Bangladesh

নওগাঁয় রমজানের জন্য ২ কোটি টাকার পণ্য মজুত, ব্যবসায়ী আটক বেআইনি মজুত
ছবি: সংগৃহিত

নওগাঁয় রমজানের জন্য ২ কোটি টাকার পণ্য মজুত, ব্যবসায়ী আটক

Bangladesh Live News | @banglalivenews | 26 Jan 2024, 05:51 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ২৬ জানুয়ারি ২০২৪ : নওগাঁর মান্দায় রমজান সামনে রেখে অবৈধভাবে প্রায় ২ কোটি টাকা মূল্যের পণ্য মজুত করায় এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তার মজুত করা সব পণ্যও জব্দ করা হয়েছে।

বুধবার রাতে মান্দা উপজেলা প্রশাসন অবৈধ মজুতের বিরুদ্ধে এ অভিযান চালায়।

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ২টা পর্যন্ত উপজেলার পরাণপুর ইউনিয়নের সোনাপুর ও কালিতলা বাজার এলাকার মাসুদ এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানের দুটি গোডাউনে অভিযান চালায় উপজেলা প্রশাসন। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা আঞ্জুমান বানু অভিযানে নেতৃত্ব দেন। এসময় অবৈধভাবে নিত্যপ্রয়োজনীয় পণ্য মজুতের দায়ে মাসুদ এন্টারপ্রাইজের মালিক মাসুদ রানাকে (৪৫) আটক করেন ইউএনও। মাসুদ রানার বাড়ি উপজেলার পরাণপুর ইউনিয়নের সোনাপুর গ্রামে। তার বাবার নাম মনসুর আলী।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় পরাণপুর ইউনিয়নে বিপুল পরিমাণ খাদ্যপণ্য মজুতের সন্ধান পায় উপজেলা প্রশাসন। সেই তথ্যের ভিত্তিতে মজুতবিরোধী অভিযান চালানো হয় সোনাপুর গ্রামের মাসুদ এন্টারপ্রাইজের গোডাউনে।

ওই গোডাউন থেকে ১৩ হাজার ১৩৫ লিটার সয়াবিন তেল, ১ লাখ ২৮ হাজার কেজি গম, ৮ হাজার কেজি আটা, ২৭ হাজার ১৭৫ কেজি এ্যাংকর ডাল (ছোলা), ৪ হাজার ৫০ কেজি চিনি, ৪ হাজার ৭০০ কেজি বুট, ৫ হাজার ৯২০ কেজি পামওয়েল এবং ১ হাজার ২০০ কেজি লবণ জব্দ করা হয়। যার মূল্য ১ কোটি ৫ লাখ টাকা।

অভিযান শেষ না হতেই ওই মুহূর্তে তার আরও একটি গোডাউনের তথ্য আসে ভ্রাম্যমাণ আদালতের কাছে। সেই তথ্যের ভিত্তিতে মাসুদ এন্টারপ্রাইজের মালিক মাসুদ রানার কালিতলা বাজার এলাকার দোকান সংলগ্ন গোডাউনে দ্বিতীয় দফায় রাতভর অভিযান চালানো হয়।

সর্বশেষ শিরোনাম

পবিত্র শবে কদর আজ Sat, Apr 06 2024

অচিরেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত হবে: কাদের Sat, Apr 06 2024

টাকা লুট আর সক্ষমতা জানান দিতেই কেএনএফের হামলা: র‌্যাব Sat, Apr 06 2024

পরিবারের কাছে ফিরেছেন সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজার Sat, Apr 06 2024

উত্তপ্ত বান্দরবান, পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী Fri, Apr 05 2024

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার Fri, Apr 05 2024

জনপ্রতিনিধিদের জনগণের সেবা করার মাধ্যমে ভবিষ্যত ভোট নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর Fri, Apr 05 2024

বান্দরবানে চলছে যৌথবাহিনীর অভিযান Fri, Apr 05 2024

তারেক রহমান নেতৃত্বে থাকলে বিএনপি এগুতে পারবে না: ওবায়দুল কাদের Fri, Apr 05 2024

মেট্রোরেলে ১ জুলাই থেকে ভ্যাট কার্যকর Thu, Apr 04 2024