লাইন স্থাপন ও অফিস ভবনসহ সব কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এখন ইকুইপমেন্ট টেস্টের পর এ মাসেই পরীক্ষামূলক উৎপাদন শুরু হবে বলে তিনি জানান।

প্রকল্প পরিচালক বলেন, সরকারের সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার অধীনে নবায়নযোগ্য জ্বালানি বিশেষ করে পরিবেশবান্ধব সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে সুতিয়াখালির চরাঞ্চলে বাংলাদেশ, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের যৌথ উদ্যোগে এইচডিএফসি সিনপাওয়ার লিমিটেড এই প্রকল্পটি বাস্তবায়ন করছে। বেসরকারি বিনিয়োগ ও সরকারি তদারকে পিডিবির একজন নির্বাহী প্রকৌশলীর তত্ত্ববধানে ১৭৪ একর জমি ওপর ৮০০ কোটি টাকা ব্যয়ে অত্যাধুনিক প্রযুক্তিতে পরিবেশবান্ধব পদ্ধতিতে এই প্রকল্পের কাজ হয়েছে। সরকারের ২০২০ সালের মধ্যে ১০ শতাংশ সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য রয়েছে।

২০১৪ সালে কাগজে-কলমে সুতিয়াখালির এই প্রকল্পের যাত্রা শুরু হয় জানিয়ে প্রকল্প পরিচালক বলেন, ২০১৭ সালে বাস্তবায়ন কাজ শুরু হয়। মেয়াদ বাড়ানোর পর গত ৩০ জুনের মধ্যেই উৎপাদন শুরু করার কথা ছিল। কিন্তু চীনা প্রকৌশলীরা নববর্ষের ছুটিতে দেশে যাওয়ায় পর করোনাভাইরাস মহামারীর মধ্যে ফিরে আসতে না পারায় বিলম্ব হয়। এ ব্যাপারে জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে বাধা বিপত্তি কাটিয়ে দ্রুত বাস্তবায়ন কাজ সম্পন্ন করা হয়।

এইচডিএফসি সিনপাওয়ার লিমিটেডের পরিচালক শেখ মো. শফিকুল ইসলাম জানান, সরকারের সব নিয়ম-নীতি অনুসরণ করে প্রকল্পের কাজ বাস্তবায়ন করা হয়েছে।

দেশে চলমান সৌরবিদ্যুৎ প্রকল্পগুলোর মধ্যে এটি সবচেয়ে বড় ও মেগা প্রকল্প। প্রকল্পটিতে স্থানীয়ভাবে অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ হয়েছে। প্রকল্পের কারণে আশপাশের জমির মূল্য বেড়ে গেছে। প্রকল্পটি সৌরবিদ্যুৎ উৎপাদনে মাইলফলক হয়ে থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকল্প উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে।

সর্বশেষ শিরোনাম

পবিত্র শবে কদর আজ Sat, Apr 06 2024

অচিরেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত হবে: কাদের Sat, Apr 06 2024

টাকা লুট আর সক্ষমতা জানান দিতেই কেএনএফের হামলা: র‌্যাব Sat, Apr 06 2024

পরিবারের কাছে ফিরেছেন সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজার Sat, Apr 06 2024

উত্তপ্ত বান্দরবান, পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী Fri, Apr 05 2024

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার Fri, Apr 05 2024

জনপ্রতিনিধিদের জনগণের সেবা করার মাধ্যমে ভবিষ্যত ভোট নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর Fri, Apr 05 2024

বান্দরবানে চলছে যৌথবাহিনীর অভিযান Fri, Apr 05 2024

তারেক রহমান নেতৃত্বে থাকলে বিএনপি এগুতে পারবে না: ওবায়দুল কাদের Fri, Apr 05 2024

মেট্রোরেলে ১ জুলাই থেকে ভ্যাট কার্যকর Thu, Apr 04 2024