Bangladesh

ডিসির গাড়িতে পিকআপের ধাক্কা, ভ্রাম্যমাণ আদালত বসিয়ে চালককে কারাদণ্ড দুর্ঘটনা
ছবি: সংগৃহিত ডিসি ফারহা গুল নিঝুম ও তার গাড়িতে ধাক্কা দেওয়া পিকআপ

ডিসির গাড়িতে পিকআপের ধাক্কা, ভ্রাম্যমাণ আদালত বসিয়ে চালককে কারাদণ্ড

Bangladesh Live News | @banglalivenews | 25 Mar 2023, 01:51 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ২৫ মার্চ ২০২৩ : ঝালকাঠি জেলা প্রশাসক (ডিসি) ফারহা গুল নিঝুমের গাড়িতে ধাক্কা দেওয়া পিকআপ চালককে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

শুক্রবার দুপুর পৌনে ১টায় জেলা শহরের পৌর মিনি পার্কের সামনের সড়কে জেলা প্রশাসকের সরকারি গাড়িতে সজোরে ধাক্কা দেয় বিপরীত দিক থেকে আসা মালবাহী পিকআপ (ঢাকা মেট্রো অ ১৪-০৮৭৯)। ঘটনার সময় জেলা প্রশাসক ওই গাড়িতে ছিলেন।

ঘটনার পরই জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অংছিং মারমা ভ্রাম্যমাণ আদালত বসিয়ে চালক পারভেজ মোল্লাকে ছয় মাসের কারাদণ্ড এবং ৩০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১০ দিন বিনাশ্রম কারাদণ্ড দেন। তাকে কারাগারে পাঠানো হয়েছে। একই সাথে পিকআপটি জব্দ করে ঝালকাঠি সদর থানায় পাঠিয়েছে।

সাজাপ্রাপ্ত পারভেজ মোল্লা মাদারীপুর জেলার শিবচর এলাকার বাবলাতলা গ্রামের মজিবুর মোল্লার ছেলে। তিনি ন্যাশনাল পলিমার গ্রুপের মালামাল ডেলিভারির কাজ করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট অংছিং মারমা এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা বলেন, বেপরোয়া গতিতে খেয়াঘাট থেকে শহরের দিকে যাচ্ছিল প্লাস্টিকের পাইপ ভর্তি পিকআপটি। চালক গাড়িটি সঠিক নিয়ন্ত্রণ না করে  জেলা প্রশাসকের গাড়িতে ধাক্কা দেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অংছিং মারমা এবং ট্রাফিক সার্জেন্ট সাজ্জাদ হোসেন।

এ সময় জেলা প্রশাসকের গাড়িতে ধাক্কা দিয়ে প্রাণহানির আশঙ্কা এবং সরকারি সম্পদের ক্ষতি সাধনের অপরাধে তাকে এই শাস্তি দিয়ে পিকআপটি জব্দ করা হয়।

গাড়ির মালিকের কাছে পিকআপটি হস্তান্তরের আগে যাবতীয় কাগজপত্র যাচাইপূর্বক মামলার অর্থদণ্ড ও ভ্যাট-ট্যাক্স সরকারি কোষাগারে জমার জন্য ঝালকাঠি সদর থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে।

জেলা প্রশাসক ফারহা গুল নিঝুম জানান, ওই সময় তিনি তার বাবাকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছিলেন। তার দক্ষ চালকের চেষ্টায় বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন।

সর্বশেষ শিরোনাম

পবিত্র শবে কদর আজ Sat, Apr 06 2024

অচিরেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত হবে: কাদের Sat, Apr 06 2024

টাকা লুট আর সক্ষমতা জানান দিতেই কেএনএফের হামলা: র‌্যাব Sat, Apr 06 2024

পরিবারের কাছে ফিরেছেন সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজার Sat, Apr 06 2024

উত্তপ্ত বান্দরবান, পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী Fri, Apr 05 2024

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার Fri, Apr 05 2024

জনপ্রতিনিধিদের জনগণের সেবা করার মাধ্যমে ভবিষ্যত ভোট নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর Fri, Apr 05 2024

বান্দরবানে চলছে যৌথবাহিনীর অভিযান Fri, Apr 05 2024

তারেক রহমান নেতৃত্বে থাকলে বিএনপি এগুতে পারবে না: ওবায়দুল কাদের Fri, Apr 05 2024

মেট্রোরেলে ১ জুলাই থেকে ভ্যাট কার্যকর Thu, Apr 04 2024