Bangladesh

রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসছে আগামী সেপ্টেম্বরে আরএনপিপি
ফাইল ছবি/উইকিমিডিয়া কমন্স/এস এম নাজমুস সাকিব

রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসছে আগামী সেপ্টেম্বরে

Bangladesh Live News | @banglalivenews | 31 Jul 2023, 06:59 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ৩১ জুলাই ২০২৩ : রাশিয়ার স্টেট অ্যাটমিক এনার্জি কর্পোরেশন রোসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচেভ জানিয়েছেন যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের (আরএনপিপি) পারমাণবিক জ্বালানী আগামী সেপ্টেম্বরে দেশে আসবে।

সোমবার (৩১ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

লিখাচেভের বক্তৃতার উদ্ধৃতি দিয়ে ইহসানুল করিম বলেন, “রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের (আরএনপিপি) কাজ শত বাধা অতিক্রম করে এগিয়েছে। এই প্ল্যান্টের পারমাণবিক জ্বালানি সেপ্টেম্বরে বাংলাদেশে আসবে।"

বৈঠকে রোসাটম ডিজি আরএনপিপির সার্বিক অগ্রগতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। তারা আরএনপিপির উদ্বোধনী অনুষ্ঠানের বিষয়েও কথা বলেছেন।

প্রধানমন্ত্রী কোভিড-১৯ মহামারী এবং বৈশ্বিক সংকট সত্ত্বেও আরএনপিপির কাজ এগিয়ে নেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। তিনি প্রযুক্তি ও আর্থিক সহায়তা প্রদানের জন্য রাশিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

ছবি: পিআইডিছবি: পিআইডি

মহান মুক্তিযুদ্ধ এবং যুদ্ধ পরবর্তী বাংলাদেশের পুনর্গঠনে রাশিয়ার সমর্থন ও সহায়তার কথা স্মরণ করে শেখ হাসিনা ভবিষ্যতেও রাশিয়ার সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, প্রধানমন্ত্রীর রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন, তার মুখ্য সচিব এম তোফাজ্জেল হোসেন মিয়া, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. শহীদ হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জিয়াউল হাসান এবং বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মানসকি প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।

সর্বশেষ শিরোনাম

পবিত্র শবে কদর আজ Sat, Apr 06 2024

অচিরেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত হবে: কাদের Sat, Apr 06 2024

টাকা লুট আর সক্ষমতা জানান দিতেই কেএনএফের হামলা: র‌্যাব Sat, Apr 06 2024

পরিবারের কাছে ফিরেছেন সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজার Sat, Apr 06 2024

উত্তপ্ত বান্দরবান, পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী Fri, Apr 05 2024

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার Fri, Apr 05 2024

জনপ্রতিনিধিদের জনগণের সেবা করার মাধ্যমে ভবিষ্যত ভোট নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর Fri, Apr 05 2024

বান্দরবানে চলছে যৌথবাহিনীর অভিযান Fri, Apr 05 2024

তারেক রহমান নেতৃত্বে থাকলে বিএনপি এগুতে পারবে না: ওবায়দুল কাদের Fri, Apr 05 2024

মেট্রোরেলে ১ জুলাই থেকে ভ্যাট কার্যকর Thu, Apr 04 2024