Bangladesh

বাড়িছাড়া ৫০ যুবককে মনিটরিং করা হচ্ছে র‌্যাবের অভিযান
সংগৃহিত বনানী পূজামণ্ডপ পরিদর্শন করেন র‌্যাবের নবনিযুক্ত মহাপরিচালক এম খুরশীদ হোসেন

বাড়িছাড়া ৫০ যুবককে মনিটরিং করা হচ্ছে

Bangladesh Live News | @banglalivenews | 03 Oct 2022, 10:58 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ৩ অক্টোবর ২০২২: আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, সম্প্রতি ৫০ যুবক বাড়ি ছেড়েছেন। তাদের খোঁজ করা হচ্ছে। এ বিষয়ে কাজ শুরু করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। যারা বাড়ি ছেড়েছেন তাদের মনিটরিং করছে বাহিনীটি। সোমবার (৩ অক্টোবর) দুপুরে রাজধানীর বনানী পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান র‌্যাবের নবনিযুক্ত মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন।

যেই যুবকরা ঘর ছেড়েছেন তাদের নিয়ে পূজা কেন্দ্রিক কোনো হুমকি আছে কি না? সাংবাদিকদের এমন প্রশ্নে র‌্যাব ডিজি বলেন, জঙ্গিরা যতো স্মার্টই হোক না কেন, র‌্যাব আরও বেশি স্মার্ট। আমি আশ্বাস দিতে চাই র‌্যাব আগের চেয়ে আরও বেশি স্মার্ট হয়েছে। জঙ্গিরা কোনো সফলতা পাবে না। তিনি বলেন, যারা ঘর ছেড়েছে তাদের মনিটরিং করা হচ্ছে। এ বিষয়ে কাজ করছে র‌্যাব।

সব কিছু বিবেচনায় পূজামণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে উল্লেখ করে র‌্যাবের নতুন ডিজি বলেন, যারা ঘর ছেড়েছেন তাদের মনিটরিং করা হচ্ছে। পূজার শেষে কিছুদিনের মধ্যে ভালো কিছু রেজাল্ট আমরা দিতে পারবো বলে মনে করি।

দুর্গাপূজা উপলক্ষে কোনো হুমকি রয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, না, এখন পর্যন্ত কোনো ধরনের হুমকি নেই। আমরা সাইবার মনিটরিং করছি। গোয়েন্দা নজরদারি অতীতের যে কোনো সময়ের তুলনায় বেশি আছে।

এর আগে গত বৃহস্পতিবার রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে দুর্গাপূজার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে একই কথা বলেছিলেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম। তখন তিনি বলেছিলেন, সম্প্রতি যে ৫০ যুবক বাড়ি ছেড়েছেন, তাদের খোঁজে কাজ করছে পুলিশ।

দেশের বিভিন্ন এলাকার অর্ধশতাধিক তরুণের হিজরতের নামে ঘর ছাড়ার প্রসঙ্গটি তুলে ধরেন ডিএমপি কমিশনার।

গত মাসের শেষ দিকে কুমিল্লা থেকে নিখোঁজ সাত কলেজছাত্রের বিষয়ে অনুসন্ধানে নেমে নতুন করে হিজরতের (দেশত্যাগ বা এক স্থান থেকে অন্য স্থানে চলে যাওয়া) বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আসে। এরপর পটুয়াখালী, ঢাকা, নারায়ণগঞ্জ ও গোপালগঞ্জের আরও সাতজনের দুই থেকে তিন মাস ধরে নিরুদ্দেশ হওয়ার খবর পাওয়া যায়।

সর্বশেষ শিরোনাম

পবিত্র শবে কদর আজ Sat, Apr 06 2024

অচিরেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত হবে: কাদের Sat, Apr 06 2024

টাকা লুট আর সক্ষমতা জানান দিতেই কেএনএফের হামলা: র‌্যাব Sat, Apr 06 2024

পরিবারের কাছে ফিরেছেন সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজার Sat, Apr 06 2024

উত্তপ্ত বান্দরবান, পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী Fri, Apr 05 2024

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার Fri, Apr 05 2024

জনপ্রতিনিধিদের জনগণের সেবা করার মাধ্যমে ভবিষ্যত ভোট নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর Fri, Apr 05 2024

বান্দরবানে চলছে যৌথবাহিনীর অভিযান Fri, Apr 05 2024

তারেক রহমান নেতৃত্বে থাকলে বিএনপি এগুতে পারবে না: ওবায়দুল কাদের Fri, Apr 05 2024

মেট্রোরেলে ১ জুলাই থেকে ভ্যাট কার্যকর Thu, Apr 04 2024