Bangladesh

টেকনাফে দুর্গম পাহাড়ে অস্ত্র কারখানার সন্ধান পেয়েছে র্যাব
নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার, ১৯ আগস্ট ২০২৩ : কক্সবাজারের টেকনাফে দুর্গম পাহাড়ে আগ্নেয়াস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে র্যাব। শুক্রবার রাত থেকে ওই পাহাড় ঘিরে অভিযান শুরু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। তিনি জানান, অস্ত্র কারখানার তথ্য পেয়ে নজরদারি করছিল র্যাব। একপর্যায়ে শুক্রবার অভিযান শুরু করা হয়। ওই কারখানা থেকে কত সংখ্যক অস্ত্র উদ্ধার হয়েছে এবং গ্রেফতারের তথ্য অভিযান শেষে জানা যাবে বলে জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা।
এরআগে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের দুর্গম কালাপাহাড়ে দ্বিতীয় দফার অভিযানে নতুন জঙ্গি আস্তানার সন্ধান পেয়েছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিসিটিসি) ইউনিট। নতুন সেই আস্তানা থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় মৌলভীবাজার পুলিশ লাইনসে সংবাদ সম্মেলনে সিটিটিসি প্রধান মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, সোমবার সকালে মৌলভীবাজারের কুলাউড়ার কর্মধা ইউনিয়নের আছকরাবাদ বাজারের স্থানীয় বাসিন্দারা সন্দেহভাজন ১৭ ব্যক্তিকে আটক করেন। এই খবর পাওয়ার পরপরই আমি ঘটনাস্থলে চলে আসি। এরপর জিজ্ঞাসাবাদে আমরা নিশ্চিত হই গত শনিবার আমাদের টিম যাদের আটক করে এরা তাদের সহযোগী। এরপর কর্মধা ইউনিয়ন কার্যালয় থেকে আমরা তাদের হেফাজতে নিয়ে আসি। এরপর রাতভর আমরা তাদের জিজ্ঞাসাবাদ করি। তখন এই কালাপাহাড়ে তাদের আরেকটি আস্তানা আছে বলে আমাদের জানায়।