Bangladesh

পূর্ব তুর্কিস্তানের স্বাধীনতা দিবসে চীনের নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে চীনের বিরুদ্ধে প্রতিবাদ
ছবি: সংগৃহিত

পূর্ব তুর্কিস্তানের স্বাধীনতা দিবসে চীনের নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে

Bangladesh Live News | @banglalivenews | 12 Nov 2022, 08:03 pm

ঢাকা: সংখ্যালঘু ইস্যু, উইঘুর মুসলমানদের নিপীড়ন এবং পূর্ব তুর্কিস্তানের অবৈধ দখল নিয়ে চীন দ্বিচারিতা বজায় রেখেছে। পূর্ব তুর্কিস্তানের অবৈধ দখলের ফলে উইঘুর/পূর্ব তুর্কিস্তানের জনগণ গণহত্যার সম্মুখীন হচ্ছে। পূর্ব তুর্কিস্তানের স্বাধীনতা পুনরুদ্ধার করা উইঘুর গণহত্যা বন্ধ করার একমাত্র উপায়।

পূর্ব তুর্কিস্তান/উইঘুর মুসলমানদের জন্য সমর্থন প্রসারিত করতে এবং চীনের অমানবিক কার্যকলাপের জন্য নিন্দা জানাতে, বাংলাদেশের জনগণ (১২ নভেম্বর, পূর্ব তুর্কিস্তান স্বাধীনতা দিবস) দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ বিক্ষোভের আয়োজন করে।

নারায়ণগঞ্জ: নিরীহ উইঘুর মুসলমানদের ভূমি পূর্ব তুর্কিস্তান অবৈধভাবে দখলের জন্য চীনের নিন্দা জানিয়েছে জাগ্রত মুসলিম জনতা।

ব্যানার এবং প্ল্যাকার্ড বহনকারী বিক্ষোভকারীরা উইঘুর মুসলিমদের সমর্থনে একটি মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।

তারা চীনের অমানবিক কর্মকাণ্ড, উইঘুর সংখ্যালঘুদের সাথে দুর্ব্যবহার এবং পূর্ব তুর্কিস্তানের অব্যাহত দখলের জন্য সমালোচনা করেছে। বিক্ষোভকারীরা বাংলাদেশের জনগণকে উইঘুর মুসলমানদের সমর্থন করার জন্য এবং চীনের অবৈধ কার্যকলাপের জন্য নিন্দা করার আহ্বান জানিয়েছে।

গাজীপুর: চীন কর্তৃক পূর্ব তুর্কিস্তান অবৈধ দখলের নিন্দা ও উইঘুর মুসলমানদের ন্যায্য দাবির প্রতি সমর্থন জানিয়ে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করেছে সঞ্চেতন নাগরিক সমাজ।

বিক্ষোভকারীরা অংশগ্রহণকারীদের উইঘুর ইস্যু এবং চীন কর্তৃক গৃহীত দ্বিগুণ মান নিয়ে বাংলাদেশের জনগণের মধ্যে সচেতনতা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

ঢাকা: ১২ নভেম্বর, পূর্ব তুর্কিস্তান দিবস, মুক্তিযোদ্ধা মঞ্চ, দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত, জাতীয় জাদুঘরের সামনে, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে, চীনা আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ ও মানববন্ধনের আয়োজন করে।

প্রায় ৬০০ জন অংশগ্রহণকারী উইঘুর মুসলমানদের উপর চীনা হত্যা ও নিপীড়ন, তাদের ধর্মীয় নিপীড়ন, জোরপূর্বক শ্রমের বিরুদ্ধে ব্যানার এবং পোস্টার নিয়ে প্রতিবাদ জানায় এবং চীনের জেল থেকে নারীসহ 1 মিলিয়ন উইঘুরদের মুক্তির দাবি জানায়।

