Bangladesh

সিনোফার্মের টিকা নেওয়ার পর অসুস্থ অর্ধশতাধিক, কার্যক্রম বন্ধ সিনোফার্মের টিকা
সংগৃহিত টিকা নেওয়ার পর জ্ঞান হারানো শ্রমিকরা

সিনোফার্মের টিকা নেওয়ার পর অসুস্থ অর্ধশতাধিক, কার্যক্রম বন্ধ

Bangladesh Live News | @banglalivenews | 27 Aug 2021, 11:57 am

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ২৭ আগস্ট ২০২১: গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় করোনা টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার পর অর্ধশতাধিক পোশাক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। তারা উপজেলার মৌচাক এলাকার সাদমা গ্রুপের মৌচাক ফ্যাশন নামের একটি প্রতিষ্ঠানের কর্মী। এ ঘটনার পর সেখানে টিকাদান কর্মসূচি স্থগিত রাখা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) সিনোফার্মের টিকার দ্বিতীয় ডোজ নিয়ে ওই শ্রমিকরা অসুস্থ হয়ে পড়লে তাদের উপজেলা ও কোনাবাড়ী শিল্পাঞ্চলের কয়েকটি ক্লিনিকে ভর্তি করা হয়। এ বিষয়ে গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান বলেন, মনস্তাত্ত্বিক কোনো কারণে শ্রমিকরা অসুস্থ হয়ে পড়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

কারখানা কর্তৃপক্ষ ও জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, ওই পোশাক কারখানায় বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শ্রমিকদের মাঝে সিনোফার্মের টিকার দ্বিতীয় ডোজ দেওয়ার কার্যক্রম শুরু হয়। কয়েকশ শ্রমিককে টিকা দেওয়ার ঘণ্টাখানেক পর অর্ধশতাধিক শ্রমিক অচেতন হয়ে পড়েন। পরে তাদের কারখানার নিজস্ব পরিবহনে বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়।

অসুস্থ শ্রমিকরা জানান, টিকা নেওয়ার ঘণ্টাখানেক পর তারা অসুস্থবোধ করেন। এরপর তারা অচেতন হয়ে পড়েন। জ্ঞান ফেরার পর বুঝতে পারেন তারা হাসপাতালের বেডে রয়েছেন।

টিকা দেওয়া শুরু করার প্রায় দুই ঘণ্টা পর থেকেই টিকা নেওয়া শ্রমিকদের কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। কেউ কেউ মাথা ঘুরে মেঝেতে পড়ে যান। এর আগে মঙ্গলবার (২৪ আগস্ট) ও বুধবার (২৫ আগস্ট) টঙ্গীর গাজীপুরা এলাকার শ্যাটার্ন টেক্সটাইল লিমিটেড কারখানায় টিকা নেওয়ার পর অসুস্থ হয়ে পড়েন কয়েকজন শ্রমিক।

শ্রমিকরা জানান, মঙ্গলবার দিনভর ওই কারখানায় প্রায় ১২০০ শ্রমিককে মডার্নার দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হয়। এদিন চার শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। বুধবার সকালে তারা কাজে যোগ দেন। কিন্তু এদিন অসুস্থ হয়ে পড়েন অন্য শ্রমিকরা। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে অসুস্থ শ্রমিকদের স্থানীয় ইম্পেরিয়াল হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। এ অবস্থায় মালিকপক্ষ বুধবার কারখানা ছুটি ঘোষণা করে।

শ্যাটার্ন টেক্সটাইল লিমিটেডের মালিক আমানুল্লাহ চাকলাদার বলেন, ১৮ জুলাই শ্রমিকদের যুক্তরাষ্ট্রেও কোম্পানির করোনা টিকা দেওয়া হয়েছিল। মঙ্গলবার দেওয়া হয় দ্বিতীয় ডোজ। টিকা দেওয়ার পর স্বাভাবিকভাবেই জ্বর, ব্যথাসহ কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়। বুধবার কাজে যোগ দিয়ে কিছু শ্রমিক অসুস্থ হয়ে পড়লে কারখানা ছুটি দিয়ে দেওয়া হয়।

সর্বশেষ শিরোনাম

পরিস্থিতি পর্যবেক্ষণ করে শরিকদের সঙ্গে আসন ভাগাভাগির বিষয় সমন্বয় হবে : ওবায়দুল কাদের Wed, Nov 29 2023

জলবায়ুর অভিঘাতে অধিক ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য আন্তর্জাতিক সহায়তার আহ্বান প্রধানমন্ত্রীর Wed, Nov 29 2023

আইনজীবী-বিচারপ্রার্থীদের ক্ষতি করতে আদালতে ককটেল বিস্ফোরণ ঘটানো হয় : পুলিশ Wed, Nov 29 2023

বিরোধী দলগুলোর হরতাল-অবরোধে এক মাসে ২১২ গাড়িতে আগুন Tue, Nov 28 2023

দেশের মোট জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ : বিবিএস Tue, Nov 28 2023

মানবতাবিরোধী অপরাধ : বাগেরহাটের ৭ জনের রায় বৃহস্পতিবার Tue, Nov 28 2023

মনোনয়ন দিলেও জোটের সঙ্গে সমন্বয় হবে: তথ্যমন্ত্রী Tue, Nov 28 2023

কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলবে না ভারত: পররাষ্ট্র সচিব Mon, Nov 27 2023

বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ যেন নির্বাচিত হতে না পারে: মনোনয়নপ্রত্যাশীদের শেখ হাসিনা Mon, Nov 27 2023

২৯৮ আসনে নতুন মুখ ১০৪ Mon, Nov 27 2023