Bangladesh

এ মাসে ঢাকায় পিসকিপিংয়ের প্রস্তুতিমূলক সভা পিসকিপিং
সংগৃহিত আফ্রিকায় নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের সদস্যরা

এ মাসে ঢাকায় পিসকিপিংয়ের প্রস্তুতিমূলক সভা

Bangladesh Live News | @banglalivenews | 13 Jun 2023, 10:12 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ১৩ জুন ২০২৩: চলতি বছরের ডিসেম্বরে পশ্চিম আফ্রিকার দেশ ঘানায় বসছে জাতিসংঘের পিসকিপিং মন্ত্রী পর্যায়ের সম্মেলন। জাতিসংঘের অনুরোধের পরিপ্রেক্ষিতে মন্ত্রী পর্যায়ের প্রস্তুতিমূলক সভা এ মাসের শেষের দিকে ঢাকায় হতে যাচ্ছে। সভার মূল আলোচনায় থাকবে শান্তি মিশনে নারীদের অংশগ্রহণ।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, দ্বিতীয়বারের মতো বাংলাদেশে জাতিসংঘের পিসকিপিং মন্ত্রী পর্যায়ের সম্মেলনের প্রস্তুতিমূলক সভা করতে যাচ্ছে। এটি আগামী ২৫ ও ২৬ জুন ঢাকায় অনুষ্ঠিত হবে। এতে জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রধানসহ একশর বেশি অতিথি যোগ দেওয়ার কথা রয়েছে।

ঢাকায় হতে যাওয়া সভার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, মূল সম্মেলন হবে ঘানায়। সেখানে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হবে তার প্রিলিমিনারি সব কিছুই এখানে হবে। আলাপ-আলোচনা, দরকষাকষি, পর্যালোচনা কিংবা কোনো কিছু যদি সাইনও হয়ে থাকে সব এখানে (ঢাকায়) হবে। পরে ঘানায় ফাইনালাইজেশনটা হবে। যার জন্য আমাদের এখানে যেটা হচ্ছে, এটা খুবই গুরত্বপূর্ণ।

মন্ত্রণালয়ের এক দায়িত্বশীল কর্মকর্তা বলেন, জাতিসংঘের প্রতি বছর পিসকিপিং মিনিস্ট্রিয়াল হয়। এ বছর ডিসেম্বরে ঘানায় সম্মেলন হবে। আর কো-চেয়ার হিসেবে থাকবে কানাডা। মূলত প্রস্তুতিমূলক সভা ঢাকায় হবে। জাতিসংঘ থেকে আমাদের অনুরোধ করা হয়েছে। এর আগেও আমরা একবার করেছি ২০১৭ সালে। এবারও সিদ্ধান্ত হয়েছে, আমরা আয়োজন করব। ইতোমধ্যে তারিখ চূড়ান্ত হয়েছে। আগামী ২৫ ও ২৬ জুন এটা ঢাকায় হবে। আমাদের অনেক দায়িত্ব এ সভা নিয়ে। আমাদের সঙ্গে কানাডা সহযোগী আয়োজক। তারা উন্নত দেশ হিসেবে অর্থায়ন করবে।

সভায় মূল আলোচনার বিষয়ে জানতে চাইলে এ কর্মকর্তা বলেন, মন্ত্রী পর্যায়ের সম্মেলনে জাতিসংঘ সামগ্রিক ইস্যুতে গুরুত্ব দিয়ে থাকে। বিভিন্ন বিষয়ে আলাপ-আলোচনা বা পর্যালোচনা হবে। তবে মূল ফোকাস হিসেবে থাকছে উইমেন ইন পিসকিপিং। পিসকিপিং-এ নারীদের অংশগ্রহণ।

জানা গেছে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ এবং পুলিশ এ সভার সমন্বয় করবে। এছাড়া জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশন, ঢাকার কানাডিয়ান দূতাবাস এবং জাতিসংঘের সদরদপ্তর সভার প্রস্তুতি নিয়ে কাজ করছে।

এদিকে, আজ (১৩ জুন) থেকে সিলেটে দুই দিনব্যাপী ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওরা) জ্যেষ্ঠ কর্মকর্তাদের সভা বসছে। এছাড়া চলতি বছরের সেপ্টেম্বরে ঢাকায় বসবে দুই দিনব্যাপী কমনওয়েলথ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফোরাম। প্রথমবারের মতো এটি ঢাকায় হতে যাচ্ছে।

সর্বশেষ শিরোনাম

পবিত্র শবে কদর আজ Sat, Apr 06 2024

অচিরেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত হবে: কাদের Sat, Apr 06 2024

টাকা লুট আর সক্ষমতা জানান দিতেই কেএনএফের হামলা: র‌্যাব Sat, Apr 06 2024

পরিবারের কাছে ফিরেছেন সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজার Sat, Apr 06 2024

উত্তপ্ত বান্দরবান, পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী Fri, Apr 05 2024

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার Fri, Apr 05 2024

জনপ্রতিনিধিদের জনগণের সেবা করার মাধ্যমে ভবিষ্যত ভোট নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর Fri, Apr 05 2024

বান্দরবানে চলছে যৌথবাহিনীর অভিযান Fri, Apr 05 2024

তারেক রহমান নেতৃত্বে থাকলে বিএনপি এগুতে পারবে না: ওবায়দুল কাদের Fri, Apr 05 2024

মেট্রোরেলে ১ জুলাই থেকে ভ্যাট কার্যকর Thu, Apr 04 2024