Bangladesh

হাইকোর্ট থেকে প্রতিকার না পেলে কিছু করার নেই: ইসির অতিরিক্ত সচিব ইসি
Screengrab from YouTube হাইকোর্ট

হাইকোর্ট থেকে প্রতিকার না পেলে কিছু করার নেই: ইসির অতিরিক্ত সচিব

Bangladesh Live News | @banglalivenews | 09 Dec 2023, 12:15 am

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ৯ ডিসেম্বর ২০২৩: ৩০ নভেম্বর যারা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দিতে পারেননি তাদের ব্যাপারে নির্বাচন কমিশনের কিছুর করার নেই বলে জানিয়েছেন সংস্থাটির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিলের চতুর্থ দিন, শুক্রবার দুপুরে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

অশোক কুমার বলেন, ‘সময়মত হাজির হয়ে যদি তারা মনোনয়নপত্র জমা দিতে না পারেন। তারা তো হাইকোর্টে গিয়েছিলেন, হাইকোর্ট যদি নির্দেশনা দেন তাহলে রিটার্নিং অফিসার মনোনয়নপত্র গ্রহণ করবে। হাইকোর্ট থেকে যদি তারা প্রতিকার না পান সে ক্ষেত্রে আমাদের কিছু করণীয় নাই।’

সাংবাদিকদের তিনি বলেন, আজকে আপিলের চতুর্থ দিন। আগামীকাল আপিল শেষ হয়ে যাবে। যারা আপিল করেছেন তারা ন্যায়বিচার তো অবশ্যই পাবেন, শতভাগ। এখানে শঙ্কা কেন? শতভাগ ন্যায়বিচার পাবেন আপিলে।

ছোট-খাটো ভুল ত্রুটি সমাধান করে প্রার্থীতা ফেরত পাওয়ার আবেদন করলে কমিশন বিবেচনা করবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সেটা কমিশন বিবেচনা করবে, অ্যাডভান্স তো বলতে পারি না। কমিশন অবশ্যই ন্যায়বিচার করে তাদের আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেবে।

মনোনয়নপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে কিছু আপিল হয়েছে, সেগুলোর বিরুদ্ধে যদি প্রমাণ পান বাতিল করবে কি না এ বিষয়ে তিনি বলেন, অবশ্যই। আইনে আছে দেখেন এবার আরপিও সংশোধন হয়েছে। আগে ছিল রিটার্নিং অফিসারের রিজেকশনের বিরুদ্ধে আপিল। আরপিওতে আছে, শুধু রিটার্নিং অফিসারের রিজেকশন না, রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে। সেটা একসেপ্টেন্সের বিরুদ্ধেও আপিল হবে, রিজেকশনের বিরুদ্ধে আপিল হবে। যেহেতু আইনে আছে, কমিশন যথাযথ সিদ্ধান্ত নেবে।

এদিন মনোনয়ন জমা দিতে ব্যর্থ হওয়া কুমিল্লা-৩ আসনের জাকারিয়া মাসুদ নামের একজন স্বতন্ত্র প্রার্থীকে আপিলের জন্য ইসিতে ঘুরতে দেখা যায়। অতিরিক্ত সচিবের বক্তব্যের পর তিনি বলেন, আমি ৩০ নভেম্বর বিকাল ৩টায় সব কাগজপত্র দিয়ে সংশ্লিষ্ট নির্বাচন অফিসে মনোনয়নের কাগজ পাঠিয়েছি, কিন্তু তারা রিসিভ করেননি। সাড়ে ৩টায় নিজে গেছি, অনেক অনুরোধ করেছি। কিন্তু ফরম তারা জমা নেননি।

সর্বশেষ শিরোনাম

পবিত্র শবে কদর আজ Sat, Apr 06 2024

অচিরেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত হবে: কাদের Sat, Apr 06 2024

টাকা লুট আর সক্ষমতা জানান দিতেই কেএনএফের হামলা: র‌্যাব Sat, Apr 06 2024

পরিবারের কাছে ফিরেছেন সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজার Sat, Apr 06 2024

উত্তপ্ত বান্দরবান, পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী Fri, Apr 05 2024

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার Fri, Apr 05 2024

জনপ্রতিনিধিদের জনগণের সেবা করার মাধ্যমে ভবিষ্যত ভোট নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর Fri, Apr 05 2024

বান্দরবানে চলছে যৌথবাহিনীর অভিযান Fri, Apr 05 2024

তারেক রহমান নেতৃত্বে থাকলে বিএনপি এগুতে পারবে না: ওবায়দুল কাদের Fri, Apr 05 2024

মেট্রোরেলে ১ জুলাই থেকে ভ্যাট কার্যকর Thu, Apr 04 2024