Bangladesh

সংসদ নির্বাচন ব্যালটে করার প্রস্তুতি নিতে হবে : ইসি রাশেদা নির্বাচন কমিশন
ছবি: সংগৃহিত নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা

সংসদ নির্বাচন ব্যালটে করার প্রস্তুতি নিতে হবে : ইসি রাশেদা

Bangladesh Live News | @banglalivenews | 09 Jan 2023, 11:12 am

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ৯ জানুয়ারি ২০২৩ : নির্বাচন কমিশনার (ইসি) বেগম রাশেদা সুলতানা বলেছেন, মধ্য জানুয়ারিতে ইভিএমের নতুন প্রকল্প পাস না হলে জাতীয় সংসদ নির্বাচন ব্যালট পেপারে করার প্রস্তুতি নিতে হবে।

রোববার (৮ জানুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এ মন্তব্য করেন।

রাশেদা সুলতানা বলেন, প্রকল্পটি খুব একটা এগিয়েছে বলে মনে হয় না। এ প্রকল্পের অর্থপ্রাপ্তি সাপেক্ষে সর্বাধিক ১৫০ আসনে ইভিএম ব্যবহার করব বলে আমরা বলেছিলাম। এটি পাস না হলে আমাদের কাছে বর্তমানে যা আছে তা দিয়েই ভোটগ্রহণের আয়োজন করব।

তিনি বলেন, এ বিষয়ে নীতিনির্ধারকদের (মন্ত্রণালয়/সরকার) সঙ্গে কোনো কথা হয়নি। কথা বলার রীতিও নেই। ইসি হয়তো সচিবালয়ের সঙ্গে কথা বলবে। আমাদের সক্ষমতা যা আছে তা দিয়েই করব। আমার জানা মতে, ৭০ থেকে ৮০টি আসনে ইভিএম ব্যবহার করার সক্ষমতা আছে। বর্তমানে কী অবস্থায় আছে তা জানি না।

উল্লেখ্য, ১৫০ আসনে ইভিএম ব্যবহারের লক্ষ্যে সরকারের কাছে ৮ হাজার ৭১১ কোটি ৪৪ লাখ টাকার একটি প্রকল্পের প্রস্তাব পাঠিয়েছে নির্বাচন কমিশন। সেই প্রস্তাব এখনো পাস হয়নি।

এদিকে বিশেষজ্ঞদের মতে নির্বাচন কমিশন অথবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বা অন্য যেখানেই এনআইডি থাকুক না কেন ইভিএম ব্যবহারে কোনও ঝামেলা হওয়ার কথা নয়। এনআইডির ডাটাগুলো অন্য কোথাও থাকলেও টেকনিক্যাল পয়েন্টে কোনও ঝামেলা হবে না  বলে তারা মত প্রখাশ করেন।

‘এনআইডি ইসি থেকে চলে গেলে ভোটদানে কোনও ঝামেলা হবে কি না’ -এ বিষয়ে রোববার (০৮ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে ইসির সম্মেলন কক্ষে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে নির্বাচন কমিশন (ইসি)। আলোচনায় নির্বাচন কমিশনাররা ছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষাবিদ ড. মুহাম্মদ জাফর ইকবাল, অধ্যাপক হায়দার, ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম, অধ্যাপক কায়কোবাদ প্রমুখ।

সর্বশেষ শিরোনাম

পবিত্র শবে কদর আজ Sat, Apr 06 2024

অচিরেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত হবে: কাদের Sat, Apr 06 2024

টাকা লুট আর সক্ষমতা জানান দিতেই কেএনএফের হামলা: র‌্যাব Sat, Apr 06 2024

পরিবারের কাছে ফিরেছেন সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজার Sat, Apr 06 2024

উত্তপ্ত বান্দরবান, পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী Fri, Apr 05 2024

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার Fri, Apr 05 2024

জনপ্রতিনিধিদের জনগণের সেবা করার মাধ্যমে ভবিষ্যত ভোট নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর Fri, Apr 05 2024

বান্দরবানে চলছে যৌথবাহিনীর অভিযান Fri, Apr 05 2024

তারেক রহমান নেতৃত্বে থাকলে বিএনপি এগুতে পারবে না: ওবায়দুল কাদের Fri, Apr 05 2024

মেট্রোরেলে ১ জুলাই থেকে ভ্যাট কার্যকর Thu, Apr 04 2024