Bangladesh

পদ্মা সেতুতে রেললাইন নির্মাণ কাজ সম্পন্ন পদ্মা সেতু রেল প্রকল্প
ছবি: সংগৃহিত

পদ্মা সেতুতে রেললাইন নির্মাণ কাজ সম্পন্ন

Bangladesh Live News | @banglalivenews | 30 Mar 2023, 05:10 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ৩০ মার্চ ২০২৩ : শেষ হয়েছে পদ্মা সেতুর পাথর বিহীন রেল লাইন নির্মাণ কাজ। বুধবার (২৯ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে প্রকল্পের দশমিক ১৫ কিলোমিটার কাজ সম্পন্ন হয়। এতে রেল সড়কে মাওয়ার সঙ্গে জাজিরা প্রান্ত যুক্ত হয়েছে।

প্রকল্প সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী ৪ এপ্রিল পদ্মা সেতুর ওপর দিয়ে ট্রেন চলাচলের কথা রয়েছে। প্রায় ৪০ হাজার কোটি টাকা ব্যয়ে ঢাকা-যশোর রেলপথ নির্মাণ শেষে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানীর যোগাযোগ যেমন সহজ হবে তেমনি পাল্টে যাবে অর্থনৈতিক দৃশ্যপট। বুধবার পদ্মা সেতুর বাকি সাত মিটার অংশে ঢালাইয়ের কাজ শেষ হয়েছে।

চীন থেকে মঙ্গলবার আকাশ পথে বাংলাদেশে আসে শেষ স্লিপারটি। রাতে শুরু হয় স্লিপারটি বসানোর কাজ। নিখুঁতভাবে মাপজোক শেষেই স্থাপন করা হয় সেতুর ওপর। তাপমাত্রা কমে এলে শুরু হয় স্লিপারটির ওপর ঢালাই।

ঢাকা-মাওয়া রেললাইনের ট্র্যাক ইঞ্জিনিয়ার সৈয়দ শওকত আলী বলেন, বিভিন্ন রকম ডাইমেনশনের মেজারমেন্ট করার দরকার ছিল। আমরা সেটি করছি। এ মেজারমেন্টগুলো জিপিএসের মাধ্যমে নেওয়া হয়। তিনি জানান, ৬ দশমিক ১৫ কিলোমিটার মূল সেতু ও দুইপাশের ভায়াডাক্ট সেতু মিলিয়ে পদ্মা রেল সেতুর দৈর্ঘ্য ৬ দশমিক ৬৮ কিলোমিটার। মূল সেতুতে ১১ হাজার ১৪০টি স্লিপার স্থাপিত হয়েছে। মুভমেন্ট জয়েন্টের ইস্পাতের ৮টি স্লিপার ছাড়া বাকিগুলো কংক্রিটের তৈরি। সিএসসি বাংলাদেশ সেনাবাহিনীর কনস্ট্রাকশন সুপারভিশন কনসালটেন্টের (সিএসসি) তত্ত্বাবধানে চলছে পদ্মা সেতুর এ রেলসংযোগ প্রকল্পের কাজ। পদ্মা সেতু ছাড়াও প্রকল্পের মোট ১৭২ কিলোমিটার লেভেল ক্রসিংবিহীন রেলপথে ৩২টি রেল কালভার্ট, ৩৭টি আন্ডারপাস এবং ১৩টি রেলসেতুর কাজ শেষ হয়েছে।

পদ্মা মূল সেতু ও ভায়াডাক্টের সিনিয়র প্রকৌশলী জহুরুল হক বলেন, ঢাকা থেকে যশোর পর্যন্ত ৩০ কিলোমিটার পাথরবিহীন রেললাইন আর বাকিটা ব্ল্যাস্টেট রেললাইন। এরমধ্যে পদ্মা সেতুর ওপরের বাকি থাকা সাত মিটার অংশের ঢালাই শেষ হয়। পাথরবিহীন এ রেলপথ তৈরিতে খরচ বেশি হলেও এটি হবে টেকসই। এ রেল পথে কোনো ঝাঁকুনি হবে না।

সর্বশেষ শিরোনাম

মিতু হত্যা মামলার মূল আসামি গ্রেফতার Sat, Jun 03 2023

ভারতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার শোক প্রকাশ Sat, Jun 03 2023

ধানমন্ডি লেক থেকে নাবালকের লাশ উদ্ধার Sat, Jun 03 2023

চট্টগ্রাম, সিলেট সহ চার বিভাগে বৃষ্টির পূর্বাভাস Sat, Jun 03 2023

বাংলাদেশে ৬৬ দিন পরে কোভিডে ২ জনের মৃত্যু Sat, Jun 03 2023

শেখ হাসিনা ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার অঙ্গীকার করেছেন Sat, Jun 03 2023

সাবেক মন্ত্রী আফসারুল আমিন মারা গেছেন Fri, Jun 02 2023

কক্সবাজারে এক রোহিঙ্গাকে গুলি করে হত্যা Fri, Jun 02 2023

সিলেটে ব্যবসায়ী খুন: ১২ ঘণ্টার মধ্যেই ৩ ছিনতাইকারী গ্রেপ্তার Fri, Jun 02 2023

চট্টগ্রাম: সাতকানিয়ায় অগ্নিকাণ্ডে ১৭টি ঘর পুড়ে ছাই Fri, Jun 02 2023