Bangladesh

শীতে করোনা বাড়ার শঙ্কায় সতর্ক হতে বললেন প্রধানমন্ত্রী করোনাভাইরাস
পিআইডি প্রধানমন্ত্রী শেখ হাসিনা

শীতে করোনা বাড়ার শঙ্কায় সতর্ক হতে বললেন প্রধানমন্ত্রী

Bangladesh Live News | @banglalivenews | 29 Oct 2021, 09:24 am

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ২৯ অক্টোবর ২০২১: আগামী শীতে করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাব বাড়ার শঙ্কা প্রকাশ করে দেশবাসীকে সতর্ক থাকতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) প্রধানমন্ত্রী তার ত্রাণ ভাণ্ডারে কম্বল গ্রহণ অনুষ্ঠানে এ আহ্বান জানান। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘দেখা যাচ্ছে যখনই শীতকাল আসছে পৃথিবীর সব দেশে আবার করোনাভাইরাস দেখা দিচ্ছে। এমনকি যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড বা ইউরোপের বিভিন্ন দেশে ইতোমধ্যে এর প্রাদুর্ভাব কিছুটা দেখা যাচ্ছে, বাড়ছে।’

তিনি বলেন, ‘এখন দেখা যাচ্ছে করোনা নেই, সবার মধ্যে একটু আয়েশী ভাব এসে গেছে। এখন সময় এসেছে আবার সতর্কতা অবলম্বন করার। আর সতর্কতা অবলম্বন করতে পারলে ইনশাল্লাহ এই প্রাদুর্ভাব আমাদের বাংলাদেশকে আক্রান্ত করতে পারবে না। শীতকাল এলে একটু ঠাণ্ডা লাগলে সর্দি-কাশি হয়। আর সর্দি-কাশিটা হলেই করোনাভাইরাসের ব্যাপারে সতর্ক থাকতে হবে।’

সরকারপ্রধান বলেন, 'সমগ্র বাংলাদেশের মানুষকে এ ব্যাপারে সতর্ক থাকার জন্য আহ্বান জানাচ্ছি। যেন আবার এই করোনার প্রাদুর্ভাব না দেখা দেয়। সবাইকে সাবধানে থাকতে হবে।'

সবাইকে মাস্ক পরার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘মাস্কটা অবশ্যই পরে থাকতে হবে। এই মাস্কটা পরে থাকলে পরে কেউ যদি সংক্রমিত হয়ে কথা বলতে আসে আপনি নিজে সংক্রমিত হবেন না।'

প্রতিষেধক টিকা নেওয়া ব্যক্তিরাও অন্যকে করোনা সংক্রমিত করতে পারেন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘ভ্যাকসিন যারা নিয়েছে, যদি তাদের কারও করোনা হয়, সে কিন্তু করোনাটা ছড়াতে পারে। নিজে হয়তো অত বুঝবে না, কিন্তু দেখা যাচ্ছে সে অন্যকে সংক্রমিত করছে। এ বিষয়ে আমার মনে হয় দেশবাসীকে এখন থেকে আরও সতর্ক হওয়া উচিত। এ বিষয়ে আরও প্রচার আমাদের দরকার, মানুষকে সতর্ক করা দরকার।’

শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সবাইকে আমলকি, আমড়া, লেবু, কমলা, জাম্বুরা, টমেটোসহ ভিটামিন সি-যুক্ত শাক-সবজি বেশি খাওয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী।

সর্বশেষ শিরোনাম

পবিত্র শবে কদর আজ Sat, Apr 06 2024

অচিরেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত হবে: কাদের Sat, Apr 06 2024

টাকা লুট আর সক্ষমতা জানান দিতেই কেএনএফের হামলা: র‌্যাব Sat, Apr 06 2024

পরিবারের কাছে ফিরেছেন সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজার Sat, Apr 06 2024

উত্তপ্ত বান্দরবান, পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী Fri, Apr 05 2024

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার Fri, Apr 05 2024

জনপ্রতিনিধিদের জনগণের সেবা করার মাধ্যমে ভবিষ্যত ভোট নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর Fri, Apr 05 2024

বান্দরবানে চলছে যৌথবাহিনীর অভিযান Fri, Apr 05 2024

তারেক রহমান নেতৃত্বে থাকলে বিএনপি এগুতে পারবে না: ওবায়দুল কাদের Fri, Apr 05 2024

মেট্রোরেলে ১ জুলাই থেকে ভ্যাট কার্যকর Thu, Apr 04 2024