Bangladesh

আগামী বিসিএস পরীক্ষায় ৫০ নম্বর থাকবে মুক্তিযুদ্ধভিত্তিক

আগামী বিসিএস পরীক্ষায় ৫০ নম্বর থাকবে মুক্তিযুদ্ধভিত্তিক

Bangladesh Live News | @banglalivenews | 27 Dec 2019, 04:53 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ডিসেম্বর ২৭ : ভুয়া মুক্তিযোদ্ধা বেশি, ওদের দাপটও বেশি উল্লেখ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, আমরা পরাজয় মানতে রাজি নয়। আগামী জানুয়ারি মাসে মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশ করা হবে। এরপর সংশোধনের জন্য সময় দেয়া হবে দুই মাস। তিনি বলেন, ছবিসহ মুক্তযোদ্ধাদের পরিচয়পত্র দেয়া হবে। মুক্তিযোদ্ধাদের আবার গর্জে উঠতে হবে। বধ্যভূমিগুলো সংরক্ষণ করা হবে। সেখানে স্মৃতিস্তম্ভ তৈরি করা হবে, যেন আগামী ১০০ বছরে ঐতিহ্য বহন করে। রাস্তাঘাট ও সেতু মুক্তিযোদ্ধাদের নামে হবে।

বৃহস্পতিবার নওগাঁ জেলা প্রশাসনের আয়োজনে জেলার ১১টি উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্রেক্স ভবন উদ্বোধন ও মুক্তোযোদ্ধাদের সঙ্গে মতবিনিমিয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সদর উপজেলা অডিটোরিয়ামে এ সভার আয়োজন করা হয়।


মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, রাজাকারের তালিকা তৈরি করা হবে। মুক্তিযোদ্ধাদের নাম রাজাকারের তালিকায় আসা অসম্মানজনক। এজন্য দুঃখপ্রকাশ করছি আমি। আগামীতে মুক্তিযোদ্ধাদের নিয়ে রাজাকারের তালিকা তৈরি করা হবে।


আ ক ম মোজাম্মেল হক বলেন, মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা আরও বৃদ্ধি, বিজয় দিবস ভাতা এবং উৎসব ভাতা প্রদানের পরিকল্পনা হাতে নেয়া হয়েছে, যা অবিলম্বে বাস্তবায়িত হবে। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট এবং মুক্তিযুদ্ধ সম্পর্কে আগামী প্রজন্মকে ধারণা দিতে আগামী বিসিএস পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে প্রশ্নপত্র তৈরি করা হবে। এর মধ্যে ৫০ নম্বর নির্ধারিত থাকবে ১৯৭১ সালে সংঘটিত নয় মাসের মুক্তিযুদ্ধভিত্তিক।


তিনি বলেন, মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট, সঠিক ইতিহাস এবং সারাদেশে ছড়িয়ে থাকা মুক্তিযুদ্ধের স্মৃতিসমূহ সংরক্ষণ করে আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে না পারলে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে যাবে। ইতিহাস মুছে গেলে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি লাভবান হবে। তারা জয়ী হবে। দেশের স্বাধীনতা ভূলুণ্ঠিত হবে। তাই সারাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতি, বড় বড় যুদ্ধের স্থানসমূহ, গণহত্যা এবং বধ্যভূমিগুলোতে একই ডিজাইনে স্মৃতিসৌধ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার।


এর আগে জেলার ১১টি উপজেলায় ২৪ কোটি এক লাখ ৭৪ হাজার টাকা ব্যয়ে নির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনগুলোর ফলক উন্মোচন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী।

সর্বশেষ শিরোনাম

পবিত্র শবে কদর আজ Sat, Apr 06 2024

অচিরেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত হবে: কাদের Sat, Apr 06 2024

টাকা লুট আর সক্ষমতা জানান দিতেই কেএনএফের হামলা: র‌্যাব Sat, Apr 06 2024

পরিবারের কাছে ফিরেছেন সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজার Sat, Apr 06 2024

উত্তপ্ত বান্দরবান, পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী Fri, Apr 05 2024

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার Fri, Apr 05 2024

জনপ্রতিনিধিদের জনগণের সেবা করার মাধ্যমে ভবিষ্যত ভোট নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর Fri, Apr 05 2024

বান্দরবানে চলছে যৌথবাহিনীর অভিযান Fri, Apr 05 2024

তারেক রহমান নেতৃত্বে থাকলে বিএনপি এগুতে পারবে না: ওবায়দুল কাদের Fri, Apr 05 2024

মেট্রোরেলে ১ জুলাই থেকে ভ্যাট কার্যকর Thu, Apr 04 2024