Bangladesh

সংসদ নির্বাচন ব্যালটে করার প্রস্তুতি নিতে হবে : ইসি রাশেদা নির্বাচন কমিশন
ছবি: সংগৃহিত নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা

সংসদ নির্বাচন ব্যালটে করার প্রস্তুতি নিতে হবে : ইসি রাশেদা

Bangladesh Live News | @banglalivenews | 09 Jan 2023, 11:12 am

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ৯ জানুয়ারি ২০২৩ : নির্বাচন কমিশনার (ইসি) বেগম রাশেদা সুলতানা বলেছেন, মধ্য জানুয়ারিতে ইভিএমের নতুন প্রকল্প পাস না হলে জাতীয় সংসদ নির্বাচন ব্যালট পেপারে করার প্রস্তুতি নিতে হবে।

রোববার (৮ জানুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এ মন্তব্য করেন।

রাশেদা সুলতানা বলেন, প্রকল্পটি খুব একটা এগিয়েছে বলে মনে হয় না। এ প্রকল্পের অর্থপ্রাপ্তি সাপেক্ষে সর্বাধিক ১৫০ আসনে ইভিএম ব্যবহার করব বলে আমরা বলেছিলাম। এটি পাস না হলে আমাদের কাছে বর্তমানে যা আছে তা দিয়েই ভোটগ্রহণের আয়োজন করব।

তিনি বলেন, এ বিষয়ে নীতিনির্ধারকদের (মন্ত্রণালয়/সরকার) সঙ্গে কোনো কথা হয়নি। কথা বলার রীতিও নেই। ইসি হয়তো সচিবালয়ের সঙ্গে কথা বলবে। আমাদের সক্ষমতা যা আছে তা দিয়েই করব। আমার জানা মতে, ৭০ থেকে ৮০টি আসনে ইভিএম ব্যবহার করার সক্ষমতা আছে। বর্তমানে কী অবস্থায় আছে তা জানি না।

উল্লেখ্য, ১৫০ আসনে ইভিএম ব্যবহারের লক্ষ্যে সরকারের কাছে ৮ হাজার ৭১১ কোটি ৪৪ লাখ টাকার একটি প্রকল্পের প্রস্তাব পাঠিয়েছে নির্বাচন কমিশন। সেই প্রস্তাব এখনো পাস হয়নি।

এদিকে বিশেষজ্ঞদের মতে নির্বাচন কমিশন অথবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বা অন্য যেখানেই এনআইডি থাকুক না কেন ইভিএম ব্যবহারে কোনও ঝামেলা হওয়ার কথা নয়। এনআইডির ডাটাগুলো অন্য কোথাও থাকলেও টেকনিক্যাল পয়েন্টে কোনও ঝামেলা হবে না  বলে তারা মত প্রখাশ করেন।

‘এনআইডি ইসি থেকে চলে গেলে ভোটদানে কোনও ঝামেলা হবে কি না’ -এ বিষয়ে রোববার (০৮ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে ইসির সম্মেলন কক্ষে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে নির্বাচন কমিশন (ইসি)। আলোচনায় নির্বাচন কমিশনাররা ছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষাবিদ ড. মুহাম্মদ জাফর ইকবাল, অধ্যাপক হায়দার, ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম, অধ্যাপক কায়কোবাদ প্রমুখ।

সর্বশেষ শিরোনাম

জাপার সঙ্গে বৈঠকে আসন ভাগাভাগি নিয়ে আলোচনা হয়নি : কাদের Thu, Dec 07 2023

টাইপিংয়ে ভুল, সংসদে পাস হওয়া শ্রম আইন ফেরত পাঠালেন রাষ্ট্রপতি Thu, Dec 07 2023

হরতাল-অবরোধে ককটেলের ব্যবহার বেড়েছে: হাতেনাতে গ্রেফতার ৩৪ Thu, Dec 07 2023

গোপালগঞ্জে দুদিন থাকবেন শেখ হাসিনা Thu, Dec 07 2023

এককভাবে লাঙ্গল নিয়ে নৌকার সঙ্গে যুদ্ধে নেমেছি: জাপা মহাসচিব Thu, Dec 07 2023

দলীয় নেতাকর্মীদের নৌকার বাইরে কাজ করার সুযোগ নেই Thu, Dec 07 2023

সারাদেশে বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র করছে বিএনপি: কাদের Thu, Dec 07 2023

বিশ্বের ১০০ প্রভাবশালী নারীর তালিকায় শেখ হাসিনা Thu, Dec 07 2023

শাহজাহান ওমরের সমর্থনে ঝালকাঠিতে বিএনপির ৪৫ নেতাকর্মীর পদত্যাগ Wed, Dec 06 2023

বাংলাদেশ সীমান্তে ঢুকে নারীকে মারধরের অভিযোগ বিএসএফের বিরুদ্ধে Wed, Dec 06 2023