Bangladesh

শোকের মাসের শেষ দিনে বঙ্গবন্ধুর সমাধিতে শোকার্ত মানুষের ঢল শোকের মাস
সংগৃহিত বঙ্গবন্ধুর সমাধিতে শোকার্ত মানুষের ঢল

শোকের মাসের শেষ দিনে বঙ্গবন্ধুর সমাধিতে শোকার্ত মানুষের ঢল

Bangladesh Live News | @banglalivenews | 31 Aug 2023, 10:31 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ৩১ আগস্ট ২০২৩: শোকের মাস আগস্টের শেষ দিনেও শোকার্ত মানুষ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নামে।

আজ বৃহস্পতিবার সকালে শোকার্ত মানুষ বঙ্গন্ধুর সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে বঙ্গবন্ধুর ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের শ্রদ্ধা নিবেদন শুরু করেন। বেলা বাড়ার সাথে সাথে বিভিন্ন বয়সের মানুষের ভিড় বাড়তে থাকে।

এ বছরের আগস্ট মাস জুড়েই বঙ্গবন্ধু সমাধিতে শোকার্ত মানুষের সমাগম ছিল সবচেয়ে বেশি। আগস্টের প্রথম দিন থেকেই বঙ্গবন্ধুর সমাধিসৌধে শোকার্ত মানুষের ঢল নামে। এটি শেষ দিন পর্যন্ত অর্থাৎ ৩১ আগস্ট পর্যন্ত  অব্যাহত রয়েছে। শোকার্ত মানুষ টুঙ্গিপাড়া এসে বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শোকাবহ আগস্টের শ্রদ্ধা জানিয়েছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের কালরাতে ঘাতকের বুলেটে শাহাদত বরণকারীদের রূহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেছেন। বঙ্গবন্ধুসহ তাদের  জন্য শোকাশ্রুপাত করেছেন।

শোকাবহ আগস্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রী পরিষদের সদস্য, সংসদ সদস্য, সচিব, বিভিন্ন দপ্তর, বাহিনী ও প্রতিষ্ঠানের  প্রধানগণ টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন। এছাড়া রাজনৈতিক সমাজিক, সাংস্কৃতিক, শ্রমজীবী, পেশাজীবী  সংগঠনের পক্ষ থেকে মাস ব্যাপী বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

বঙ্গবন্ধু সমাধিসৌধের কিউটের মোঃ নুরুল ইসলাম বলেন, ঘাতকরা  বঙ্গবন্ধুকে ১৫ আগস্ট সপরিবারে হত্যা করে। ১৬ আগস্ট বঙ্গবন্ধুকে পিতা মাতার কবরের পাশে টুঙ্গিপাড়ায়  সমাহিত করা হয়। ২০০১ সালের ১০ জানুয়ারি টুঙ্গিপাড়ায়  নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্স উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ওই কর্মকর্তা জানান, বঙ্গবন্ধুর কবর জিয়ারত করতে বিদেশসহ দূর-দূরান্ত থেকে হাজার হাজার মানুষ প্রতিদিন আসেন। এ বছর শোকের মাসে টুঙ্গিপাড়ায় সবচেয়ে বেশি মানুষের সমাগম হয়েছে। তারা বঙ্গবন্ধুর সমাধিতে বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন।

সমাধিসৌধ কমপ্লেক্সে মসজিদের পেশ ইমাম মাওলানা নওয়াব আলী বলেন, এ মাসে গড়ে প্রতিদিন ১ শ’ সংগঠন বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে। ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত করেছেন।

টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের চিরন্তন প্রেরণার উৎস। ঘাতকরা ১৯৭৫ এর ১৫ আগস্ট তাঁকে সপরিবারে হত্যা করে। বঙ্গবন্ধু নিথর মৃত্যুহীন দেহ নিয়ে টুঙ্গিপাড়ার প্রিয় জন্ম মাটিতেই ফিরে আসেন। তার সমাধিসৌধটি এখন বাঙ্গালী জাতির অমর সমাধিসৌধ। প্রিয় নেতার প্রতি এ বছরের শোকের মাসে সবেচেয়ে বেশি মানুষ শ্রদ্ধা জানিয়েছেন।

সর্বশেষ শিরোনাম

পবিত্র শবে কদর আজ Sat, Apr 06 2024

অচিরেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত হবে: কাদের Sat, Apr 06 2024

টাকা লুট আর সক্ষমতা জানান দিতেই কেএনএফের হামলা: র‌্যাব Sat, Apr 06 2024

পরিবারের কাছে ফিরেছেন সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজার Sat, Apr 06 2024

উত্তপ্ত বান্দরবান, পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী Fri, Apr 05 2024

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার Fri, Apr 05 2024

জনপ্রতিনিধিদের জনগণের সেবা করার মাধ্যমে ভবিষ্যত ভোট নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর Fri, Apr 05 2024

বান্দরবানে চলছে যৌথবাহিনীর অভিযান Fri, Apr 05 2024

তারেক রহমান নেতৃত্বে থাকলে বিএনপি এগুতে পারবে না: ওবায়দুল কাদের Fri, Apr 05 2024

মেট্রোরেলে ১ জুলাই থেকে ভ্যাট কার্যকর Thu, Apr 04 2024