Bangladesh

ধানে অভিশাপ হয়ে এলো বৃষ্টি বৃষ্টি
সংগৃহিত নওগাঁয় ঝড়ে গাছ ভেঙ্গে পড়েছে

ধানে অভিশাপ হয়ে এলো বৃষ্টি

Bangladesh Live News | @banglalivenews | 20 Apr 2022, 11:24 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ২০ এপ্রিল ২০২২: বৈশাখের শুরুতে নওগাঁর ওপর দিয়ে বয়ে গেছে কালবৈশাখীর তাণ্ডব। প্রচণ্ড ঝড়ো হাওয়ার সঙ্গে হয়েছে বৃষ্টি। মঙ্গলবার (১৯ এপ্রিল) রাত ৩টায় এবং বুধবার (২০ এপ্রিল) সকাল ৬টায় দু’দফায় জেলার ওপর দিয়ে ঝড় ও বৃষ্টি হয়েছে। এতে ইরিবোরো ধানের ক্ষতি হলেও আমের জন্য উপকার হয়েছে।

ঝড়ো বাতাস স্থায়ী ছিলো প্রায় আধা ঘণ্টা। প্রচণ্ড ঝড়ের পর শুরু হয় বৃষ্টি। ঝড়-বৃষ্টিতে ধান ও সবজি জাতীয় ফসলের ক্ষতি হলেও আমের জন্য আশীর্বাদ হয়েছে।

আবহাওয়া অনুকূলে থাকায়া ইরিবোরো আবাদ ভালো হয়েছিল এবার। মাঠে শুরু থেকেই ধান ভালো ছিল। কিছু মাঠে ধান পাকতেও শুরু করেছে। ঝড় বৃষ্টিতে পাকা ও আধাপাকা ধানের ক্ষতি হলেও যেসব ধান এখন বের হচ্ছে তার জন্য উপকার হয়েছে। আগামী সপ্তাহের মধ্যে ধান কাটা মাড়াই শুরু হওয়ার কথা থাকলেও এখন কিছুটা দেরি হবে। বৃষ্টিতে মাঠের নিচু জমিতে পানি জমেছে। ধান জমিতে শুয়ে পড়ায় ধান চাষিদের ব্যাপক ক্ষতি হয়েছে।

এদিকে ধানের জন্য বৃষ্টি অভিশাপ হলেও আমের জন্য আশীর্বাদ হয়েছে। আমচাষি আমানুল্লাহ আমান বলেন, প্রায় ৪০ বিঘা জমির আমবাগান ইজারা নিয়েছি। যেখানে আম্রপালি, ফজলি ও গোপালভোগ জাতের গাছ আছে। গাছে প্রচুর পরিমাণ আমের গুটি এসেছিল। কিন্তু অনাবৃষ্টিতে মাটিতে রস কমে যাওয়ায় গুটিগুলো ঝরে পড়ছিল। গুটি রক্ষার জন্য শ্যালোমেশিনের সাহায্যে গাছে পানি স্প্রে করতে হতো। এতে বাড়তি খরচ হতো। তবে হঠাৎ বৃষ্টিতে আম চাষিদের জন্য উপকার হয়েছে। মাটিতে রস জমেছে। এখন খরচ অনেকটা কমে আসবে। ঝড়ে কিছু গুটি ঝরে পড়লেও সমস্যা নেই উপকার বেশি হয়েছে।

নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শামসুল ওয়াাদুদ বলেন, ক্ষতির পরিমাণ এখনো নিরুপণ করা সম্ভব হয়নি। তবে বৃষ্টিতে ধানের ক্ষতি হলেও আমের জন্য উপকার হয়েছে। ঝড়ের কারণে আধাপাকা ধানগুলো মাটিতে শুয়ে পড়েছে। তবে পাকা এবং আধা পাকা ধান হওয়াাই খুব একটা ক্ষতি হবে না।

নওগাঁর বদলগাছী উপজেলা কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, বদলগাছীর ওপর দিয়ে রাত ৩টায় এবং বুধবার সকাল ৬টায় দু’দফায় ৬০ কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বয়ে গেছে। একইসঙ্গে ৩৮ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

সর্বশেষ শিরোনাম

পবিত্র শবে কদর আজ Sat, Apr 06 2024

অচিরেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত হবে: কাদের Sat, Apr 06 2024

টাকা লুট আর সক্ষমতা জানান দিতেই কেএনএফের হামলা: র‌্যাব Sat, Apr 06 2024

পরিবারের কাছে ফিরেছেন সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজার Sat, Apr 06 2024

উত্তপ্ত বান্দরবান, পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী Fri, Apr 05 2024

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার Fri, Apr 05 2024

জনপ্রতিনিধিদের জনগণের সেবা করার মাধ্যমে ভবিষ্যত ভোট নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর Fri, Apr 05 2024

বান্দরবানে চলছে যৌথবাহিনীর অভিযান Fri, Apr 05 2024

তারেক রহমান নেতৃত্বে থাকলে বিএনপি এগুতে পারবে না: ওবায়দুল কাদের Fri, Apr 05 2024

মেট্রোরেলে ১ জুলাই থেকে ভ্যাট কার্যকর Thu, Apr 04 2024