Bangladesh

প্রধানমন্ত্রীকে স্বাগত জানায় ২২০ নৌকা পায়রা বিদ্যুৎকেন্দ্র
পিআইডি পটুয়াখালীর রাবনাবাদ নদীতে রঙ-বেরঙয়ের ২২০টি নৌকা প্রধানমন্ত্রীকে স্বাগত জানায়

প্রধানমন্ত্রীকে স্বাগত জানায় ২২০ নৌকা

Bangladesh Live News | @banglalivenews | 21 Mar 2022, 10:18 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ২১ মার্চ ২০২২: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার রাবনাবাদ নদীতে রঙ-বেরঙয়ের ২২০টি নৌকা স্বাগত জানিয়েছে প্রধানমন্ত্রীকে। সোমবার (২১ মার্চ) বেলা ১০.৪২ মিনিটে পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎকেন্দ্রে পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানানো হয়। পরে ১১.১৫ মিনিটে পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের জেটি সংলগ্ন রাবনাবাদ নদীতে শুরু হয় নৌকা প্রদর্শনী।

এ সময় নৌকা প্রদর্শনীর মাধ্যমে ফুটিয়ে তোলা হয় উপকূলের মানুষের জীবনাচার। নৌকায় গান পরিবেশনসহ বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও শ্লোগানে মুখরিত হয় রাবনাবাদ নদী এলাকা। এ সময় প্রধানমন্ত্রী হাত নাড়িয়ে নৌকায় থাকা জেলেদের শুভেচ্ছা জানান। এ ছাড়া প্রধানমন্ত্রীকে তার মোবাইল থেকে নৌকা প্রদর্শনীর দৃশ্য ধারণ করতে দেখা যায়।

এর আগে সকালে নৌকাগুলো রাবনাবাদ নদীর মোহনায় সারিবদ্ধভাবে রাখা হয়। এর মধ্যে ১শ নৌকা ছিল পালতোলা, ১শ নৌকায় ছিল প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত ব্যানার-ফেস্টুন এবং বাকি ২০টি নৌকায় ছিল নিরাপত্তাকর্মীরা। প্রতিটি নৌকায় রঙ-বেরঙয়ের পোশাকে ৪জন করে মোট ৮৮০ জন জেলে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

এরপর ১ হাজার ৩২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র উদ্বোধনের পাশাপাশি দেশের প্রতিটি ঘরে ঘরে শতভাগ বিদ্যুতায়ন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ২০১৬ সালে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের ভিত্তি প্রস্থর উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী।

সর্বশেষ শিরোনাম

পবিত্র শবে কদর আজ Sat, Apr 06 2024

অচিরেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত হবে: কাদের Sat, Apr 06 2024

টাকা লুট আর সক্ষমতা জানান দিতেই কেএনএফের হামলা: র‌্যাব Sat, Apr 06 2024

পরিবারের কাছে ফিরেছেন সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজার Sat, Apr 06 2024

উত্তপ্ত বান্দরবান, পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী Fri, Apr 05 2024

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার Fri, Apr 05 2024

জনপ্রতিনিধিদের জনগণের সেবা করার মাধ্যমে ভবিষ্যত ভোট নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর Fri, Apr 05 2024

বান্দরবানে চলছে যৌথবাহিনীর অভিযান Fri, Apr 05 2024

তারেক রহমান নেতৃত্বে থাকলে বিএনপি এগুতে পারবে না: ওবায়দুল কাদের Fri, Apr 05 2024

মেট্রোরেলে ১ জুলাই থেকে ভ্যাট কার্যকর Thu, Apr 04 2024