Bangladesh

দূরপাল্লার যাত্রীবাহী বাসে এস্কর্ট সেবা দেবে র‌্যাব র‌্যাব
ফাইল ছবি

দূরপাল্লার যাত্রীবাহী বাসে এস্কর্ট সেবা দেবে র‌্যাব

Bangladesh Live News | @banglalivenews | 07 Nov 2023, 02:34 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ৭ নভেম্বর ২০২৩ : দেশের এক প্রান্ত থেকে অপরপ্রান্তে ছুটে চলা দূরপাল্লার বিভিন্ন যাত্রীবাহী বাসগুলোতে এস্কর্ট সেবা প্রদান করা হবে বলে জানিয়েছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি বলেন, ‘আজ দ্বিতীয় দিনের অবরোধ চলাকালে যে কোন ধরনের নাশকতারোধে রাজধানীতে ১৬০টি টহল দলসহ সারা দেশব্যাপী র‌্যাবের ৪৬০টি টহল টিম দায়িত্ব পালনে নিয়োজিত রয়েছে। আমরা সম্মিলিতভাবে টহল দিচ্ছি এবং আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।’

সোমবার র‌্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন এক ভিডিও বার্তায় সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি বলেন, দূরপাল্লার বাসগুলোতে এস্কর্ট সেবা দিচ্ছে র‌্যাব। এছাড়া পণ্যবাহী ট্রাক ও যাত্রী পরিবহনের জন্য আমরা ব্যবস্থা নিয়েছি। বিভিন্ন দূরপাল্লার পরিবহনগুলোর মালিকদের সঙ্গে আমরা সমন্বয় করছি। দূরপাল্লার বাসগুলোকে একটি নির্দিষ্ট সময়ে এস্কর্ট দিয়ে আমরা গন্তব্যে পৌঁছে দিচ্ছি। পাশাপাশি নিরাপদ পণ্য পরিবহনে নিরাপত্তা দেওয়া হবে।

গার্মেন্টসের শ্রমিকদের আন্দোলনের বিষয়ে তিনি বলেন, ‘গত শনিবারে র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ আমরা বেশ কয়েক জন ঢাকা, সাভার, আশুলিয়া  এবং গাজীপুর, কালিয়াকৈরসহ বিভিন্ন এলাকায় যেখানে অনেক গার্মেন্টস রয়েছে  সেখানে পরিদর্শন করেছি। সেখানে পরিদর্শন পরবর্তীতে যারা গার্মেন্টস সেক্টরকে নষ্ট করার জন্য সহিংসতা ও নাশকতা করেছে তাদের বিরুদ্ধে আমরা কঠোর বার্তা দিয়েছি।’

সর্বশেষ শিরোনাম

পবিত্র শবে কদর আজ Sat, Apr 06 2024

অচিরেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত হবে: কাদের Sat, Apr 06 2024

টাকা লুট আর সক্ষমতা জানান দিতেই কেএনএফের হামলা: র‌্যাব Sat, Apr 06 2024

পরিবারের কাছে ফিরেছেন সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজার Sat, Apr 06 2024

উত্তপ্ত বান্দরবান, পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী Fri, Apr 05 2024

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার Fri, Apr 05 2024

জনপ্রতিনিধিদের জনগণের সেবা করার মাধ্যমে ভবিষ্যত ভোট নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর Fri, Apr 05 2024

বান্দরবানে চলছে যৌথবাহিনীর অভিযান Fri, Apr 05 2024

তারেক রহমান নেতৃত্বে থাকলে বিএনপি এগুতে পারবে না: ওবায়দুল কাদের Fri, Apr 05 2024

মেট্রোরেলে ১ জুলাই থেকে ভ্যাট কার্যকর Thu, Apr 04 2024