Bangladesh

সাগরে তেলবাহী নৌযান আগুনে পুড়ে ছাই অগ্নিকান্ড
ছবি: সংগৃহিত

সাগরে তেলবাহী নৌযান আগুনে পুড়ে ছাই

Bangladesh Live News | @banglalivenews | 27 May 2023, 11:43 am

ঢাকা, ২৭ মে ২০২৩ : চট্টগ্রামের পতেঙ্গায় সাগরে একটি তেলের ড্রাম বোঝাই নৌযান আগুন পুড়ে ছাই হয়েছে। শুক্রবার (২৬ মে) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। সাগরের তীর থেকেও ওই নৌযানে আগুন জ্বলতে দেখেন স্থানীয় লোকজন। এ ঘটনায় দুজন দগ্ধ হয়েছেন। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।

রাত দেড়টার দিকে চট্টগ্রাম ইপিজেড ফায়ার স্টেশনের সিনিয়র কর্মকর্তা আবসার উদ্দিন বলেন, ‘পতেঙ্গায় সাগরে একটি তেলের ড্রাম বোঝাই নৌযানে আগুন লাগার ঘটনা ঘটেছে। কর্ণফুলী ও ইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নেভানোর জন্য প্রস্তুত। তবে আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিসের কোনও নৌযান নেই। এ কারণে আমরা এখন পর্যন্ত আগুন লাগা নৌযানটির কাছে যেতে পারিনি। তবে আমরা কোস্টগার্ডের সঙ্গে বিষয়টি নিয়ে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি।’

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম জানান, আগুন লাগা নৌযানটি থেকে তিন জন শ্রমিক অন্য একটি নৌকায় পাড়ে এসেছেন। তারা জানিয়েছেন, ওই নৌযানে পাঁচ ব্যক্তি ছিল। অপর দুজন দগ্ধ হওয়ায় তাদেরকে হাসপাতালে নেয়া হয়েছে।

চট্টগ্রাম বন্দর সচিব ওমর ফারুক গণমাধ্যমকে জানান, রাত সোয়া ১২টার দিকে বন্দর জলসীমায় আলফা নোঙর এলাকায় অবস্থানরত লাইটার জাহাজ এমভি মুহুরী-২ থেকে বেতারবার্তায় অগ্নিকাণ্ডের খবর জানানো হয়।

তিনি জানান, তাৎক্ষণিকভাবে অগ্নিনির্বাপণে ব্যবহৃত বন্দরের টাগবোট কান্ডারি-৮ ঘটনাস্থলে পাঠানো হয়। পাশাপাশি নৌবাহিনী ও কোস্টগার্ডকে বিষয়টি জানানো হয়। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যায় কর্ণফুলী ও ইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

সর্বশেষ শিরোনাম

পবিত্র শবে কদর আজ Sat, Apr 06 2024

অচিরেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত হবে: কাদের Sat, Apr 06 2024

টাকা লুট আর সক্ষমতা জানান দিতেই কেএনএফের হামলা: র‌্যাব Sat, Apr 06 2024

পরিবারের কাছে ফিরেছেন সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজার Sat, Apr 06 2024

উত্তপ্ত বান্দরবান, পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী Fri, Apr 05 2024

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার Fri, Apr 05 2024

জনপ্রতিনিধিদের জনগণের সেবা করার মাধ্যমে ভবিষ্যত ভোট নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর Fri, Apr 05 2024

বান্দরবানে চলছে যৌথবাহিনীর অভিযান Fri, Apr 05 2024

তারেক রহমান নেতৃত্বে থাকলে বিএনপি এগুতে পারবে না: ওবায়দুল কাদের Fri, Apr 05 2024

মেট্রোরেলে ১ জুলাই থেকে ভ্যাট কার্যকর Thu, Apr 04 2024