Bangladesh

এক ফেসবুক হ্যাকার গ্রেফতার

এক ফেসবুক হ্যাকার গ্রেফতার

| | 29 Jul 2015, 08:05 am
ঢাকা, জুলাই ২৯- পুলিশ বুধবার জানিয়েছেন যে ঢাকার মেরুল বাড্ডা এলাকা থেকে একজন ফেসবুক হ্যাকারকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম-মাহমুদুল হাসান (২০)।

 

"এ সময় তার হেফাজত হতে ০১ (এক) টি পার্সোনাল কম্পিউটার ও ০১ টি মোবাইল সেট উদ্ধার করা হয়," একটি বিবৃতির মাধ্যমে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত জানায়, সে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চতুর্থ সেমিস্টারের ছাত্র।

 


নিজেকে তথ্য-প্রযুক্তি বিষয়ে অভিজ্ঞ বলে দাবী করে সে।

 


সে ফিশিং, কী-লগার প্রোগ্রাম এবং সোশ্যাল ইঞ্জিনিয়ারিং পদ্ধতির মাধ্যমে বিভিন্ন ফেসবুক একাউন্ট হ্যাক করে থাকে।

 


"সে একটি একাউন্ট হ্যাক করে তার ফ্রেন্ড লিস্টে থাকা ভুক্তভোগীর User Name বাছাই করে তার ফেসবুক একাউন্ট হ্যাক করে এবং ভূক্তভোগীর ব্যক্তিগত সকল তথ্য ও ছবি হস্তগত করে। পরে ভূক্তভোগীর নতুন ফেসবুক একাউন্ট-এর সাথে মাহামুদুল হাসানের পূর্বে হ্যাকডকৃত “কামাল আহম্মেদ” নামে আর একটি একাউন্ট হতে চ্যাট করে," জানায় পুলিশ।

 


"ফেসবুক চ্যাটের মাধ্যমে সে ভূক্তভোগীর একান্ত ব্যক্তিগত কিছু ছবি ভূক্তভোগীকে পাঠিয়ে তার সাথে অশালীন সম্পর্ক করার প্রস্তাব দেয়। প্রস্তাবে রাজি না হলে ঐ ছবি গুলো ফেসবুকসহ সোশ্যাল মিডিয়ায় আপলোড করার হুমকি দেয় এবং স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্কের অবনতি ঘটানোর চেষ্টা করে এবং উক্ত ফেসবুকের নিয়ন্ত্রণ তার হাতে নিয়ে নেয়। সে একটি একাউন্ট হ্যাক করে ঐ একাউন্টের ফ্রেন্ড লিস্টে থাকা মেয়েদের একাউন্ট হ্যাক করে থাকে। এক্ষেত্রে সে বিবাহিত এবং যার স্বামী বিদেশে থাকে এমন মেয়েদের একাউন্টই টার্গেট হিসাবে বেছে নেয়," জানায় পুলিশ।

 


সে আরও জানায় যে, এ পর্যন্ত প্রায় শতাধিক ব্যবহারকারীর ফেসবুক পাসওয়ার্ড হ্যাক করেছে। সকল তথ্যই তার ব্যক্তিগত কম্পিউটারে সংরক্ষিত আছে।

 


"উল্লেখ্য গত ২৯/০৫/২০১৫ তারিখ জনৈক ভূক্তভোগীর একটি ফেসবুক একাউন্ট হ্যাকড হলে ভূক্তভোগী তার একাউন্ট ব্যবহার করতে পারছিল না। ফলে ভূক্তভোগী নতুন আর একটি ফেসবুক একাউন্ট খোলেন। গত ২৯/০৬/১৫ তারিখ Kamal Ahamad নামের একটি একাউন্ট থেকে ভূক্তভোগীর নতুন একাউন্টে যৌন-নিপিড়নমূলক মেসেজ ও ছবি আসে। পরবর্তীতে ভূক্তভোগীর একান্ত ব্যক্তিগত তথ্য হ্যাককারীর দখলে রয়েছে জানিয়ে ভূক্তভোগীকে তার সাথে অশালীন সম্পর্ক করার প্রস্তাব দেয়। প্রস্তাবে রাজি না হলে তার একান্ত ব্যক্তিগত তথ্য ও ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করার হুমকি দেয়। এতে ভূক্তভোগীর স্বামী গত ০১/০৭/১৫ তারিখ যাত্রাবাড়ী থানায় তথ্য যোগাযোগ ও প্রযুক্তি (সংশোধণী) আইনে একটি মামলা রুজু করেন। পরবর্তীতে ডিবি-পুলিশ মামলাটির তদন্ত শুরু করলে প্রযুক্তির সহায়তায় এক পর্যায়ে মাহমুদুল হাসানকে গ্রেফতার করতে সক্ষম হয়," জানায় পুলিশ।

 

 

ডিসি ডিবি(পূর্ব) মোঃ মাহবুব আলম এর নির্দেশনায় এডিসি এএইচএম আব্দুর রকিব এর সার্বিক তত্ত্বাবধানে সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মাঈনুল ইসলাম এর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

 

 

ইমেজঃ ডিএমপি ফেসবুক পেজ 

সর্বশেষ শিরোনাম

পবিত্র শবে কদর আজ Sat, Apr 06 2024

অচিরেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত হবে: কাদের Sat, Apr 06 2024

টাকা লুট আর সক্ষমতা জানান দিতেই কেএনএফের হামলা: র‌্যাব Sat, Apr 06 2024

পরিবারের কাছে ফিরেছেন সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজার Sat, Apr 06 2024

উত্তপ্ত বান্দরবান, পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী Fri, Apr 05 2024

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার Fri, Apr 05 2024

জনপ্রতিনিধিদের জনগণের সেবা করার মাধ্যমে ভবিষ্যত ভোট নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর Fri, Apr 05 2024

বান্দরবানে চলছে যৌথবাহিনীর অভিযান Fri, Apr 05 2024

তারেক রহমান নেতৃত্বে থাকলে বিএনপি এগুতে পারবে না: ওবায়দুল কাদের Fri, Apr 05 2024

মেট্রোরেলে ১ জুলাই থেকে ভ্যাট কার্যকর Thu, Apr 04 2024