Bangladesh

একদিনে টিকা নিলেন তিন লাখের বেশি মানুষ করোনাভাইরাস টিকা
National Cancer Institute/Unsplash প্রতীকী ছবি

একদিনে টিকা নিলেন তিন লাখের বেশি মানুষ

Bangladesh Live News | @banglalivenews | 06 Aug 2021, 02:55 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ৬ আগস্ট ২০২১: দেশে গত ২৭ জানুয়ারি থেকে করোনাভাইরাস প্রতিষেধক টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকার (কোভিশিল্ড) টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন। পরবর্তীতে কোভিশিল্ড ছাড়াও ধাপে ধাপে মার্কিন যুক্তরাষ্ট্রের মডার্না, ফাইজারের বায়োএনটেক ও চীনের সিনোফার্মসহ চার ধরনের টিকা দেয়া হয়।

এদিকে, টিকাদান শুরুর পর বৃহস্পতিবার (৫ আগস্ট) পর্যন্ত মোট এক কোটি ৪৭ লাখ ৩৩ হাজার ৩১৪ ডোজ টিকা দেয়া হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ নিয়েছেন এক কোটি ২৮ লাখ নয় হাজার ৭৯৭ জন মানুষ। আর দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন ৪৪ লাখ ৪৩ হাজার ৫১৭ জন। এছাড়া টিকা নিতে বৃহস্পতিবার পর্যন্ত সুরক্ষা অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেছেন এক কোটি ৭৭ লাখ ৯৫ হাজার ৪৯৭ জন।

স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ) অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

ওই প্রতিবেদনের তথ্যানুযায়ী—গত ২৪ ঘণ্টায় প্রথম ডোজ নিয়েছেন দুই লাখ ৭৯ হাজার ৮৪৪ জন। তাদের মধ্যে পুরুষ এক লাখ ৬১ হাজার ১৮২ জন ও নারী এক লাখ ১৮ হাজার ৬৬২ জন। আর একদিনে দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ২৭ হাজার ৩৮৬ জন। তাদের মধ্যে পুরুষ ১৬ হাজার ৭৩০ জন ও নারী ১০ হাজার ৬৫৬ জন। অর্থাৎ একদিন প্রথম ও দ্বিতীয় ডোজ মিলিয়ে টিকা নিয়েছেন তিন লাখ সাত হাজার ২৩০ জন।

গত ২৪ ঘণ্টায় সিনোফার্মের টিকার প্রথম ডোজ নিয়েছেন এক লাখ ৯৩ হাজার ৪৪৮ জন। তাদের মধ্যে পুরুষ এক লাখ নয় হাজার ২৪৭ জন ও নারী ৮৪ হাজার ২০১ জন। এ নিয়ে সিনোফার্মের প্রথম ডোজের টিকাগ্রহণকারীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৩ লাখ ১৭ হাজার ৫৮২ জন।

একই সময়ে সিনোফার্মের দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ১২ হাজার ৮৫৫ জন। তাদের মধ্যে পুরুষ সাত হাজার ৩০৩ জন ও নারী পাঁচ হাজার ৫৫২ জন। এ নিয়ে সিনোফার্মের দ্বিতীয় ডোজের টিকা গ্রহণ করলেন ৯২ হাজার ২৪৮ জন।

সর্বশেষ শিরোনাম

পবিত্র শবে কদর আজ Sat, Apr 06 2024

অচিরেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত হবে: কাদের Sat, Apr 06 2024

টাকা লুট আর সক্ষমতা জানান দিতেই কেএনএফের হামলা: র‌্যাব Sat, Apr 06 2024

পরিবারের কাছে ফিরেছেন সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজার Sat, Apr 06 2024

উত্তপ্ত বান্দরবান, পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী Fri, Apr 05 2024

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার Fri, Apr 05 2024

জনপ্রতিনিধিদের জনগণের সেবা করার মাধ্যমে ভবিষ্যত ভোট নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর Fri, Apr 05 2024

বান্দরবানে চলছে যৌথবাহিনীর অভিযান Fri, Apr 05 2024

তারেক রহমান নেতৃত্বে থাকলে বিএনপি এগুতে পারবে না: ওবায়দুল কাদের Fri, Apr 05 2024

মেট্রোরেলে ১ জুলাই থেকে ভ্যাট কার্যকর Thu, Apr 04 2024