Bangladesh

বিশ্বের ১০০ প্রভাবশালী নারীর তালিকায় শেখ হাসিনা ফোর্বসের তালিকা
পিআইডি প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিশ্বের ১০০ প্রভাবশালী নারীর তালিকায় শেখ হাসিনা

Bangladesh Live News | @banglalivenews | 07 Dec 2023, 12:40 am

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ৭ ডিসেম্বর ২০২৩: মার্কিন অর্থ ও বাণিজ্যবিষয়ক সাময়িকী ফোর্বসের বিশ্বের প্রভাবশালী ১০০ নারীর তালিকায় আবারও স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফোর্বসের ওই তালিকায় এবার তিনি আছেন ৪৬তম স্থানে। যদিও ২০২২ সালে শেখ হাসিনার অবস্থান ছিল ৪২ নম্বরে।

বিশ্বজুড়ে রাজনীতি, মানবসেবা, ব্যবসা-বাণিজ্য, গণমাধ্যম, অর্থনীতি ও প্রযুক্তিখাতে নেতৃস্থানীয় ভূমিকা পালন করে আসা প্রভাবশালী নারীদের মধ্য থেকে ১০০ জনকে বেছে নিয়ে এই তালিকা প্রকাশ করেছে ফোর্বস। এই বছরের ফোর্বসের সবচেয়ে ক্ষমতাধর নারীদের তালিকায় শীর্ষে রয়েছেন রাজনীতিবিদ ও আইন প্রণেতারা। চলতি বছরের তালিকায় ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন ১ নম্বরে রয়েছেন। তারপরে আছেন ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্ড, মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস রয়েছেন তৃতীয় স্থানে।

এছাড়া ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি রয়েছেন চতুর্থ অবস্থানে। আর তালিকার পঞ্চম স্থানে রয়েছেন টেইলর সুইফট।

এদিকে বিশ্বের প্রভাবশালী ১০০ নারীর তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রয়েছেন ৪৬তম স্থানে। গত বছর এই তালিকায় শেখ হাসিনার অবস্থান ছিল ৪২তম-তে। এর আগে ২০২১ সালে বিশ্বের প্রভাবশালী ১০০ নারীর তালিকায় ৪৩তম স্থানে ছিলেন শেখ হাসিনা। আর ২০২০ সালে তালিকার ৩৯তম স্থানে ছিলেন তিনি।

শেখ হাসিনা সম্পর্কে ফোর্বস লিখেছে, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ মেয়াদে প্রধানমন্ত্রী থাকা শেখ হাসিনা ওয়াজেদ বর্তমানে তার চতুর্থ মেয়াদে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি বিশ্বের সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় থাকা নারী সরকার প্রধান। টানা তৃতীয় মেয়াদে বাংলাদেশে ক্ষমতায় রয়েছেন শেখ হাসিনা। ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচনে সংসদের ৩০০ আসনের মধ্যে ২৮৮টিতে জয় পায় তার দল বাংলাদেশ আওয়ামী লীগ।

সাময়িকীটি বলছে, অবশ্য বিরোধী দল থেকে পদত্যাগের জন্য ক্রমবর্ধমান আহ্বান সত্ত্বেও ৫ম মেয়াদে নির্বাচিত হওয়ার জন্য ২০২৪ সালের জানুয়ারির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন শেখ হাসিনা। এছাড়া তার বিরুদ্ধে ভোটারদের দমনেরও অভিযোগ রয়েছে। অবশ্য তিনি এসব অভিযোগ অস্বীকার করেছেন।

উল্লেখ্য, ২০০৪ সাল থেকে প্রতিবছর বিশ্বের প্রভাবশালী নারীদের তালিকা প্রকাশ করে আসছে ফোর্বস।

সর্বশেষ শিরোনাম

পৃথক তিন মামলায় জামিন পেলেন ট্রান্সকম গ্রুপের পাঁচ কর্মকর্তা Fri, Feb 23 2024

রমজানে প্রয়োজনীয় জিনিসপত্রের কোনো ঘাটতি থাকবে না : প্রধানমন্ত্রী Fri, Feb 23 2024

বাংলাদেশ যুদ্ধের বিরুদ্ধে কিন্তু সার্বভৌমত্ব রক্ষা করতে প্রতিরক্ষা শক্তিশালী করবে : প্রধানমন্ত্রী Thu, Feb 22 2024

শিক্ষার মূল মাধ্যম হিসেবে মাতৃভাষাকে গুরুত্বারোপ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা Thu, Feb 22 2024

সরকারের লক্ষ্য বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করা : পররাষ্ট্রমন্ত্রী Wed, Feb 21 2024

সাম্প্রদায়িকতাকে সমূলে উৎপাটনের আহ্বান জানিয়েছেন কাদের Wed, Feb 21 2024

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা Wed, Feb 21 2024

লিটারে ১০ টাকা দাম কমছে সয়াবিন তেলের Tue, Feb 20 2024

বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে সরকার বাধা দেবে না : কাদের Tue, Feb 20 2024

২১ গুণীজনকে একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা Tue, Feb 20 2024