Bangladesh

দেশে এখন করোনা সংক্রমিতদের ৮২ শতাংশেরই ওমিক্রন কোভিড-১৯ | ওমিক্রন
সংগৃহিত বৃহষ্পতিবার বিএসএমএমইউতে সংবাদ সম্মেলনে কোভিড-১৯-এর জিনোম সিকোয়েন্সিং নিয়ে গবেষণার ফলাফল প্রকাশ করা হয়।

দেশে এখন করোনা সংক্রমিতদের ৮২ শতাংশেরই ওমিক্রন

Bangladesh Live News | @banglalivenews | 10 Feb 2022, 09:43 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ১০ ফেব্রুয়ারি ২০২২: দেশে এখন করোনাভাইরাসে (কোভিড-১৯) সংক্রমিতদের ৮২ শতাংশেরই নতুন ধরন ওমিক্রন। তবে ডেল্টা ভ্যারিয়েন্ট থেকে ওমিক্রনে সংক্রমণের হার অনেক বেশি হলেও মৃত্যুর হার কম। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) শহীদ ডা. মিলন হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে বিএসএমএমইউয়ের উদ্যোগে পরিচালিত কোভিড-১৯-এর জিনোম সিকোয়েন্সিং নিয়ে গবেষণার ফলাফল প্রকাশ করা হয়। এতে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

গবেষণায় বলা হয়, চলতি বছরের ৯ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত বিএসএমএমইউতে মোট ভর্তি রোগী এবং বহির্বিভাগের রোগীর মধ্যে ৮২ শতাংশের ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত। যেখানে ১৮ শতাংশ মানুষের শরীরে ডেল্টা ভ্যারিয়েন্ট পাওয়া গেছে। শুধু বহির্বিভাগের রোগীদের মধ্যে ৮৮ শতাংশ ওমিক্রনে সংক্রমিত। তাদের মধ্যে ওমিক্রনের সাব-ভ্যারিয়েন্ট তিনটি ধরন পরিলক্ষিত হয়েছে বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মতে, ওমিক্রনের বিএ.টু (ইঅ.২) ভ্যারিয়েন্টটি সবচেয়ে বেশি সংক্রামক।

বলা হয়, ডেল্টা ভ্যারিয়েন্টের চেয়ে ওমিক্রনে সংক্রমণের হার অনেক বেশি। ওমিক্রন ভ্যারিয়েন্ট জিনোমের ডেল্টা ভ্যারিয়েন্টের চেয়ে বেশি মিউটেশন পাওয়া গেছে। যার বেশির ভাগ ভাইরাসটির স্পাইক প্রোটিনে হয়েছে। এ স্পাইক প্রোটিনের ওপর ভিত্তি করে বেশির ভাগ ভ্যাকসিন তৈরি করা হয়। স্পাইক প্রোটিনের গঠনগত বদলের জন্যই প্রচলিত ভ্যাকসিনেশনের পরও ওমিক্রন সংক্রমণের সম্ভাবনা থেকে যায়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বিএসএমএমইউর কোভিড-১৯ এর ৯৩৭টি জিনোম সিকোয়েন্সিং করে এ গবেষণার ফলাফল প্রকাশ করেছে। এ রিপোর্ট বিএসএমএমইউর চলমান গবেষণার সাড়ে সাত মাসের ফলাফল।

ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, করোনাভাইরাসের সব ভ্যারিয়েন্ট বিপজ্জনক এমনকি মৃত্যুর কারণও হতে পারে। পাশাপাশি ভাইরাসের নিয়মিত মিউটেশন আমাদের প্রচলিত স্বাস্থ্য ব্যবস্থাকে ঝুঁকিপূর্ণ করতে পারে। তাই করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে ও টিকা নিতে হবে।

সর্বশেষ শিরোনাম

জঙ্গিবাদের উর্বর স্থান হতে পারে রোহিঙ্গা ক্যাম্প Thu, Jun 01 2023

সরকারি খরচে বিজনেস ক্লাসে বিদেশ ভ্রমণ নয়: প্রধানমন্ত্রীর নির্দেশনা Thu, Jun 01 2023

গুগলের তথ্যের ভিত্তিতে শিশু যৌন নিপীড়ককে গ্রেপ্তার করা হয়েছে Thu, Jun 01 2023

জ্বালানি তেলে সরকার ভর্তুকি দেয় না: জ্বালানি প্রতিমন্ত্রী Thu, Jun 01 2023

সরকারের পদক্ষেপে নিত্যপণ্যের ঊর্ধ্বগতি রোধ সম্ভব হয়েছে : সংসদে প্রধানমন্ত্রী Thu, Jun 01 2023

তারেক-জোবায়দার মামলায় হট্টগোলে বিএনপিপন্থি ২৮ আইনজীবীর নামে জিডি Wed, May 31 2023

জাতীয় গ্রিডে যুক্ত হলো প্রথম ভাসমান সৌরবিদ্যুৎ কেন্দ্র Wed, May 31 2023

কাউকে হারিয়ে বা জিতিয়ে দেওয়ার দায়িত্ব নির্বাচন কমিশনের নয়: সিইসি Wed, May 31 2023

বাজেট অধিবেশন শুরু Wed, May 31 2023

সুষ্ঠু নির্বাচন সমর্থনকারীদের ভয়ের কিছু নেই: পিটার হাস Wed, May 31 2023