Bangladesh

জনবলের অভাবে সচল নয় এমন প্রকল্পের তালিকা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা | এনইসি
ছবি: পিআইডি

জনবলের অভাবে সচল নয় এমন প্রকল্পের তালিকা চেয়েছেন প্রধানমন্ত্রী

Bangladesh Live News | @banglalivenews | 02 Mar 2023, 12:55 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ২ মার্চ ২০২৩ : প্রকল্প শেষ হলেও জনবলের অভাবে তা চালু করা যাচ্ছে না- এমন প্রকল্পের তালিকা করতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইসব প্রকল্পে জনবল নিয়োগ দিয়ে দ্রুত সেগুলো সক্রিয় করতেও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

বুধবার শেরেবাংলা নগর এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় সংশোধিত এডিপি অনুমোদন দেওয়া হয়। এসময় প্রধানমন্ত্রী প্রকল্পের বিষয়ে নানা নির্দেশনা দেন।

প্রধানমন্ত্রীর নির্দেশনা ও অনুশাসন তুলে ধরে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, জনবলের অভাবে অনেক প্রকল্প সচল করা যাচ্ছে না। মন্ত্রণালয় ও বিভাগ ভিত্তিক এগুলোর তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে এসব প্রকল্পের তালিকা চেয়েছেন তিনি। যাতে করে বাস্তবায়িত এসব প্রকল্পের সুফল জনগণ ভোগ করতে পারে।

পরিকল্পনা প্রতিমন্ত্রী আরও বলেন, পতিত জমি ফেলে রাখা যাবে না বলেও নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। বিপদ আসতে পারে, সবাইকে সজাগ থাকতে হবে। যেসব প্রকল্প শিগগির শেষ হওয়ার কথা তা দ্রুত শেষ করতে হবে। এসব বিষয়ে প্রধানমন্ত্রী অনুশাসন দিয়েছেন।

এদিকে রেকর্ড পরিমাণে বরাদ্দ কমছে চলতি অর্থবছরের (২০২২-২৩) বার্ষিক উন্নয়ন বাজেটে (এডিপি)। চলতি অর্থবছরে এডিপিতে বরাদ্দ ছিল দুই লাখ ৪৬ হাজার কোটি টাকা। এ থেকে সংশোধিত এডিপিতে বরাদ্দ কমানো হয়েছে সাড়ে ১৮ হাজার কোটি টাকা। সবমিলিয়ে দুই লাখ ২৭ হাজার কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন করা হয়েছে। চলতি অর্থবছরে বরাদ্দ কমলো বিদ্যুৎ-জ্বালানি, শিক্ষা, স্বাস্থ্য ও পরিবহন খাতে।

বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় সংশোধিত এডিপি অনুমোদন দেওয়া হয়। বর্তমানে বৈশ্বিক অর্থনৈতিক সংকট চলছে। ফলে অনেক মন্ত্রণালয় ও বিভাগ টাকা খরচ করতে পারেনি। কোনো মন্ত্রণালয় আবার বৈদেশিক ঋণ ছাড়ও করতে পারেনি।

এ বিষয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, সংশোধিত এডিপিতে দুই লাখ ২৭ হাজার কোটি টাকা অনুমোদন করা হয়েছে। চলতি ২০২২–২৩ অর্থবছরের সংশোধিত এডিপিতে নিজস্ব অর্থায়ন কমছে না। এডিপিতে নিজস্ব অর্থায়নের এক লাখ ৫৩ হাজার ৬৬ কোটি টাকা অপরিবর্তিত থাকছে। তবে বিদেশি সহায়তা থেকে সাড়ে ১৮ হাজার কোটি টাকা কম বরাদ্দ দেওয়া হচ্ছে। তাতে সংশোধিত এডিপিতে বিদেশি সহায়তার পরিমাণ দাঁড়াবে সাড়ে ৭৪ হাজার কোটি টাকায়। বর্তমানে এডিপিতে এক হাজার ৩৬৩টি প্রকল্প আছে।

সর্বশেষ শিরোনাম

পবিত্র শবে কদর আজ Sat, Apr 06 2024

অচিরেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত হবে: কাদের Sat, Apr 06 2024

টাকা লুট আর সক্ষমতা জানান দিতেই কেএনএফের হামলা: র‌্যাব Sat, Apr 06 2024

পরিবারের কাছে ফিরেছেন সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজার Sat, Apr 06 2024

উত্তপ্ত বান্দরবান, পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী Fri, Apr 05 2024

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার Fri, Apr 05 2024

জনপ্রতিনিধিদের জনগণের সেবা করার মাধ্যমে ভবিষ্যত ভোট নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর Fri, Apr 05 2024

বান্দরবানে চলছে যৌথবাহিনীর অভিযান Fri, Apr 05 2024

তারেক রহমান নেতৃত্বে থাকলে বিএনপি এগুতে পারবে না: ওবায়দুল কাদের Fri, Apr 05 2024

মেট্রোরেলে ১ জুলাই থেকে ভ্যাট কার্যকর Thu, Apr 04 2024