Bangladesh

নির্ধারিত সময়ে রাষ্ট্রপতি নির্বাচন, সংবিধান সংশোধনের কোনও পরিকল্পনা নেই : আইনমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ৫ জানুয়ারি ২০২৩ : নির্ধারিত সময়েই রাষ্ট্রপতি নির্বাচিত হবেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
বুধবার (৪ জানুয়ারি) রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে অধস্তন আদালতের বিচারকদের জন্য এক কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।
আইনমন্ত্রী বলেন, ‘এখন পর্যন্ত সংবিধান সংশোধনের বা পাল্টানোর কোনও পরিকল্পনা সরকারের নেই। তাই বলাযায়, নির্ধারিত সময়েই রাষ্ট্রপতি নির্বাচিত হবে। বর্তান রাষ্ট্রপতি দুই টার্ম থেকেছেন, সংবিধান অনুসারে তিনি আর থাকতে পারবেন না। তাই নতুন একজন নির্বাচিত হবেন।’
উল্লেখ্য, রাষ্ট্রপতি আব্দুল হামিদের মেয়াদ আগামী ৬ ফেব্রুয়ারি শেষ হচ্ছে। তার আগেই রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আওয়ামী লীগের সম্ভাব্য রাষ্ট্রপতি প্রার্থী হচ্ছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তাকে প্রার্থী করা হলে তিনিও রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদের মত বিনা প্রতদ্বন্দিতায় নির্বাচিত হবেন বলে আশা করা হচ্ছে।
বিএনপির উচ্চপদস্থ নেতাদের জামিনের প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘আদালতের কাজে আইন মন্ত্রণালয় তো নয়ই, কোনও মন্ত্রণালয়ও হস্তক্ষেপ করছে না। আদালত যদি মনে করেন তাহলে জামিন দেবেন। আদালত যদি মনে করেন দেওয়া যাবে না, দেননি।’
মন্ত্রী আরও বলেন, ‘এটা অহরহ হয়ে থাকে যে নিম্ন আদালত জামিন দেননি, উচ্চ আদালত জামিন দিয়েছেন। আবার এমনও হয়, নিম্ন আদালত জামিন দিয়েছেন, উচ্চ আদালত তা আটকে দিয়েছেন। এটা নতুন কিছু না বাংলাদেশে। এটা নিয়ে যারা প্রশ্ন তুলেছেন, তারা হয়তো জাতীয় পার্টি-বিএনপির আমল দেখেননি বা দেখলেও সেট তারা বলতে চাচ্ছেন না।’