Bangladesh

মানবতাবিরোধী অপরাধ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার
ঢাকা, ৬ জুলাই ২০২৩ : একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আবদুস শুক্কুরকে (৭৭) কক্সবাজার সদর উপজেলার রুমালিয়ারছড়া এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব।
পরে তাকে স্থানীয় থানায় সোপর্দ করা হয়। গ্রেফতার আবদুস শুক্কুর কক্সবাজারের মহেশখালী থানাধীন গুলগুলিয়াপাড়া গ্রামের বাসিন্দা। বুধবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-৭।
র্যাব-৭ জানায়, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় কক্সবাজার জেলার মহেশখালী এলাকায় হত্যা, গণহত্যা, অপহরণ, আটক, নির্যাতন ও লুটপাটসহ মানবতাবিরোধী অপরাধের ঘটনার অভিযোগ পায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। পরবর্তী সময় তদন্তকারী সংস্থা তদন্ত শেষে ট্রাইব্যুনালে প্রতিবেদন দেয়।
২০১৫ সালের ২১ মে আবদুস শুক্কুরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। এরপর থেকেই পলাতক ছিলেন তিনি। গত ৩ জুন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭ জানতে পারে আবদুস শুক্কুর কক্সবাজার সদরের রুমালিয়ারছড়া এলাকায় অবস্থান করছেন। এরপর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব-৭।
র্যাব জানায়, মহান মুক্তিযুদ্ধের সময় তিনি পাকিস্তানি সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে কক্সবাজারের বিভিন্ন এলাকায় বিশেষ করে মহেশখালীতে গণহত্যা, লুটপাট ও নির্যাতন চালান। পরবর্তীতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযুক্ত এবং ওয়ারেন্টভুক্ত আসামি হওয়ার পর গ্রেফতার এড়াতে ছদ্মনাম ধারণ করে ও নাম-ঠিকানা পরিবর্তন করে গত আট বছর ধরে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। সবশেষে কক্সবাজারের রুমালিয়ারছড়া এলাকায় বসবাস শুরু করেন।