Bangladesh

ঢাকায় সকালের বৃষ্টিতে দুর্ভোগে মানুষ বৃষ্টি
ছবি: সংগৃহিত

ঢাকায় সকালের বৃষ্টিতে দুর্ভোগে মানুষ

Bangladesh Live News | @banglalivenews | 17 May 2023, 12:00 pm

ঢাকা, ১৭ মে ২০২৩ : বুধবার সকালের পর বেলা কিছুটা বাড়তেই মেঘে ঢেকে যায় পুরো আকাশ। এরপর শুরু হয় বৃষ্টি। ভ্যাপসা গরম আর তাপদাহের মধ্যে এ বৃষ্টি ছিল নগরবাসীর জন্য স্বস্তিরই বার্তা। তবে সকালবেলার এ বৃষ্টিতে খানিক ভোগান্তিতে পড়তে দেখা গেছে অফিস কিংবা বিভিন্ন কর্মস্থলগামী মানুষদের।

বুধবার (১৭ মে) সকাল সাড়ে ৯টা থেকে রাজধানীতে শুরু হয় তুমুল বৃষ্টি। এ সময়ে অনেকেই অফিস বা কর্মস্থলে যাচ্ছিলেন। যে যার মতো কাজে যেতে নেমেছিলেন রাস্তায়। কেউ কেউ প্রয়োজনীয় কাজ সারতে বাইরে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। হঠাৎ ঝুম বৃষ্টিতে যে যেখানে ছিলেন সেখানেই আটকা পড়েন।

বৃষ্টি চলাকলে রাজধানীর রায়েরবাগ, শনির আখড়া, যাত্রাবাড়ী, গুলিস্থান বাসস্ট্যান্ড এলাকায় যাত্রীদের আশেপাশের বিভিন্ন ছাউনির নিচে আশ্রয় নিতে দেখা যায়। বৃষ্টি থেকে গা বাঁচাতে গুলিস্তানে মেয়র হানিফ ফ্লাইওভারের নিচে বিপুলসংখ্যক মানুষকে আশ্রয় নিতে দেখা গেছে।

এরআগে মঙ্গলবার রাত পৌনে আটটার দিকে শুরু হয় কালবৈশাখী ঝড়। বাতাসের তোড়ে ধুলোয় অন্ধকার হয়ে যায় চারপাশ। ঝোড়ো বাতাসের সঙ্গে শুরু হয় বৃষ্টিও। থেমে থেমে কানে বাজে বজ্রের গর্জন। রাত সাড়ে ৮টার দিকে থামে ঝড়-বৃষ্টি। আর বৃষ্টিতে নগর জীবনে ফেরে স্বস্তি।

যদিও আগে থেকে দেশের আট বিভাগেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার দেশের অন্যান্য অঞ্চলেও ঝড়-বৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী কয়েকদিন সারাদেশে ঝড়-বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে। একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে যে তাপপ্রবাহ বইছে তা-ও অব্যাহত থাকতে পারে।

মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

রাজশাহী, নওগাঁ, মৌলভীবাজার, যশোর এবং কুষ্টিয়া অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে জানিয়ে তিনি বলেন, আগামী দু-দিনে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে। মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস ছিল রাজশাহীতে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত গত ২৪ ঘণ্টায়ও সব বিভাগে ঝড়-বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। এসময়ে সবচেয়ে বেশি ৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেটে।

সর্বশেষ শিরোনাম

পবিত্র শবে কদর আজ Sat, Apr 06 2024

অচিরেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত হবে: কাদের Sat, Apr 06 2024

টাকা লুট আর সক্ষমতা জানান দিতেই কেএনএফের হামলা: র‌্যাব Sat, Apr 06 2024

পরিবারের কাছে ফিরেছেন সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজার Sat, Apr 06 2024

উত্তপ্ত বান্দরবান, পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী Fri, Apr 05 2024

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার Fri, Apr 05 2024

জনপ্রতিনিধিদের জনগণের সেবা করার মাধ্যমে ভবিষ্যত ভোট নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর Fri, Apr 05 2024

বান্দরবানে চলছে যৌথবাহিনীর অভিযান Fri, Apr 05 2024

তারেক রহমান নেতৃত্বে থাকলে বিএনপি এগুতে পারবে না: ওবায়দুল কাদের Fri, Apr 05 2024

মেট্রোরেলে ১ জুলাই থেকে ভ্যাট কার্যকর Thu, Apr 04 2024