Bangladesh

প্রতীক না থাকলেও প্রার্থীকে দলীয় সমর্থন দিতে চান সংসদ সদস্যরা আওয়ামী লীগ
উইকিপিডিয়া কমন্স

প্রতীক না থাকলেও প্রার্থীকে দলীয় সমর্থন দিতে চান সংসদ সদস্যরা

বাংলাদেশ লাইভ নিউজ | @banglalivenews | 31 Mar 2024, 01:17 pm

ঢাকা, ৩১ মার্চ ২০২৪ : উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক না থাকলেও দলীয় সমর্থন দিতে চান সংসদ সদস্য, জেলা ও উপজেলার নেতারা।

আওয়ামী লীগের রংপুর বিভাগীয় মতবিনিময় সভায় এমন প্রস্তাব করেছেন সংসদ সদস্য ও দলের তৃণমূলের শীর্ষ নেতারা।

বৈঠকে উপস্থিত একাধিক নেতা এ তথ্য নিশ্চিত করেছেন।

শনিবার (৩০ মার্চ) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ে দলের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সভায় স্বাগত বক্তব্য দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তারপর শুরু হয় মতবিনিময় পর্ব। সেখানে গাইবান্ধা, ঠাকুরগাঁও, নীলফামারীসহ রংপুর বিভাগের সব জেলা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক ও সংসদ সদস্যরা অংশ নেন।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান ও উপ-দপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ।

বৈঠক সূত্র মতে, রংপুর মহানগরের থানা কমিটিগুলো নিয়ে দীর্ঘদিন ধরে চলে আসা জটিলতা নিরসনে স্থানীয় নেতারা ব্যর্থ হয়েছেন। বৈঠক থেকে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তদের এ জটিলতা নিরসনের দায়িত্ব দেওয়া হয়েছে। এখন রংপুর মহানগরের থানা কমিটিগুলোর জটিলতা আওয়ামী লীগের সাংগঠনিক টিম সমাধান করবে বলে বৈঠকে উপস্থিত একাধিক নেতা জানিয়েছেন।

আরও জানা গেছে, নীলফামারী জেলার জলঢাকা ও সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি নিয়ে দীর্ঘদিন সমস্যা চলে আসছে।

সেই সমস্যা সমাধানের বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে।

সংসদ সদস্য আসাদুজ্জামান নূর ও জেলার নীলফামারী জেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদককে সমাধানের দায়িত্ব দেওয়া হয়েছে। তারা উপজেলা কমিটি নিয়ে সব সমস্যা সমাধান করবেন।

সৈয়দপুরের উপজেলা কমিটির সঙ্গে পৌর আওয়ামী লীগের কমিটি নিয়ে নানা জটিলতা চলছিল। সেটি সমাধানের দায়িত্বও জেলা কমিটির শীর্ষ নেতাদের দেওয়া হয়েছে।

বৈঠক সূত্রে আরও জানা গেছে, গাইবান্ধার সুন্দরগঞ্জের উপজেলা কমিটি নিয়ে বর্তমান সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যানের দ্বন্দ্ব ছিল। সেটি নিরসন করা হয়েছে। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দুই পক্ষকেই কঠোরভাবে সতর্ক করেছেন।

সর্বশেষ শিরোনাম

পবিত্র শবে কদর আজ Sat, Apr 06 2024

অচিরেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত হবে: কাদের Sat, Apr 06 2024

টাকা লুট আর সক্ষমতা জানান দিতেই কেএনএফের হামলা: র‌্যাব Sat, Apr 06 2024

পরিবারের কাছে ফিরেছেন সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজার Sat, Apr 06 2024

উত্তপ্ত বান্দরবান, পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী Fri, Apr 05 2024

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার Fri, Apr 05 2024

জনপ্রতিনিধিদের জনগণের সেবা করার মাধ্যমে ভবিষ্যত ভোট নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর Fri, Apr 05 2024

বান্দরবানে চলছে যৌথবাহিনীর অভিযান Fri, Apr 05 2024

তারেক রহমান নেতৃত্বে থাকলে বিএনপি এগুতে পারবে না: ওবায়দুল কাদের Fri, Apr 05 2024

মেট্রোরেলে ১ জুলাই থেকে ভ্যাট কার্যকর Thu, Apr 04 2024