বিক্ষোভকারীরা বাংলাদেশে চীনা সম্প্রসারণবাদী মনোভাব সম্পর্কে জনসাধারণকে ব্যাখ্যা করেছেন, বিশেষ করে চীনা প্রকল্পের বিলম্ব ও ব্যয় বৃদ্ধি (যেমন ঢাকা-কুড়িগ্রাম ৬ লেন মহাসড়ক এবং ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ট্রান্সমিশন লাইন সম্প্রসারণ), কোনো বিদেশী দক্ষ প্রযুক্তিবিদ নিয়োগ না করা। এসব প্রকল্প, এসব প্রকল্পে নিয়োজিত শ্রমিকদের নিরাপত্তা সতর্কতা অবহেলা এবং বাংলাদেশকে শ্রীলঙ্কার মতো ঋণের ফাঁদে ঠেলে দিচ্ছে। প্রায় ১,০০০ দর্শক অনুষ্ঠানটি পর্যবেক্ষণ করেন।

এছাড়াও, বিবিএসএস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন পূর্ব তুর্কিস্তানের স্বাধীনতার দাবির সমর্থনে একটি সাইকেল শোভাযাত্রার আয়োজন করে। বিক্ষোভে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, সাংবাদিক, রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেন।

সাইকেল র‌্যালিটি হাতিরঝিল থেকে শুরু হয়ে গুলশান-২ হয়ে ইউনাইটেড হাসপাতালে শেষ হয়। এতে নেতৃত্ব দেন বিবিএসএস-এর সাধারণ সম্পাদক তৌফিক আহমেদ তাফসির। অনুষ্ঠানে সাংবাদিক, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তৃতাকালে তৌফিক আহমেদ বলেন, পূর্ব তুর্কিস্তান কখনই চীনের অংশ ছিল না এবং সংখ্যালঘুদের বিরুদ্ধে চীনা কর্মকাণ্ড ও নৃশংসতার নিন্দা জানান।

চট্টগ্রাম: সচেতন নাগরিক সমাজ, নাগরিক ঐক্য ও আল-ইত্তেহাদ ইসলামিক অর্গানাইজেশন বাংলাদেশী চট্টগ্রামে মোটরসাইকেল শোভাযাত্রা বের করেছে।

বিকাল ৪টায় র‌্যালিটি চট্টগ্রাম নগরীর নিউমার্কেট এলাকা থেকে শুরু হয়ে রাইফেল ক্লাব, তুলসীধাম, বৌদ্ধ মন্দির, চেরাগী পাহাড়সহ নগরীর বিভিন্ন স্থান প্রদক্ষিণ শেষে চট্টগ্রাম প্রেসক্লাবে এসে শেষ হয়। উইঘুর মুসলিমদের উপর নৃশংসতা, চীন কর্তৃক মানবাধিকার লঙ্ঘন ইত্যাদি তুলে ধরে টি-শার্ট এবং প্ল্যাকার্ড পরা প্রায় ১৫০ জন বিক্ষোভকারী এই অনুষ্ঠানে অংশ নেন।

সর্বশেষ শিরোনাম

পবিত্র শবে কদর আজ Sat, Apr 06 2024

অচিরেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত হবে: কাদের Sat, Apr 06 2024

টাকা লুট আর সক্ষমতা জানান দিতেই কেএনএফের হামলা: র‌্যাব Sat, Apr 06 2024

পরিবারের কাছে ফিরেছেন সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজার Sat, Apr 06 2024

উত্তপ্ত বান্দরবান, পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী Fri, Apr 05 2024

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার Fri, Apr 05 2024

জনপ্রতিনিধিদের জনগণের সেবা করার মাধ্যমে ভবিষ্যত ভোট নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর Fri, Apr 05 2024

বান্দরবানে চলছে যৌথবাহিনীর অভিযান Fri, Apr 05 2024

তারেক রহমান নেতৃত্বে থাকলে বিএনপি এগুতে পারবে না: ওবায়দুল কাদের Fri, Apr 05 2024

মেট্রোরেলে ১ জুলাই থেকে ভ্যাট কার্যকর Thu, Apr 04 2024