Bangladesh

ডিজেল, পেট্রল, কেরোসিন, অকটেনের দাম এক ধাক্কায় ৪২ থেকে ৫২ শতাংশ বৃদ্ধি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি
ফাইল ছবি/উন্সপ্লাশ/Engin Akyurt প্রতীকী ছবি

ডিজেল, পেট্রল, কেরোসিন, অকটেনের দাম এক ধাক্কায় ৪২ থেকে ৫২ শতাংশ বৃদ্ধি

Bangladesh Live News | @banglalivenews | 06 Aug 2022, 03:51 am

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ৬ আগস্ট ২০২২: করোনা মহামারী এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সব নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আগে থেকেই চড়ে ছিল, এবার মধ্যবিত্ত এবং নিম্নবিত্তের মানুষের জীবন আরোও কঠিন করে দিয়ে পেট্রল, ডিজেলসহ সমস্ত জ্বালানি তেলের দাম রাতারাতি ৪২ থেকে ৫২ শতাংশ বাড়িয়ে দেওয়া হয়েছে।

জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপন অনুযায়ী, ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ৩৪ টাকা, অকটেনের দাম লিটারে ৪৬ টাকা আর পেট্রলের দাম লিটারে ৪৪ টাকা বাড়ানো হয়েছে।

ডিজেল ও কেরোসিনের দাম লিটার প্রতি ৮০ টাকা থেকে বাড়িয়ে ১১৪ টাকা করা হয়েছে। এই বৃদ্ধির হার ৪২.৫ শতাংশ।

অপরদিকে, পেট্রল এর দাম ৫১.১৬ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি লিটারের দাম হয়েছে ১৩০ টাকা, যা এতদিন ছিল ৮৬ টাকা।

অকটেনের দাম লিটার প্রতি ৮৯ টাকা থেকে ৪৬ টাকা বেড়ে হয়েছে ১৩৫ টাকা, যা ৫১.৬৮ শতাংশ বৃদ্ধি।

আজ রাত ১২টার পর থেকে সমগ্র বাংলাদেশে এই নতুন দর কার্যকর হয়েছে।

রাত ১০টার পর জ্বালানি তেলের দাম বাড়ার খবর প্রচারিত হতেই রাজধানীর পেট্রল পাম্পগুলিতে গাড়ি ও বাইকের লম্বা লাইন দেখতে পাওয়া যায় যা মধ্যরাত পর্যন্ত ছিল।

‘নজীরবিহীন হারে’ এই জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব পড়বে জীবনের নানা ক্ষেত্রে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ ইঙ্গিত দিয়েছেন, শুধু জ্বালানি তেল নয়, বিদ্যুৎ আর গ্যাসের দামও বাড়বে।

প্রতিমন্ত্রী বলেছেন, “বিদ্যুতের প্রাইসের অ্যাডজাস্টমেন্টের ব্যাপারে আমরা অপেক্ষায় আছি। গ্যাসের ব্যাপারে আমরা আরেকটা অ্যাডজাস্টমেন্টে যেতে চাচ্ছি।”

ডিজেল ও কেরোসিনের দাম শেষবার বাড়ানো হয়েছিল ২০২১ সালের ৩ নভেম্বর। সেবার ডিজেল ও কেরোসিনের দাম লিটার প্রতি ৬৫ টাকা থেকে ২৩ শতাংশ বাড়িয়ে করা হয়েছিল ৮০ টাকা।

অকটেন আর পেট্রোলের দাম সর্বশেষ বাড়ানো হয়েছিল ছয় বছর আগে, ২০১৬ সালের ২৪ এপ্রিল।

সর্বশেষ শিরোনাম

পবিত্র শবে কদর আজ Sat, Apr 06 2024

অচিরেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত হবে: কাদের Sat, Apr 06 2024

টাকা লুট আর সক্ষমতা জানান দিতেই কেএনএফের হামলা: র‌্যাব Sat, Apr 06 2024

পরিবারের কাছে ফিরেছেন সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজার Sat, Apr 06 2024

উত্তপ্ত বান্দরবান, পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী Fri, Apr 05 2024

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার Fri, Apr 05 2024

জনপ্রতিনিধিদের জনগণের সেবা করার মাধ্যমে ভবিষ্যত ভোট নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর Fri, Apr 05 2024

বান্দরবানে চলছে যৌথবাহিনীর অভিযান Fri, Apr 05 2024

তারেক রহমান নেতৃত্বে থাকলে বিএনপি এগুতে পারবে না: ওবায়দুল কাদের Fri, Apr 05 2024

মেট্রোরেলে ১ জুলাই থেকে ভ্যাট কার্যকর Thu, Apr 04 2024