Bangladesh

ইলিশ শিকারে নিষেধাজ্ঞা বাস্তবায়নে অভিযানে নৌবাহিনী ইলিশ শিকারে নিষেধাজ্ঞা
সংগৃহিত নৌবাহিনীর জাহাজ সমুদ্র ও উপকূলীয় এলাকা এবং দেশের অভ্যন্তরীণ নদ-নদীতে “মা-ইলিশ রক্ষা অভিযান-২০২১” পরিচালনা করছে

ইলিশ শিকারে নিষেধাজ্ঞা বাস্তবায়নে অভিযানে নৌবাহিনী

Bangladesh Live News | @banglalivenews | 05 Oct 2021, 12:33 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ৫ অক্টোবর ২০২১: সরকারের নির্দেশনা মোতাবেক প্রজনন মৌসুমে ২২ দিন ইলিশ শিকারে নিষেধাজ্ঞা বাস্তবায়নে সমুদ্র ও উপকূলীয় এলাকায় বিশেষ অভিযান চালাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী। জাতীয় সম্পদ মা-ইলিশ রক্ষায় সোমবার (৪ অক্টোবর) থেকে শুরু হওয়া এ অভিযান চলবে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত। এ সময় মা-ইলিশ আহরণ, পরিবহন, বিপণন ও মজুত সম্পূর্ণভাবে বন্ধ থাকবে।

সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।“ইন এইড টু সিভিল পাওয়ার”র আওতায় অভিযানে নৌবাহিনীর সাতটি জাহাজ সমুদ্র ও উপকূলীয় এলাকা এবং দেশের অভ্যন্তরীণ নদ-নদীতে “মা-ইলিশ রক্ষা অভিযান-২০২১” পরিচালনা করছে।

এরই অংশ হিসেবে সেন্টমার্টিন, কক্সবাজার ও কুতুবদিয়া অঞ্চলে বানৌজা মধুমতি, বরিশাল এলাকায় বানৌজা বরকত, পিরোজপুরে বানৌজা তিস্তা, চাঁদপুরে বানৌজা অতন্দ্র ও খুলনায় বানৌজা গোমতী বিশেষ টহল দিচ্ছে। অন্যদিকে বাগেরহাটে বানৌজা তুরাগ, পটুয়াখালীতে এলসিভিপি-০১২ এবং নৌবাহিনীর অ্যান্টি স্মাগলিং সেলের সদস্যরা চট্টগ্রামের বহির্নোঙর এলাকায় অভিযান পরিচালনা করছে।

বাংলাদেশ নৌবাহিনী জাহাজকে সংক্ষেপে বানৌজা বলা হয়।

অভিযানকালে নৌসদস্যরা প্রজনন মৌসুমে ইলিশ ধরা নিষিদ্ধ সংক্রান্ত সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়ন ও এ বিষয়ে গণসচেতনতা সৃষ্টিতে স্থানীয় প্রশাসনকে সর্বাত্মক সহায়তা দিচ্ছে।

বছরের এ সময় অর্থাৎ আশ্বিনের ভরা পূর্ণিমার আগে-পরে মিলিয়ে মোট ১৫ থেকে ১৭ দিন ইলিশের ডিম ছাড়ার প্রধান মৌসুম। এসময় সাগর থেকে ঝাঁকে ঝাঁকে ইলিশ নদীতে ছুটে আসে। ফলে মা-ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে প্রতি বছর এসময় প্রায় তিন সপ্তাহ ইলিশ ধরা নিষিদ্ধ করে সরকার।

ইলিশ সম্পদ সংরক্ষণে ‘প্রটেকশন অ্যান্ড কনজারভেশন অব ফিশ অ্যাক্ট, ১৯৫০’ এর অধীন প্রণীত ‘প্রটেকশন অ্যান্ড কনজারভেশন অব ফিশ রুলস, ১৯৮৫’ অনুযায়ী ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ, পরিবহণ, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ করে গত ২৬ সেপ্টেম্বর প্রজ্ঞাপন জারি করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

সর্বশেষ শিরোনাম

পবিত্র শবে কদর আজ Sat, Apr 06 2024

অচিরেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত হবে: কাদের Sat, Apr 06 2024

টাকা লুট আর সক্ষমতা জানান দিতেই কেএনএফের হামলা: র‌্যাব Sat, Apr 06 2024

পরিবারের কাছে ফিরেছেন সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজার Sat, Apr 06 2024

উত্তপ্ত বান্দরবান, পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী Fri, Apr 05 2024

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার Fri, Apr 05 2024

জনপ্রতিনিধিদের জনগণের সেবা করার মাধ্যমে ভবিষ্যত ভোট নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর Fri, Apr 05 2024

বান্দরবানে চলছে যৌথবাহিনীর অভিযান Fri, Apr 05 2024

তারেক রহমান নেতৃত্বে থাকলে বিএনপি এগুতে পারবে না: ওবায়দুল কাদের Fri, Apr 05 2024

মেট্রোরেলে ১ জুলাই থেকে ভ্যাট কার্যকর Thu, Apr 04 2024