Bangladesh

মানবতাবিরোধী অপরাধ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার মানবতাবিরোধী অপরাধ
ছবি: সংগৃহিত

মানবতাবিরোধী অপরাধ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

Bangladesh Live News | @banglalivenews | 06 Jul 2023, 08:46 pm

ঢাকা, ৬ জুলাই ২০২৩ : একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আবদুস শুক্কুরকে (৭৭) কক্সবাজার সদর উপজেলার রুমালিয়ারছড়া এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

পরে তাকে স্থানীয় থানায় সোপর্দ করা হয়। গ্রেফতার আবদুস শুক্কুর কক্সবাজারের মহেশখালী থানাধীন গুলগুলিয়াপাড়া গ্রামের বাসিন্দা। বুধবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব-৭।

র‌্যাব-৭ জানায়, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় কক্সবাজার জেলার মহেশখালী এলাকায় হত্যা, গণহত্যা, অপহরণ, আটক, নির্যাতন ও লুটপাটসহ মানবতাবিরোধী অপরাধের ঘটনার অভিযোগ পায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। পরবর্তী সময় তদন্তকারী সংস্থা তদন্ত শেষে ট্রাইব্যুনালে প্রতিবেদন দেয়।

২০১৫ সালের ২১ মে আবদুস শুক্কুরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। এরপর থেকেই পলাতক ছিলেন তিনি। গত ৩ জুন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭ জানতে পারে আবদুস শুক্কুর কক্সবাজার সদরের রুমালিয়ারছড়া এলাকায় অবস্থান করছেন। এরপর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব-৭।

র‌্যাব জানায়, মহান মুক্তিযুদ্ধের সময় তিনি পাকিস্তানি সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে কক্সবাজারের বিভিন্ন এলাকায় বিশেষ করে মহেশখালীতে গণহত্যা, লুটপাট ও নির্যাতন চালান। পরবর্তীতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযুক্ত এবং ওয়ারেন্টভুক্ত আসামি হওয়ার পর গ্রেফতার এড়াতে ছদ্মনাম ধারণ করে ও নাম-ঠিকানা পরিবর্তন করে গত আট বছর ধরে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। সবশেষে কক্সবাজারের রুমালিয়ারছড়া এলাকায় বসবাস শুরু করেন।

সর্বশেষ শিরোনাম

জাপার সঙ্গে বৈঠকে আসন ভাগাভাগি নিয়ে আলোচনা হয়নি : কাদের Thu, Dec 07 2023

টাইপিংয়ে ভুল, সংসদে পাস হওয়া শ্রম আইন ফেরত পাঠালেন রাষ্ট্রপতি Thu, Dec 07 2023

হরতাল-অবরোধে ককটেলের ব্যবহার বেড়েছে: হাতেনাতে গ্রেফতার ৩৪ Thu, Dec 07 2023

গোপালগঞ্জে দুদিন থাকবেন শেখ হাসিনা Thu, Dec 07 2023

এককভাবে লাঙ্গল নিয়ে নৌকার সঙ্গে যুদ্ধে নেমেছি: জাপা মহাসচিব Thu, Dec 07 2023

দলীয় নেতাকর্মীদের নৌকার বাইরে কাজ করার সুযোগ নেই Thu, Dec 07 2023

সারাদেশে বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র করছে বিএনপি: কাদের Thu, Dec 07 2023

বিশ্বের ১০০ প্রভাবশালী নারীর তালিকায় শেখ হাসিনা Thu, Dec 07 2023

শাহজাহান ওমরের সমর্থনে ঝালকাঠিতে বিএনপির ৪৫ নেতাকর্মীর পদত্যাগ Wed, Dec 06 2023

বাংলাদেশ সীমান্তে ঢুকে নারীকে মারধরের অভিযোগ বিএসএফের বিরুদ্ধে Wed, Dec 06 2023