Bangladesh

জেল থেকে জামিনে বেরিয়ে ফের ছিনতাই, হিমশিম খাচ্ছে পুলিশ ঢাকা
ছবি: উইকিমিডিয়া কমন্স/Wasiul Bahar প্রতীকী ছবি

জেল থেকে জামিনে বেরিয়ে ফের ছিনতাই, হিমশিম খাচ্ছে পুলিশ

Bangladesh Live News | @banglalivenews | 21 Jul 2023, 03:02 pm

ঢাকা, ২১ জুলাই ২০২৩ : স্বাভাবিক সময়ই ঢাকা শহরে ছিনতাইকারীদের দৌরাত্ম্যে অতিষ্ঠ থাকেন রাজধানীবাসী। এর ওপর ঈদের ছুটির চারদিনে ঢাকার সড়ক ছিল তুলনামূলক নির্জন। ফাঁকা ঢাকায় রাতে আরও বেপরোয়া হয়ে ওঠে ছিনতাইকারীরা। এছাড়া ছুটি শেষে ঢাকায় ফেরা মানুষকেও টার্গেট করে তারা। ছিনতাইকারীদের ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহতের পর নড়েচড়ে বসে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। নগরকে ছিনতাইকারীমুক্ত করতে শুরু করে সাঁড়াশি অভিযান।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, বিশেষ অভিযানের জন্য ৫০টি থানায় বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। থানাগুলোতে গঠন করা হয়েছে ছিনতাই প্রতিরোধী বিশেষ টিম। অনেক থানায় আবার কুইক রেসপন্স টিমকে ছিনতাইবিরোধী অভিযানে যুক্ত করা হয়েছে। অতীতে যারা ছিনতাইয়ে জড়িয়েছে, তাদের তালিকা ধরে চলছে অনুসন্ধান। বাড়ানো হয়েছে টহল ডিউটি।

খোদ ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক ঈদের দুদিন আগে রাজধানীর মহাখালী বাস টার্মিনালে ঘরমুখো মানুষের ঈদযাত্রা পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান, এসব অপরাধী যেন জামিন না পায়, ঈদের সময় ফাঁকা ঢাকা নিরাপদ রাখতে সে ব্যাপারে চেষ্টা করা হবে। এরই মধ্যে ঈদের পর গত ১৪ দিনে রাজধানী ঢাকায় ৬৭৯ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় ৩০৮টি মামলা করা হয়।

অনুসন্ধানে উঠে এসেছে, রাত গভীর হলে যানবাহন ও মানুষের সমাগম কমে গেলে ছিনতাইকারীরা বেপরোয়া হয়ে পড়ে। তখন বেশ কিছু এলাকায় রিকশা ও হেঁটে চলাচলকারীদের জন্য এটি বিপদের কারণ হয়ে দাঁড়ায়। দেশীয় অস্ত্রধারী ও দলবদ্ধ এসব ছিনতাইকারীর সঙ্গে প্রতিবাদ করাও কঠিন। একটু বলপ্রয়োগ করতে গেলে প্রাণে মেরে ফেলার ভয় থাকে। ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রায়ই হতাহতের ঘটনা ঘটছে। বাস কিংবা ব্যক্তিগত গাড়ি থেকে ওত পেতে মোবাইল টান দিয়েও দৌড়ে পালাচ্ছে ছিনতাইকারীরা।

ঈদের ছুটি শেষে গ্রামের বাড়ি শেরপুর থেকে ট্রেনে তেজগাঁও রেলস্টেশনে ফেরেন পুলিশ কনস্টেবল মনিরুজ্জামান তালুকদার (৪০)। গত ১ জুলাই ভোরে পায়ে হেঁটে ফার্মগেটের সেজান পয়েন্টের সামনে যাওয়া মাত্রই একদল ছিনতাইকারী মনিরুজ্জামানকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। হত্যার পর তার কাছে থাকা মালামাল ছিনিয়ে নেয়। এ ঘটনায় সেদিন রাতেই চারজনকে গ্রেফতার করা হলে তাদের একজন হত্যার কথা স্বীকার করে। ছিনতাইয়ের সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু ও ছিনতাই করা মোবাইল ফোনটি পরে উদ্ধার করে পুলিশ।

সর্বশেষ শিরোনাম

পবিত্র শবে কদর আজ Sat, Apr 06 2024

অচিরেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত হবে: কাদের Sat, Apr 06 2024

টাকা লুট আর সক্ষমতা জানান দিতেই কেএনএফের হামলা: র‌্যাব Sat, Apr 06 2024

পরিবারের কাছে ফিরেছেন সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজার Sat, Apr 06 2024

উত্তপ্ত বান্দরবান, পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী Fri, Apr 05 2024

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার Fri, Apr 05 2024

জনপ্রতিনিধিদের জনগণের সেবা করার মাধ্যমে ভবিষ্যত ভোট নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর Fri, Apr 05 2024

বান্দরবানে চলছে যৌথবাহিনীর অভিযান Fri, Apr 05 2024

তারেক রহমান নেতৃত্বে থাকলে বিএনপি এগুতে পারবে না: ওবায়দুল কাদের Fri, Apr 05 2024

মেট্রোরেলে ১ জুলাই থেকে ভ্যাট কার্যকর Thu, Apr 04 2024