Bangladesh

আরাভ খান দুবাইয়ে আটক হওয়ার খবর সঠিক নয় আরাভ খান
ফাইল ছবি/সংগৃহিত

আরাভ খান দুবাইয়ে আটক হওয়ার খবর সঠিক নয়

Bangladesh Live News | @banglalivenews | 22 Mar 2023, 12:49 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ২২ মার্চ ২০২৩ : সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে পালিয়ে থাকা রবিউল ইসলাম ওরফে আরাভ খানের আটকের তথ্য সঠিক নয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এ কথা জানান।

তিনি বলেন, আরাভ খান এখনো দুবাইয়ে আটক হননি। মঙ্গলবার (২১ মার্চ) সন্ধ্যায় নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ তথ্য জানান।

এর আগে, পুলিশ কর্মকর্তা হত্যার আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খান দুবাইয়ে আটক হয়েছেন বলে খবর ছড়িয়ে পড়ে। তবে তা অস্বীকার করলেন প্রতিমন্ত্রী। যদিও এরই মধ্যে দুবাইয়ের গোল্ড সুক এলাকায় আরাভ খানের সোনার দোকান ‘আরাভ জুয়েলার্স’র শাটার বন্ধ করে দেওয়া হয়েছে। দোকান থেকে সরিয়ে নেওয়া হয়েছে সব স্বর্ণালঙ্কার।

এদিকে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরাতের আলোচিত সোনা ব্যবসায়ী আরাভ খান ওরফে রবিউল ইসলাম দুবাই পুলিশের হাতে আটক হওয়ার কোনো তথ্য তার কাছে নেই।

মঙ্গলবার দিনভর আরাভ খান আটকের বিষয়ে গুঞ্জন ছিল। রাতে পুলিশ মহাপরিদর্শক বলেন, দুবাই পুলিশ তাকে (আরাভ খান) আটক করেছে এমন তথ্য নেই।

এদিকে, সারাদিন পর আরাভ খান নিজের ফেসবুক আইডি থেকে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন সহায় হন।

অন্যদিকে, হত্যা মামলার আসামি আরাভ খানের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশের পর চাপের মুখে হঠাৎ তার সোনার দোকান ‘আরাভ জুয়েলার্স’ ফাঁকা করে ফেলেছেন। সেখানে নেই কোনো স্বর্ণালঙ্কার।

পুলিশ বলছে, এ আরাভ খানই মূলত ঢাকার স্পেশাল ব্রাঞ্চের (এসবি) পুলিশ পরিদর্শক মামুন ইমরান খান হত্যা মামলার পলাতক আসামি রবিউল ইসলাম। তাকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনা হবে। এছাড়া তিনি কীভাবে দেশত্যাগ করলেন সেটিও খতিয়ে দেখা হবে।

দীর্ঘদিন পলাতক থাকার পর সম্প্রতি আলোচনায় আসেন আরাভ। বিশ্বের এক নম্বর অলরাউন্ডার সাকিব আল হাসানকে দিয়ে দুবাইয়ে তার শোরুম উদ্বোধন করা হবে এ ঘোষণার মাধ্যমে আলোচনায় আসেন তিনি। কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমকেও দুবাইয়ে নেওয়ার আমন্ত্রণ জানান তিনি।

সর্বশেষ শিরোনাম

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি: বিএনপি নেতা চাঁদ ২ দিনের রিমান্ডে Wed, Jun 07 2023

সংলাপের কোনো বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী Wed, Jun 07 2023

নির্বাচন কমিশন সরকারের প্রতিনিধিত্ব করে না: সিইসি Wed, Jun 07 2023

এবার মাধ্যমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা Wed, Jun 07 2023

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি Wed, Jun 07 2023

এ মাসের মধ্যে লোডশেডিং সমাধান করতে পারবো: সংসদে প্রতিমন্ত্রী Wed, Jun 07 2023

চা স্টলের বিল নিয়ে আত্মীয়ের সাথে ঝগড়ার সময় কিশোরের মৃত্যু Wed, Jun 07 2023

জাতিসংঘ মধ্যস্থতা করবে এ রকম কোনো সংকট হয়নি : ওবায়দুল কাদের Wed, Jun 07 2023

সীমাবদ্ধতা সত্ত্বেও দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছি: প্রধানমন্ত্রী Wed, Jun 07 2023

৬ দফার প্রতি জনসমর্থনে রচিত হয় স্বাধীনতার রূপরেখা: প্রধানমন্ত্রী Wed, Jun 07 2023