Bangladesh

সংকট মোকাবিলায় ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর শেখ হাসিনা | এসক্যাপ
ছবি: পিআইডি প্রধানমন্ত্রী এসক্যাপ-এর ৭৮তম অধিবেশনে রেকর্ডর্কত বক্তব্য পেশ করেন

সংকট মোকাবিলায় ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর

Bangladesh Live News | @banglalivenews | 24 May 2022, 02:08 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ২৪ মে ২০২২: প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোভিড-১৯ মহামারি ও রাশিয়া-ইউক্রেন সংঘাতের পটভূমিতে আঞ্চলিক সংকট মোকাবিলায় অর্থনৈতিক সহযোগিতা জোরদারে পাঁচটি প্রস্তাব দিয়েছেন।

সোমবার (২৩ মে) জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (এসক্যাপ) ৭৮তম অধিবেশনে সম্প্রচারিত একটি ভিডিও বার্তায় এ প্রস্তাব দেন তিনি। ২৩ থেকে ২৭ মে ব্যাংককের জাতিসংঘ সম্মেলন কেন্দ্র এবং এসক্যাপের ৭৫তম বার্ষিকীতে অনলাইনে এই অধিবেশনটি হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।

ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, অবিলম্বে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধ ও পরিস্থিতি মোকাবিলায় যৌথ পদক্ষেপ নিতে হবে। আমি যে প্রস্তাবগুলো রেখেছি, এসক্যাপ সেগুলো বিবেচনা করতে পারে। প্রস্তাবে জ্ঞান ও উদ্ভাবনে সহযোগিতার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া এবং জলবায়ু পরিবর্তনের শিকার দেশগুলোতে পর্যাপ্ত তহবিল গঠনের পরামর্শ দেন তিনি।

এছাড়া প্রধানমন্ত্রী এ সময় কর্মসংস্থান সৃষ্টি ও তথ্যপ্রযুক্তির প্রসারের কথা বলেন, যা চতুর্থ শিল্প বিপ্লবের সঙ্গে খাপ খাওয়াতে সবাইকে সাহায্য করবে। তিনি বলেন, বিশ্ব যখন কোভিড-১৯ মহামারির প্রভাব থেকে বাঁচতে মরিয়া, তখন রাশিয়া-ইউক্রেন সংঘাত বিশ্ব অর্থনীতি ও সামাজিক স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি হিসেবে দেখা দিয়েছে। এর ফলে দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলো মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে।

সরকারের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, তার সরকার ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত করার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, আমাদের সরকার ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে নিরলসভাবে কাজ করে যাচ্ছে, যা এসডিজি-১ ও ২ এর মূল প্রতিপাদ্য।

কোভিড -১৯ মহামারি বিশ্বের বেশিরভাগ দেশের স্বাস্থ্যব্যবস্থা ও অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করেছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, মহামারি মোকাবিলা করার ক্ষেত্রে তার সরকার জীবন ও জীবিকার মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করেছে।

'দক্ষিণ এশিয়ার অনেক দেশ মহামারিকালীন নেতিবাচক বা নামমাত্র জিডিপি প্রবৃদ্ধি অর্জন করলেও বাংলাদেশ এ সময় একটি প্রশংসনীয় প্রবৃদ্ধি বজায় রেখেছে।' এ সময় প্রধানমন্ত্রী বাস্তুচ্যুত ১১ লাখ রোহিঙ্গা শরণার্থীর নিরাপদ, টেকসই ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় সমর্থন কামনা করেন।

সর্বশেষ শিরোনাম

পবিত্র শবে কদর আজ Sat, Apr 06 2024

অচিরেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত হবে: কাদের Sat, Apr 06 2024

টাকা লুট আর সক্ষমতা জানান দিতেই কেএনএফের হামলা: র‌্যাব Sat, Apr 06 2024

পরিবারের কাছে ফিরেছেন সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজার Sat, Apr 06 2024

উত্তপ্ত বান্দরবান, পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী Fri, Apr 05 2024

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার Fri, Apr 05 2024

জনপ্রতিনিধিদের জনগণের সেবা করার মাধ্যমে ভবিষ্যত ভোট নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর Fri, Apr 05 2024

বান্দরবানে চলছে যৌথবাহিনীর অভিযান Fri, Apr 05 2024

তারেক রহমান নেতৃত্বে থাকলে বিএনপি এগুতে পারবে না: ওবায়দুল কাদের Fri, Apr 05 2024

মেট্রোরেলে ১ জুলাই থেকে ভ্যাট কার্যকর Thu, Apr 04 2024